Advertisement

India vs England: 'বুমরা থাকলেই ভারতের জেতার সম্ভাবনা কমে যায়...' পরিসংখ্যান কী বলছে?

ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে প্রথম ২ ম্যাচে ১২টা উইকেট নিয়ে ফেলেছেন জসপ্রীত বুমরা। এজবাস্টন টেস্টে তিনি খেলেননি। সেটা জিতেছে ভারতীয় দল। তবে তাঁর খেলা লিডস ও লর্ডস টেস্টে হেরেছে টিম ইন্ডিয়া। তাই অনেকেই মনে করছেন, বুমরা দারুণ বোলার হলেও, অনেকসময়ই তিনি খেললেও ভারতকে হারতে হয়। দেখে নেওয়া যাক পরিসংখ্যান কী বলছে।

জসপ্রীত বুমরাজসপ্রীত বুমরা
Aajtak Bangla
  • 18 Jul 2025,
  • अपडेटेड 2:06 PM IST

ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে প্রথম ২ ম্যাচে ১২টা উইকেট নিয়ে ফেলেছেন জসপ্রীত বুমরা। এজবাস্টন টেস্টে তিনি খেলেননি। সেটা জিতেছে ভারতীয় দল। তবে তাঁর খেলা লিডস ও লর্ডস টেস্টে হেরেছে টিম ইন্ডিয়া। তাই অনেকেই মনে করছেন, বুমরা দারুণ বোলার হলেও, অনেকসময়ই তিনি খেললেও ভারতকে হারতে হয়। দেখে নেওয়া যাক পরিসংখ্যান কী বলছে।

ডেভিড লয়েড টক স্পোর্টস ক্রিকেটকে এক সাক্ষাৎকারে বলেন, 'এটা একটা অদ্ভুত ব্যাপার। বলা হয় যখন ও খেলে, তখন ভারতীয় বেশি ম্যাচ হারে। ও যখন খেলে না তখন ম্যাচ জেতে। বুমরা বিশ্বের সেরা বোলার, তার অ্যাকশন খুবই অদ্ভুত এবং কঠিন। তা সত্ত্বেও, সে ব্যক্তিগতভাবে খুব ভালো।'

৫ জানুয়ারী ২০১৮ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জসপ্রীত বুমরা টেস্ট অভিষেক করেন। তারপর থেকে ভারতীয় দল মোট ৭৪টি টেস্ট ম্যাচ খেলেছে। বুমরা এই ৭৪টি ম্যাচের মধ্যে ৪৭টিতে খেলেছেন। বুমরার ৪৭টি টেস্ট ম্যাচের মধ্যে ভারত ২০টি টেস্ট ম্যাচ জিতেছে। যেখানে টিম ইন্ডিয়াকে ২৩টি ম্যাচে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে। বুমরা যখন খেলেছেন তখন জয়ের হার ৪২.৫৫।

আরও পড়ুন

জসপ্রীত বুমরা

জসপ্রীত বুমরা যে ২৭টি টেস্ট ম্যাচ মিস করেছেন, তার মধ্যে ভারতীয় দল ১৯টিতে জিতেছে। যেখানে ভারতীয় দলকে মাত্র ৫টিতে হারতে হয়েছে। একই সঙ্গে, ৩টি ম্যাচ ড্র হয়েছে। বুমরার অনুপস্থিতিতে, ভারতীয় দলের টেস্ট জয়ের শতাংশ ৭০.৩৭। এই পরিসংখ্যান ডেভিড লয়েডের দাবিকে আরও জোরাল করে। 

টেস্টে বুমরার রেকর্ড কেমন?
এখন প্রশ্ন উঠছে যে জসপ্রীত বুমরার ব্যক্তিগত সাফল্য কি দলের সামগ্রিক পারফরম্যান্সে অবদান রাখতে পারছে না? টেস্টে তাঁর রেকর্ড দুর্দান্ত। বুমরা এখন পর্যন্ত ৪৭ টেস্ট ম্যাচে ১৯.৪৮ গড়ে ২১৭ উইকেট নিয়েছেন। ২০০রও বেশি টেস্ট উইকেট নেওয়া বোলারদের মধ্যে কেবল বুমরার গড় ২০ এর নিচে। তার ক্ষমতা নিয়ে কারও কোনও সন্দেহ নেই। কিন্তু মনে হচ্ছে বুমরা যখন খেলেন, তখন দল তাঁর উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে অথবা বাকি বোলারদের দিক থেকে সাহায্য পান না।

Advertisement

বুমরার উপস্থিতিতে ভারতের রেকর্ড:
মোট টেস্ট: ৪৭টি
জয়: ২০টি
পরাজয়: ২৩টি
ড্র: ৪টি।
বুমরা ছাড়া ভারতের রেকর্ড:
মোট টেস্ট: ২৭টি
জয়: ১৯টি
পরাজয়: ৫টি
ড্র: ৩টি

Read more!
Advertisement
Advertisement