Advertisement

Ind vs Eng: চোট সারাতে ইঞ্জেকশন বল করছেন আকাশদীপ? স্ট্যাম্প মাইকে গিল যা বললেন

ইংল্যান্ড সিরিজে সমতা ফেরাতে মরিয়া ভারত। জো রুট ও হ্যারি ব্রুকের জোড়া সেঞ্চুরি টিম ইন্ডিয়াকে চাপে ফেলে দিলেও, চতুর্থ দিনে চা পানের বিরতির পর খেলাত ফিরেছেন শুভমন গিলরা। আর এর মধ্যেই খবর পাওয়া যায়, ইঞ্জেকশন নিয়ে বল করছেন আকাশদীপ। আর এই খবর দেন গিল নিজেই। স্ট্যাম্প মাইকে শোনা যায় টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের গলা। 

আকাশদীপ (ছবি: ইনস্টাগ্রাম)আকাশদীপ (ছবি: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • লন্ডন,
  • 04 Aug 2025,
  • अपडेटेड 6:39 PM IST

ইংল্যান্ড সিরিজে সমতা ফেরাতে মরিয়া ভারত। জো রুট ও হ্যারি ব্রুকের জোড়া সেঞ্চুরি টিম ইন্ডিয়াকে চাপে ফেলে দিলেও, চতুর্থ দিনে চা পানের বিরতির পর খেলাত ফিরেছেন শুভমন গিলরা। আর এর মধ্যেই খবর পাওয়া যায়, ইঞ্জেকশন নিয়ে বল করছেন আকাশদীপ। আর এই খবর দেন গিল নিজেই। স্ট্যাম্প মাইকে শোনা যায় টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের গলা। 

কী হয়েছে আকাশদীপের?
লাঞ্চের ঠিক আগে চোট পেয়েছিলেন বাংলার পেস বোলার। হ্যারি ব্রুকের শট বাঁচাতে গিয়ে পায়ে লাগে আকাশদীপের। মাটিতে পড়েও যান তিনি। এরপর সেই ওভার শেষ করে, ড্রেসিংরুমের দিকে চলে যান। কিছুক্ষণ বল করতে পারেননি আকাশদীপ। এরপর এইপেস বোলার ফেরত আসতেই গিল তাঁকে প্রশ্ন করেন, 'তুমি কি ইঞ্জেকশন নিয়েছ?' স্ট্যাম্প মাইকে স্পষ্ট শোনা যায় গিলের এ কথা। মাথা নেড়ে সম্মতিসূচক উত্তর দেন আকাশ দীপ। এরপর বল করতে আসেন তিনি। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। ইঞ্জেকশন নিয়ে দেশের স্বার্থে মাঠে নামায় তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। 

এই আকাশদীপের বলেই, ৯৮ বলে ১১১ রান ঝড়ো ইনিংস খেলে আউট হন। চতুর্থ দিনে চা পানের বিরতির আগে অবধি ইংল্যান্ডের দরকার ছিল মাত্র ৫৭ রান। সেখান থেকে খেলা ঘোরান প্রসিদ্ধ কৃষ্ণ। জেকব বেথেল ও জো রুট আউট হওয়ায়, কিছুটা লড়াইয়ে ফেরে ভারত। জয়ের জন্য ৩৫ রান দরকার, ভারতের দরকার ৪ উইকেট। ফলে শেষদিনের খেলা বেশ জমজমাট হবে বলেই আশা করা যায়।

ভারতীয় দল এই সংকট থেকে ফেরত আসতে পারে কিনা সেটাই দেখার। এর মধ্যে একটা স্বস্তি, কারণ ক্রিস ওকস যদি ব্যাট করতে আসেন তবে তাঁকে এক হাতে ব্যাট করতে হবে। কারণ তাঁর বাঁ হাত ভেঙে গিয়েছে। সেই হাত খুব বেশি ব্যবহার করতে পারবেন না তিনি। উইকেটে থাকা জেমি স্মিথ ও ওভারটনকে আউট করতে পারলে খেলা অনেকটাই ভারতের পক্ষে চলে আসবে।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement