Advertisement

India vs England: ০ রানে আউট সাই সুদর্শন, সৌরভ-দ্রাবিড়ের ডেবিউর দিনে ব্যর্থ GT ওপেনার

ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে প্রথম টেস্টে অভিষেক করলেন সাই সুদর্শন (Sai Sudarshan)। এই একই দিনে অভিষেক করেছেন বিরাট কোহলি, সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়। ২০ জুন যদিও লিডস থেকে খালি হাতেই ফিরতে হল সাই সুদর্শনকে। কয়েকদিন আগেই আইপিএল-এ দারুণ ছন্দে থাকলেও ৪ বল খেলে ০ রানেই ফিরতে হল তাঁকে।

সাই সুদর্শনসাই সুদর্শন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jun 2025,
  • अपडेटेड 7:28 PM IST

ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে প্রথম টেস্টে অভিষেক করলেন সাই সুদর্শন (Sai Sudarshan)। এই একই দিনে অভিষেক করেছেন বিরাট কোহলি, সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়। ২০ জুন যদিও লিডস থেকে খালি হাতেই ফিরতে হল সাই সুদর্শনকে। কয়েকদিন আগেই আইপিএল-এ দারুণ ছন্দে থাকলেও ৪ বল খেলে ০ রানেই ফিরতে হল তাঁকে।

অভিষেক ম্যাচে ডাক করার ঘটনা এক্ষেত্রে প্রথম নয়, তবে পায়ের পেছনের বল যেভাবে খোঁচা মেরে আউট হলেন সাই সুদর্শন তা নিয়েই প্রশ্ন উঠেছে। ওপেনার কেএল রাহুলের আউটের পর নেমে আউট হয়ে গেলেন। এর আগে দেশের হয়ে ৩টি ওয়ানডে ও ১টি আন্তর্জাতিক টি-২০ খেলেছিলেন গুজরাত টাইটান্সের তারকা ওপেনার। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে দুটি দুরন্ত হাফ সেঞ্চুরি করলেও আর সুযোগ পাননি তিনি। ২০২৩ সালে ওয়ানডে অভিষেকে দক্ষিণ আফ্রিকায় অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলেছিলেন সাই।

বিনা উইকেটে ৯১ থেকে ২ উইকেট ৯২ হয়ে যায় ভারতের স্কোর, পরপর রাহুল (৪২) ও সাই সুদর্শন (০)-এর উইকেট হারিয়ে চাপে পড়ে টিম ইন্ডিয়া। যদিও সাইয়ের সামনে সুযোগ আছে দ্বিতীয় ইনিংসে নিজেকে প্রমাণ করার। এর আগে গুডাপ্পা বিশ্বনাথ থেকে শুরু করে সৈয়দ আনোয়ার, গ্রাহাম গুচ, মার্ভান আতাপাত্তুও ০ রানে আউট হয়েছেন অভিষেক ম্যাচে। তবে বিশ্বনাথ কিন্তু দ্বিতীয় ইনিংসে দারুণ সেঞ্চুরি করে নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন। 

সাই আউট হওয়ার পরেও যশস্বী জয়সওয়ালের সঙ্গে ক্রিজে থেকে অধিনায়ক শুভমন গিল ভারতের ইনিংস সামাল দেন। একের পর এক বাউন্ডারি মেরে হাফসেঞ্চুরি করেন জয়সওয়াল। তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে তাঁর ব্যাট থেকে সেঞ্চুরির আশা করছেন সমর্থকরা। অন্যদিকে গিলও সঙ্গত দিচ্ছেন। বাজে বল সামনে পেলেই চালিয়ে খেলছেন। আবার ভাল বলকে দিচ্ছেন যথেষ্ট সম্মান। এর জেরেই বড় রানের স্বপ্ন দেখছে ভারতীয় দল। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement