Advertisement

India vs England: 'ও যখন পারফর্ম করছিল...', টিম সিলেকশন নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন অভিমন্যুর বাবা

তিন বছর ধরে ভারতীয় দলে জায়গা পাচ্ছেন না অভিমন্যু ঈশ্বরণ। ইংল্যান্ড সফরে শেষ টেস্টেও তাঁর জায়গা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন বাবা রঙ্গনাথন ঈশ্বরণ। সরাসরি কোচ গৌতম গম্ভীরের দিকেই অভিযোগের আঙুল তাঁর। ওভাল টেস্টে দলে করুণ নায়ার ফিরে এলেও, কেন ঈশ্বরণ সুযোগ পেলেন না? প্রশ্ন তুলেছেন তিনি।

অভিমন্যু ঈশ্বরণঅভিমন্যু ঈশ্বরণ
Aajtak Bangla
  • লন্ডন,
  • 01 Aug 2025,
  • अपडेटेड 9:23 AM IST

তিন বছর ধরে ভারতীয় দলে জায়গা পাচ্ছেন না অভিমন্যু ঈশ্বরণ। ইংল্যান্ড সফরে শেষ টেস্টেও তাঁর জায়গা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন বাবা রঙ্গনাথন ঈশ্বরণ। সরাসরি কোচ গৌতম গম্ভীরের দিকেই অভিযোগের আঙুল তাঁর। ওভাল টেস্টে দলে করুণ নায়ার ফিরে এলেও, কেন ঈশ্বরণ সুযোগ পেলেন না? প্রশ্ন তুলেছেন তিনি।

‘টাইমস অফ ইন্ডিয়া’-কে তিনি বলেন, 'আমি এখন আর দিন গুনি না। বছর গুনি। তিন বছর হয়ে গেল ও জায়গা পেল না। একজন ব্যাটারের কাজ কী? রান করা। অভিমন্যু সেটাই করেছে। তার পরেও জায়গা পায়নি। আমার ছেলেকে আর কী প্রমাণ দিতে হবে?' আসলে শুধু ইংল্যান্ড সফর নয়, এর আগে অস্ট্রেলিয়া সফরের পাঁচটা টেস্টেও দলে ছিলেন অভিমন্যু। তবে তাঁকে ডেবিউ করানো হয়নি। এরপরেও ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে ছিলেন। ইংল্যান্ড সফরে ডাক পেলেও, বাংলার ক্রিকেটার এবারেও ডেবিউ করতে পারলেন না। 

রঙ্গনাথন বলেন, 'গত অস্ট্রেলিয়া সফরের আগে ভারত এ দলের হয়ে অভিমন্যু দুটো ম্যাচে রান পায়নি। তাই প্রথম একাদশে ঢুকতে পারেনি। মানলাম। কিন্তু সেই সিরিজ় ও ইংল্যান্ড সিরিজ়ের মাঝে দলীপ ও ইরানি ট্রফিতে ও ৮৬৪ রান করেছে। সেখানে তো করুণ খেলার সুযোগ পায়নি। তার মানে অভিমন্যুর করা রান কোনও গুরুত্ব পেল না।' 

করুণ নায়ারের দলে ফিরে আসা নিয়েও প্রশ্ন করেছেন রঙ্গনাথন। বার বার অবহেলিত হওয়ায় অভিমন্যু যে হতাশ হয়ে পড়ছেন। সেটা দেখে তাঁর খারাপ লাগছে। রঙ্গনাথন বলেন, 'ওরা করুণকে সুযোগ দিল। ও রঞ্জিতে ৮০০-র উপর রান করেছে। তাই নির্বাচকেরা ওর উপর ভরসা দেখিয়েছে। মেনে নিলাম। কিন্তু বার বার সুযোগ না পেয়ে আমার ছেলে হতাশ হয়ে পড়ছে।' পাশাপাশি আইপিএলের পারফরম্যান্স দেখে কাউকে টেস্ট দলে জায়গা দেওয়া উচিত নয় বলে মনে করেন তিনি। বলেন, 'কয়েক জন আইপিএলে খেলে দলে ঢুকে যাচ্ছে। টেস্টের দল নির্বাচনের সময় আইপিএলের পারফরম্যান্স দেখাই উচিত নয়। রঞ্জি, দলীপ, ইরানি দেখে সুযোগ দেওয়া উচিত।' 

Advertisement

ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে অভিমন্যু। ১০৩ ম্যাচে ৭৮৪১ রান করেছেন বাংলার ক্রিকেটার। গড় ৪৮.৭০। ২৭ শতরান ও ৩১ টি ফিফটিও করেছেন তিনি। গত ১০ ইনিংসে একটা দ্বিশতরান, চারটে শতরান ও দুটো অর্ধশতরান করেছেন বাংলার ব্যাটার। তার পরেও ভারতীয় দলে ব্রাত্য তিনি। এটাই মানতে কষ্ট হচ্ছে তাঁর বাবার।

Read more!
Advertisement
Advertisement