ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে বিতর্কে আম্পায়ার কুমার ধর্মকেসেনা। ওভাল টেস্টে শুরুর আগে থেকেই নানা ঘটনা বিতর্ক শুরু হয়ে গিয়েছিল। পিচ কিউরেটরের সঙ্গে গৌতম গম্ভীরের কথা কাটাকাটি বিতর্ক থেকে যার সূত্রপাত। তবে এবার মারাত্মক অভিযোগ উঠল খোদ আম্পায়েরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে ভারতের প্রথম ইনিংসে ব্যাটিং-এর সময়।
কী ঘটেছে?
ইনিংসের ১৩ তম ওভারের দ্বিতীয় বলে ঘটনাটি ঘটে। ইংল্যান্ডের পেসার জশ টং (Josh Tongue) সাই সুদর্শনকে (Sai Sudarshan) একটি ইয়র্কার বল করেন। এই বলটি গিয়ে তরুণ ভারতীয় ব্যাটারের ব্যাটে লেগে প্যাডে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের ক্রিকেটাররা এলবিডব্লিউ জন্য আবেদন জানান। কিন্তু আম্পায়ার কুমার ধর্মসেনা (Kumar Dharmasena) সেই আবেদন সম্পূর্ণ খারিজ করে দেন। এতদূর সবটা ঠিকই ছিল। কিন্তু তিনি হাতের ইশারায় দেখান যে বলটি ব্যাটে লেগেছে। ফলে ইংল্যান্ড রিভিউ নেয়নি। প্রশ্ন হল, একজন আম্পায়ার এটা কেন বলবেন? ইংল্যান্ড রিভিউ নিলে তা নষ্ট হত।
তাই ভারতীয় ক্রিকেট ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ করে চলেছেন কুমার ধর্মসেনাকে (Kumar Dharmasena)। তাদের দাবি, শ্রীলঙ্কান এই আম্পায়ার হাতের ইশারার মাধ্যমে ইংল্যান্ডকে সাহায্য করেছেন।
লড়াইয়ে ফেরত এসেছে ভারত
প্রসিদ্ধ কৃষ্ণা ও মহম্মদ সিরাজের দাপটে লড়াইয়ে ফিরে এসেছে ভারতীয় দল। খুব কম রানে ভারত অল আউট হয়ে যাওয়ার পর, টিম ইন্ডিয়ার বোলারের বেধড়ক পেটাতে শুরু করেন ইংল্যান্ডের দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি। তবে লাঞ্চের পর, ভারতীয় বোলাররা ইংল্যান্ডকে ৬টি বড় ধাক্কা দেন। প্রথমে প্রসিদ্ধ কৃষ্ণা জ্যাক ক্রাউলিকে প্যাভিলিয়নে পাঠান। ক্রলি ৫৭ বলে ১৪টি চার মেরে ৬৪ রান করেন। এরপর মহম্মদ সিরাজ ক্যাপ্টেন অলি পোপ (২২ রান), জো রুট (২৯ রান) এবং জ্যাকব বেথেল (৬ রান) সবাইকে এলবিডব্লিউ করেন। বেখেলের আউটের সময় ইংল্যান্ডের স্কোর ছিল ১৯৫/৫। এর পর প্রসিদ্ধ কৃষ্ণা একই ওভারে জেমি স্মিথ (৮ রান) এবং জেমি ওভারটন (০ রান) কে আউট করেন।
২৪৭ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারালেও ভারত ৭৫ রান করে। অবস্থা এমন জায়গায় পৌঁছে যায় যে, ম্যাচ শেষ হওয়ার ২০ মিনিট আগেই মাঠ ছাড়তে চান ইংল্যান্ড ক্রিকেটাররা। ফলে খেলা ১৫ মিনিট আগেই শেষ হয়ে যায়।