শেষদিনে ভারতের দরকার আর দুই উইকেট। আর ইংল্যান্ডের দরকার ৩৫ রান। চতুর্থ দিনের শেষে বৃষ্টির জন্য বন্ধ হল ম্যাচ।
আলোর জন্য বন্ধ ম্যাচ
আরও ৩০ মিনিট অপেক্ষা করবেন আম্পায়াররা। আলোর অবস্থা ভাল না হলে স্টাম্পস হবে। এই সেশনে ১০ ওভার ২ বলে ২২ রানে ২ উইকেট হারিয়েছে ইংল্যান্ড।
আবার উইকেট প্রসিদ্ধের
জো রুটকে আউট করলেন প্রসিদ্ধ। খেলায় ফিরল ভারত। ক্রিজে এবার জেমি ওভারটন।
ভারতকে ফেরালেন প্রসিদ্ধ কৃষ্ণা
৩৩২ রানে ৫ উইকেট হারাল ইংল্যান্ড। আউট বেথেল। প্লেড অন হলেন বাঁ হাতি ব্যাটার। কিছুটা আশা ফিরল ভারতের।
চাপে পড়ে গিয়েছে টিম ইন্ডিয়া। জয়ের দোরগোড়ায় ইংল্যান্ড। তাও আবার ১ জন ক্রিকেটার কম নিয়ে।
পাল্টা আক্রমণ করে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড
হ্যারি ব্রুক ও জো রুটের পাল্টা আক্রমণে দিশেহারা ভারতের বোলাররা। ব্রুক বিস্ফোরক ব্যাটিং করেন এবং মাত্র ৩৯ বলে ৬টি চার এবং ২টি ছক্কার সাহায্যে তার পঞ্চাশ পূর্ণ করেন। জো রুটও তার নিজস্ব স্টাইলে ব্যাট করেন এবং৮১ বলে ৬টি চারের সাহায্যে তার অর্ধশতরান করেন। পরে সেই জুটি আরও এগিয়ে যায়। ১১১ রান করে আউট হন ব্রুক।
আরও একটা উইকেট হারাল ইংল্যান্ড
ইংল্যান্ডের স্কোর ১০০ রান অতিক্রম করেছে এবং তারা ৩ উইকেট হারিয়েছে। জো রুট এবং হ্যারি ব্রুক অপরাজিত ব্যাটসম্যান। ক্রিস ওকস ইনজুরির কারণে ব্যাট করতে না আসায় ভারতকে এখন জয়ের জন্য আরও ৬টি উইকেট নিতে হবে।
আউট ডাকেট
৫১ রান করে আউট বেন ডাকেট। দিনের প্রথম উইকেট তুলে নিল ভারত। ৮২ রানে ২ উইকেট হারাল ইংল্যান্ড। আর সাত উইকেট পেলেই ভারত ম্যাচ জিতে যাবে।
রান তাড়া করতে গিয়ে সমস্যায় ইংল্যান্ড
শুরুটা ভালো ছিল। জ্যাক ক্রাউলি এবং বেন ডাকেট প্রথম উইকেটে ৫০ রানের জুটি গড়েন। তৃতীয় দিনের খেলার শেষ বলে জ্যাক ক্রাউলিকে বোল্ড করে ফাস্ট বোলার মহম্মদ সিরাজ এই জুটি ভেঙে দেন।
এই ম্যাচে, ভারতীয় দল ইংল্যান্ডকে জয়ের জন্য ৩৭৪ রানের লক্ষ্য দিয়েছে। ভারতীয় দল তাদের প্রথম ইনিংসে ২২৪ রান করে এবং ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২৪৭ রান করে। প্রথম ইনিংসের ভিত্তিতে ইংল্যান্ড ২৩ রানের সামান্য লিড পায়। এরপর ভারতীয় দলের দ্বিতীয় ইনিংস ৩৯৬ রানে শেষ হয়।
শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দলের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচটি জিতলেই ভারতীয় দল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সমতা আনতে পারবে। ওভাল টেস্ট ড্র হলে অথবা ইংল্যান্ড জিতলে ভারতীয় দল সিরিজটি হেরে যাবে।