Advertisement

India vs England: ডিউক বল নিয়ে বিতর্ক, মুখ খুললেন বল প্রস্তুত করা সংস্থা

চলতি অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে বারবারই বিতর্ক হচ্ছে বল নিয়ে। লর্ডস টেস্টে দ্বিতীয় দিনে যেন সীমা ছাড়ল সেই বিতর্ক। ভারত অধিনায়ক শুভমান গিলকে বারবার দেখা গেল আম্পায়ারদের সঙ্গে বল নিয়ে কথা বলছেন। কখনও তাঁর কথা শুনে বল বদল করেছেন আম্পায়ার, কখনও করেননি।

 ইংল্যান্ড-ভারতের মধ্যকার তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে বলের অবস্থা এবং ফ্রেমে ডিউকের বল নিয়ে আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের সাথে ভারতের অধিনায়ক শুভমান গিল (অধিনায়ক) এবং বোলার আকাশ দীপের কথা কাটাকাটি ইংল্যান্ড-ভারতের মধ্যকার তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে বলের অবস্থা এবং ফ্রেমে ডিউকের বল নিয়ে আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের সাথে ভারতের অধিনায়ক শুভমান গিল (অধিনায়ক) এবং বোলার আকাশ দীপের কথা কাটাকাটি
Aajtak Bangla
  • লন্ডন,
  • 12 Jul 2025,
  • अपडेटेड 2:29 PM IST

চলতি অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে বারবারই বিতর্ক হচ্ছে বল নিয়ে। লর্ডস টেস্টে দ্বিতীয় দিনে যেন সীমা ছাড়ল সেই বিতর্ক। ভারত অধিনায়ক শুভমান গিলকে বারবার দেখা গেল আম্পায়ারদের সঙ্গে বল নিয়ে কথা বলছেন। কখনও তাঁর কথা শুনে বল বদল করেছেন আম্পায়ার, কখনও করেননি। 

যদিও বদলে দেওয়া বল হাতে নিয়ে মহম্মদ সিরাজকে বিস্মিতভাবে বলে ফেলেছেন, 'সত্যিই এটা নতুন বল তো।' আসলে টেস্টে নতুন বল দেওয়া হয় মোটামুটি ৮০ ওভারের শেষে। কিন্তু লর্ডস টেস্টে ৮০ বলও টিকছে না বল, যার নির্মাতা ডিউকস। শুক্রবার প্রথমে মাত্র ৬৪ ডেলিভারির পরই বদলে দিতে একটা নতুন বল। আবার সেই নতুন বলও স্থায়ী হল মাত্র ৪৮ ডেলিভারির জন্য। 

সিরিজে আগেই ঋষভ পন্ত মুখ খুলেছিলেন নতুন বল দ্রুত নরম হয়ে যাওয়া নিয়ে। লর্ডসে দ্বিতীয় দিন বারবার বদল করতে দেখে স্টুয়ার্ট ব্রড যেমন বলেই দিলেন, 'ক্রিকেটে বল সবসময়ই প্রচারের আলো থেকে দূরে থেকে যাবে। সেখানে আমরা বল নিয়ে আলোচনা করছি। ডিউকসের সমস্যা আছে। সেটা ওদের ঠিক করা প্রয়োজন। টেস্টে একটা বল ৮০ ওভার চলার কথা, দশ ওভার নয়।'

তবে তাঁদের বল তৈরিতে কোনও সমস্যা নেই বলেই দাবি করেছেন ডিউকসের মালিক দিলীপ জাজোদিয়া। বরং তিনি মনে করছেন, ইংল্যান্ডের আবহাওয়ায় পরিবর্তন, ব্যাটরদের ভারী ব্যাট ব্যবহারের প্রবণতা এবং পিচে ঘাস কম থাকার জন্যই বল নিয়ে বিতর্ক হচ্ছে। 'আমরা সব মাপকাঠি মেনে বল তৈরি করি। আমাদের বলে কোনও সমস্যা নেই। চামড়া, কর্ক আর রাবারের মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করে বল তৈরি করা হয়। আমাদের টেকনিক্যাল দিক নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গাই নেই। কিন্তু আবহাওয়া কেমন থাকবে, সেটা আমাদের বল বানানোর সময় বিবেচ্য থাকে না কিংবা ব্যাটারদের ব্যাটের ওজন কতটা সেসব নিয়েও কোনও মাপকাঠি নেই।' আর সেই কারণেই বল বারাবার নরম হচ্ছে।  

Advertisement
Read more!
Advertisement
Advertisement