Advertisement

India vs England: চতুর্থ টেস্টে দলে থাকবেন বুমরা? যা জানালেন সহকারি কোচ

জানিয়েছিলেন, পাঁচটার মধ্যে খেলবেন তিনটে টেস্ট ম্যাচ। যার দুটো খেলা হয়ে গিয়েছে। বাকি ২ টেস্টের কোনটা খেলবেন জসপ্রীত বুমরা সেটা নিয়েই এখন ধোঁয়াশা। সিরিজের যা পরিস্থিতি তাতে ১-২ ব্যবধানে পিছিয়ে থাকা ভারতের ফ্যানরা চাইবে দুই ম্যাচই খেলুন এই স্পিডস্টার। তবে তা যে হবে না সেটা জানিয়েছেন গৌতম গম্ভীর।

  • 18 Jul 2025,
  • अपडेटेड 10:29 AM IST

জানিয়েছিলেন, পাঁচটার মধ্যে খেলবেন তিনটে টেস্ট ম্যাচ। যার দুটো খেলা হয়ে গিয়েছে। বাকি ২ টেস্টের কোনটা খেলবেন জসপ্রীত বুমরা সেটা নিয়েই এখন ধোঁয়াশা। সিরিজের যা পরিস্থিতি তাতে ১-২ ব্যবধানে পিছিয়ে থাকা ভারতের ফ্যানরা চাইবে দুই ম্যাচই খেলুন এই স্পিডস্টার। তবে তা যে হবে না সেটা জানিয়েছেন গৌতম গম্ভীর।

তবে কি চতুর্থ টেস্টে খেলিয়ে দেওয়া হবে বুমরাকে? এ ব্যাপারে এবার মুখ খুললেন ভারতের সহকারি কোচ রায়ান টেন দুশখাতে। তিনি বলেন, 'ম্যানচেস্টারে পৌঁছে জসপ্রীত বুমরার সম্পর্কে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। সিরিজ এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, তাই আমরা তাকে খেলানোর পক্ষে।' 

যদিও সমস্যার কথাও উল্ল্যেখ করেছেন তিনি। আসলে ভারতীয় দলও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা সময় নিতে চাইছে। কারণ এরপর শেষ টেস্টে ওভালে কী পরিস্থিতির সামনে ভারতকে পড়তে হতে পারে সেটাও বোঝার চেষ্টা চলছে। সে কারণে ভারতের সহকারি কোচ বলেন, 'আমাদের বৃহত্তর চিত্রটাও দেখতে হবে। আমরা কত দিন ক্রিকেট আশা করি, ম্যানচেস্টারে জয়ের সর্বোত্তম সম্ভাবনা কী। এর পরে, ওভাল টেস্টে আমাদের কৌশল কী হবে, এই সমস্ত কিছু মাথায় রাখতে হবে।' 

লর্ডস টেস্ট ম্যাচের পর বেকেনহ্যামের কাউন্টি গ্রাউন্ডে অনুশীলনে অংশ নেয় ভারতীয় দল। এরপর দলের খেলোয়াড়রা ম্যানচেস্টারের উদ্দেশ্যে রওনা হন। লিডস টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে জসপ্রীত বুমরা পাঁচ উইকেট নিয়েছিলেন, এরপর এজবাস্টন টেস্ট ম্যাচের জন্য তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। বুমরা লর্ডস টেস্ট ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে ছিলেন এবং প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। বুমরা এখন পর্যন্ত চলতি টেস্ট সিরিজে চার ইনিংসে ২৮.০৯ গড়ে ১২ টি উইকেট নিয়েছেন।

ফলে তাঁকে দলের বাইরে রেখে নামা কঠিন দলের পক্ষে। সেটা প্রায় সকলেই মানছেন। তবে গোটা মরসুমে যে পরিমাণ বল করেছেন বুমরা সেটাও আশ্চর্যের। আবার যদি তিনি চোট পাওয়া জায়গায় আঘাত পান, তবে তাঁর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে। আর তাই বিসিসিআই-ও তাঁকে নিয়ে বেশ সতর্ক। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement