Advertisement

India vs England: ইডেনে ভারত-ইংল্যান্ড ম্যাচ, টিকিট বিক্রি শুরু আজ থেকেই, কত দাম-কীভাবে পাবেন?

বছরের শুরুতেই বড় ম্যাচ পেয়েছে ইডেন গার্ডেন্স (Eden Gardens)। ইংল্যান্ড ভারত (India vs England) সফরে প্রথম টি২০ ম্যাচ খেলবে কলকাতাতেই। ২২ জানুয়ারি এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গেল মঙ্গলবার থেকেই। অনলাইনের পাশাপাশি এবার পাওয়া যাবে অফলাইন টিকিটও। ফলে টিকিটের চাহিদাও তুঙ্গে থাকবে।

ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিট বিক্রি শুরু আজ থেকেইভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিট বিক্রি শুরু আজ থেকেই
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jan 2025,
  • अपडेटेड 10:48 AM IST

বছরের শুরুতেই বড় ম্যাচ পেয়েছে ইডেন গার্ডেন্স (Eden Gardens)। ইংল্যান্ড ভারত (India vs England) সফরে প্রথম টি২০ ম্যাচ খেলবে কলকাতাতেই। ২২ জানুয়ারি এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গেল মঙ্গলবার থেকেই। অনলাইনের পাশাপাশি এবার পাওয়া যাবে অফলাইন টিকিটও। ফলে টিকিটের চাহিদাও তুঙ্গে থাকবে। গত বছরেই ভারতীয় দল টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতেছে। সেই দলে এখন রোহিত শর্মা (Rohit Sharma) বা বিরাট কোহলিরা (Virat kohli) না থাকলেও সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) দেখতেই প্রচুর ক্রিকেট অনুরাগী ভিড় করবেন বলেই মনে করা হচ্ছে।

টিকিটের দাম কত?
 ১৪ থেকে ১৬ জানুয়ারি, তিনদিন সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ইডেনের চার নম্বর গেট থেকে টিকিট বিক্রি হবে। টিকিটের ন্যূনতম দাম ৮০০ টাকা। সর্বোচ্চ ২৫০০। চার দামের টিকিট ইডেনের কাউন্টার থেকে বিক্রি করা হবে। টিকিটের দাম ৮০০, ১৩০০, ২০০০ এবং ২৫০০ ধার্য করা হয়েছে। এই চার দামের টিকিটই কাউন্টার থেকে কাটা যাবে। অনলাইনে জোমাটো, ইনসাইডার ইন এবং পেটিএমে টিকিট পাওয়া যাবে। সোমবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিল বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা। 

ফের চালু হল অফলাইন টিকিট বিক্রি
১৭ এবং ১৮ জানুয়ারি ৫, ৬, ৭, ৮ নম্বর গেট থেকে লাইফ মেম্বার এবং অ্যানুয়াল মেম্বারদের টিকিট দেওয়া হবে। সাম্প্রতিককালে ইডেনের ম্যাচের অফলাইন টিকিট বিক্রি প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। সিএবি অনুমোদিত ক্লাবগুলোকে টিকিট দেওয়ার পর আর কোনও টিকিট পড়ে থাকত না। যা নিয়ে অতীতে কম ঝামেলা হয়নি। তবে ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিটের চাহিদা ক্লাবের প্রতিনিধিদের মধ্যে এবার তুলনামূলকভাবে কম। ৮ জানুয়ারির মধ্যে সিএবি অনুমোদিত ক্লাবগুলোকে তাঁদের কত সংখ্যক টিকিট লাগবে জানাতে বলা হয়েছিল। কিন্তু খুব বেশি টিকিটের চাহিদা দেখা যায়নি।  

ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচটি টি২০ খেলবে ভারতীয় দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনটি ওয়ানডে ম্যাচও খেলবে ভারতীয় দল। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement