Advertisement

Ind vs Eng: সিরাজের ক্যাচমিস, সিরিজ হাতছাড়া হবে টিম ইন্ডিয়ার?

ওভালে ক্যাচ মিস সিরাজের। বাউন্ডারি লাইনে ক্যাচ ধরতে পারলেন না ভারতের বোলার। হ্যারি ব্রুক সেই সুযোগ নিয়ে হাফ সেঞ্চুরি করে ফেললেন। জো রুটের সঙ্গে গড়ে ফেললেন ১০০ রানের জুটি। এতে জয়ের কাছাকাছি চলে যায় ইংল্যান্ড দল। 

মহম্মদ সিরাজমহম্মদ সিরাজ
Aajtak Bangla
  • লন্ডন,
  • 03 Aug 2025,
  • अपडेटेड 7:17 PM IST

ওভালে (The Oval) ক্যাচ মিস সিরাজের। বাউন্ডারি লাইনে ক্যাচ ধরতে পারলেন না ভারতের (India) বোলার। হ্যারি ব্রুক (Harry Brook) সেই সুযোগ নিয়ে হাফ সেঞ্চুরি করে ফেললেন। জো রুটের (Joe Root) সঙ্গে গড়ে ফেললেন ১০০ রানের জুটি। এতে জয়ের কাছাকাছি চলে যায় ইংল্যান্ড দল। 

কী হয়েছিল?
চতুর্থ ইনিংসের ৩৪তম ওভারের প্রথম ডেলিভারিতে প্রসিধ কৃষ্ণা (Prasidh Krishna)-র বলটা ওভার বাউন্ডারি হাঁকাতে গিয়ে ফাইন লেগে মারেন ইংল্যান্ডের তারকা ব্যাটার হ্যারি ব্রুক (Harry Brook)। ব্রুকের অনেকটা উঁচুকে মারা শট সরাসরি ক্যাচ ধরেন ফাইন লেগে দাঁড়ানো সিরাজ। গুরুত্বপূর্ণ এক উইকেট তুলে নেওয়ার আনন্দে লাফিয়ে ওঠেন ভারতীয় সমর্থকরা। কিন্তু কিছু পরেই দেখা যায়, সিরাজ শরীরের ভারসাম্য হারিয়ে বাউন্ডারি লাইনের দড়ি অতিক্রম করেছেন। তাই যে বলে আউট হতেন ব্রুক, সেখানে তিনি পেলেন ৬ রান। সেই সময় ১৯ রানে ব্যাট করছিলেন ব্রুক। ইংল্যান্ডের স্কোর তখন ছিল ৩ উইকেটে ১৩৭ রান।

দেখুন সেই ভিডিও

আরও পড়ুন

কেন ব্যর্থ হলেন সিরাজ?
বাউন্ডারি লাইনের একেবারে ধারে দাঁড়ানো সিরাজ ক্যাচটা ধরে নিলে ম্যাচের নিয়ন্ত্রণটা এখন ভারতের হাতেই থাকত। ক্য়াচ লুফেও বাউন্ডারির সীমানা টপকে যাওয়া সিরাজকে নিয়ে বিষ্ময়প্রকাশ করে টিভি ধারাভাষ্যকার বললেন, ও জানত না বাউন্ডারিটা কোথায়, তাই এমন করল। সহজ ক্য়াচটা ওই জটিল করল। সঙ্গে ধারাভাষ্যকার বললেন, 'এটাই সিরিজের টার্নিং পয়েন্ট হয়ে যাবে না তো?'

সিরাজ খেয়াল করেননি বাউন্ডারি লাইনের দড়িটা তার একেবারেই ধারেই দাঁড়িয়েছিলেন। আর, সেটাতেই বড় ক্ষতিটা হয়ে যেতে পারে। এ কথা সবার জানা, চতুর্থ ইনিংসে এত বড় রান একটা রান তাড়া করার বিষয়ে ইংল্যান্ডের সেরা বাজি ব্রুক। লাঞ্চে মাঠ ছাড়ার সময় কৃষ্ণাকে ছুটে গিয়ে পিঠে হাত বুলিয়ে দু:খপ্রকাশ চাইতে দেখা গেল সিরাজকে।
 

Read more!
Advertisement
Advertisement