Advertisement

India vs England: লর্ডস টেস্টে হার হার ভারতের, কাকে দায়ী করছেন সৌরভ?

লর্ডস টেস্টে হারের জন্য ভারতের টপ অর্ডারকেই দায়ী করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দ্বিতীয় ইনিংসে ১৯৩ রান তাড়া করতে না পেরে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি ও ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ মনে করেন, এইম্যাচ টিম ইন্ডিয়ার জেতা উচিত ছিল।

সৌরভ গঙ্গোপাধ্যায়সৌরভ গঙ্গোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Jul 2025,
  • अपडेटेड 12:06 PM IST

লর্ডস টেস্টে হারের জন্য ভারতের টপ অর্ডারকেই দায়ী করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। দ্বিতীয় ইনিংসে ১৯৩ রান তাড়া করতে না পেরে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি ও ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ মনে করেন, এই ম্যাচ টিম ইন্ডিয়ার জেতা উচিত ছিল।

ভারতের রেসিং লিগ ও এফ৪ চ্যাম্পিয়নশিপে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন সৌরভ, ‘ভারত এই সিরিজে যেভাবে ব্যাট করেছে, তাতে একটু হতাশ হয়েছি। তাদের ১৯০ (১৯৩) করা উচিত ছিল।’ তবে রবীন্দ্র জাদেজার লড়াইকে প্রশংসা করেছেন সৌরভ। ‘যখন আপনি জাদেজাকে লড়তে ও রান করতে দেখছেন এবং এই দলের যে ব্যাটিং, তাতে আমার চেয়ে তারাই (খেলোয়াড়েরা) বেশি হতাশ হবে। কারণ, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। আমি নিশ্চিত ড্রেসিংরুমে যে ব্যাটিং শক্তি সে বিচারে রানটা করতে না পারায় তারা হতাশই হবে। টপ অর্ডার থেকে একটু লড়াই করলেও ম্যাচটা ভারতের হতো।’

রবীন্দ্র জাদেজা শেষ ইনিংসে ১৮১ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন। জাদেজার লড়াকু ইনিংস নিয়ে প্রশংসা করে সৌরভ বলেন, 'জাদেজা অসাধারণ। সে যত দিন এভাবে ব্যাট করবে এবং পারফর্ম করবে, তত দিন ভারতের হয়ে খেলবে।’
 

তবে ভিন্নমতও আছে। ভারতের আরেক কিংবদন্তি সুনীল গাভাস্কার মনে করেন, জো রুট ও শোয়েব বশির বল করার সময় জাদেজা একটু মেরে খেলতে পারতেন। তাতে রানের পার্থক্য আরও কমে আসত। লোয়ার অর্ডারের সঙ্গে ব্যাটিংয়ের সময় জাদেজাকে তখন অতটা চাপ নিতে হতো না। যদিও সনি স্পোর্টসে জাদেজার ইনিংসের প্রশংসাও করেছেন গাভাস্কার, ‘৬০-৭০ রানের একটি জুটি পার্থক্য গড়ে দিতে পারত। ভারত সেটা পারেনি। জো রুট ও শোয়েব বশির বোলিং করার সময় সে তুলে মেরে কিছু সুযোগ নিতে পারত। তবে তার প্রশংসা করতেই হবে।’   

ইংল্যান্ড এই টেস্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৩৮৭ রানে শেষ হয় তাদের ইনিংস। ভারতীয় দলও প্রথম ইনিংস শেষ করে একই রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৯২ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। ১৯৩ রান করলেই জিততে পারত ভারতীয় দল। তবে টিম ইন্ডিয়ার ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৭০ রানে। ২২ রানে জয় পায় ইংল্যান্ড। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement