সিরিজ জেতা নিশ্চিত হয়ে গিয়েছে। রবিবার ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে টি২০ সিরিজের শেষ ম্যাচেও দলে বদলের সম্ভাবনা। তেমন ইঙ্গিত মিলেছে ভারতের (Team India) বোলিং কোচ মর্নি মর্কেলের (Morne Morkel) কথায়। চতুর্থ ম্যাচে ভারতীয় দলে জায়গা পাননি স্পিডস্টার মহম্মদ শামি (Mohammed Shami)। তবে শেষ ম্যাচে ফিরতে পারেন তিনি।
কেন শেষ ম্যাচে ফেরত আসতে পারেন শামি?
ভারতীয় দল (Team India) চতুর্থ ম্যাচে কঙ্কার্শন সাব হিসেবে নামিয়েছিল হর্ষিত রানাকে (Harshit Rana)। তাঁর তিন উইকেটেই বদলে যায় ম্যাচের ভাগ্য। এই কঙ্কার্শন সাব নিয়ে কম জলঘোলা হয়নি। কীভাবে এই সুবিধা পেল ভারত তা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তবে গৌতম গম্ভীররা (Gautam Gambhir) বুঝতে পেরেছেন সব ম্যাচ শুধু স্পিনারদের দিয়ে বের করে নেওয়া সম্ভব হবে না তাদের পক্ষে। তাই শেষ ম্যাচ জিততে শামিকে খেলানোর কথা ভাবছে ভারতীয় দল। পাশাপাশি সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই দলে রয়েছেন বাংলার পেসার। তাই তার আগে শামিকে যতটা সম্ভব গেমটাইম দেওয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। সে কারণেই শামিকে শেষ টি২০ ম্যাচে খেলানোর ভাবনা ভারতের।
শামির বোলিং-এ খুশি ভারতের বোলিং কোচ
মর্কেল বলেন, 'শামি সত্যিই ভালো বোলিং করছে। ওয়ার্মআপে জোরে বল করছে। তাই,ওকে নিয়ে আমি খুব খুশি। সম্ভবত পরের ম্যাচে ও সুযোগ পাবে। দেখা যাক পরিস্থিতি কেমন হয়, তবে তাকে দলে ফিরে পেয়ে দারুণ উত্তেজিত। ও অভিজ্ঞ ক্রিকেটার ফলে নিজের অভিজ্ঞতা দলের এই তরুণ বোলারদের সঙ্গে ভাগ করে নেওয়ায়, তরুণ ক্রিকেটাররা উৎসাহ পাচ্ছে। আমারও খুব ভাল লাগছে ওকে দেখে।'
ভাল ছন্দে আছেন তারকা বোলার
শামি তৃতীয় ম্যাচে রাজকোটে কোনও উইকেট না পেলেও, ৩ ওভার বল করে দিয়েছেন ২৫ রান। ইকোনমি ৮-এর একটু বেশি। তবে তাঁর বোলিং দেখে খুশি হয়েছেন টিম ইন্দিয়ার ফ্যানরা। ২০২৩ বিশ্বকাপেও দারুণ ছন্দে ছিলেন শামি। ভারত ফাইনালে হেরে গেলেও, তিনিই ছিলেন বিশ্বকাপের সেরা বোলার।