সূর্যকুমার যাদবের নেতৃত্বে, ভারতীয় দল ঘরের মাঠে ৫ ম্যাচের T20 সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে পরাজিত করেছে। এখন রোহিত শর্মার নেতৃত্বে ইংলিশ দলের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে। এর আগেও ভারতীয় দলে বড় পরিবর্তন এসেছে। ফিটনেসের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ফাস্ট বোলার জসপ্রীত বুমরাকে দল থেকে বাদ দিয়েছে। তাঁর জায়গায় ভারতীয় দলে স্থান পেয়েছেন তারকা স্পিনার বরুণ চক্রবর্তী। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পর, ভারতীয় দলকে এই মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ খেলতে হবে।
এটা ভারতীয় দলের জন্য একটি বড় ধাক্কা হতে পারে। বুমরা তার ফিটনেস প্রমাণ করতে পারেননি। ফলে তাঁকে বাদ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় বরুণ চক্রবর্তীকে জন্য দলে নেওয়া হয়েছে। প্রথমে তিনি টিম ইন্ডিয়ার অনুশীলনে যোগ দেন। তারপর থেকেই খবর আসছিল যে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য তাঁকে দলে নেওয়া হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলে জায়গা পেয়েছেন ফাস্ট বোলার জসপ্রীত বুমরা। তবে, ধুম-বুম বুমরা এই টুর্নামেন্টে খেলবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। চলতি মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টের সময় বুমরা পিঠের পেশীতে টান অনুভব করেন। এর জেরে দ্বিতীয় ইনিংসে বল করতেও পারেননি তিনি।
কী অবস্থা বুমরার?
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ১৫ জনের দলের গুরুত্বপূর্ণ সদস্য জসপ্রীত বুমরা। ফলে এই প্রতিযোগিতায় তাঁকে সুস্থ করে তোলার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে বিসিসিআই। সোমবার সন্ধ্যায় বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে পৌঁছেছেন বুমরাহ। সেখানেই শারীরিক পরীক্ষা হবে তাঁর। বিসিসিআইয়ের মেডিক্যাল দলের অধীনে চলবে পরীক্ষা। চোট খতিয়ে দেখে রিপোর্ট দেবেন অ্যাকাডেমির চিকিৎসকেরা। দু-তিন দিনের মধ্যে নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকরের কাছে সেই রিপোর্ট জমা দেবেন চিকিৎসকেরা। সেই ফলাফলের উপরই নির্ভর করবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরার ভবিষ্যৎ। কিন্তু চিকিৎসকেরা যদি মনে করেন বুমরাহর অস্ত্রোপচারের প্রয়োজন নেই, তাহলে ঠিক আছে। যদি অস্ত্রোপচারের প্রয়োজন হয় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা নেই বুমরার।
অপরদিকে দলে বদল আনতে হলে, হাতে সময় রয়েছে মাত্র এক সপ্তাহ। সেখানে যদি বুমরা না খেলতে পারেন, সেক্ষেত্রে বিকল্প হিসেবে নাম উঠে আসছে হর্ষিত রানার। ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করেছে ভারতীয় দল। এদিকে ১৫ ফেব্রুয়ারি দুবাইয়ে যেতে পারেন রোহিত, বিরাটরা। ফলে অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই ভারতের কাছে।
ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে ওয়ানডে সিরিজের সময়সূচী
১ম ও য়ানডে ৬ ফেব্রুয়ারি নাগপুর
২য় ওয়ানডে- ৯ ফেব্রুয়ারি কটক
৩য় ওয়ানডে -১২ ফেব্রুয়ারি আহমেদাবাদ