লর্ডসে চলতে থাকা তৃতীয় টেস্টের পঞ্চম দিনে দারুণ ক্যাচ ধরে তাক লাগালেন জোফ্রা আর্চার। তাও আবার নিজের বলেই। শুধু তাই নয়, এই ক্যাচ ধরে আউট করলেন ওয়াশিংটন সুন্দরকে। চতুর্থ দিনের শেষে চার উইকেট তুলে নিয়ে খেলা জমিয়ে দিয়েছিল ইংল্যান্ড। পঞ্চম দিনের শুরু থেকেই উইকেট হারিয়ে চাপ বাড়ে ভারতের।
যার মধ্যে ছিল ওয়াশিংটনের উইকেটও। দিনের শুরুতে ভারতের রান ছিল ৫৮/৪ এবং জয়ের জন্য আরও ১৩৫ রান প্রয়োজন, বাকি ছিল ছয় উইকেট। রাহুল, যিনি রাতভর ৩৩ রানে অপরাজিত ছিলেন, তিনিই ছিলেন ভারতের সবচেয়ে বড় আশা। কিন্তু ইংল্যান্ডের ফাস্ট বোলাররা ভারতের মিডল অর্ডারকে ধ্বংস করে দেন। জোফ্রা আর্চার দিন শুরু করেন পন্তের অফ-স্টাম্প উড়িয়ে দিয়ে। এরপর তার পরবর্তী শিকার হন সুন্দর, যিনি খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে যান। সুন্দর মাত্র ৪ বল খেলেন।
এক হাতে ধরা ক্যাচ
আর্চারের বলটি ফুল লেছে ছিল, যা বাঁ-হাতি সুন্দরের প্যাডের দিকে আসছিল। সুন্দর মিড-উইকেটের দিকে বলটি ফ্লিক করার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যাটটি দ্রুত বন্ধ হয়ে যায় এবং বলটি লিডিং এজ দিয়ে বাতাসে চলে যায়। আর্চার তার ফলো-গ্রুতে ডানদিকে ডাইভ করার সময় এক হাতে একটি দুর্দান্ত ক্যাচ নেন। এই উইকেটটি আসে পরের ওভারেই যখন বেন স্টোকস রাহুলকে একটি দুর্দান্ত বল দিয়ে ক্লিন বোল্ড করেন। মজার বিষয় হল, চতুর্থ দিন স্টাম্পের পর, সুন্দর বলেছিলেন যে ভারত এখান থেকে এই টেস্ট ম্যাচ জিতবে।
লর্ডস টেস্টে ভারতীয় দলের প্লেয়িং ১১: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পান্ত (সহ-অধিনায়ক/উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, জাসপ্রিত বুমরা, আকাশ দীপ, ও য়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ।
লর্ডস টেস্টের জন্য ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, জোফরা আর্চার, ব্রাইডন কার্স, শোয়েব বশির।