Advertisement

India vs England 3rd Test: লর্ডসে বাদ পড়তে পারেন করুণ, তৃতীয় টেস্টে ভারতের দল কেমন?

আজ থেকে শুরু হচ্ছে লর্ডস টেস্ট। যে দল জিতবে তাঁরাই এগিয়ে যাবে সিরিজে। প্রথম দুই টেস্ট ম্যাচে দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন করুণ নায়ার। লর্ডস টেস্টে কি তাঁকে ফের সুযোগ দেওয়া হবে? এটাই এখন বড় প্রশ্ন। পাশাপশি জসপ্রীত বুমরা এই টেস্টে দলে ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বোলিং ইউনিট থেকে বাদ পড়তে পারেন এই দুই ম্যাচে লাগাতার ব্যর্থ হওয়া প্রসিদ্ধ কৃষ্ণ।

Aajtak Bangla
  • লন্ডন,
  • 10 Jul 2025,
  • अपडेटेड 11:45 AM IST

আজ থেকে শুরু হচ্ছে লর্ডস টেস্ট। যে দল জিতবে তাঁরাই এগিয়ে যাবে সিরিজে। প্রথম দুই টেস্ট ম্যাচে দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন করুণ নায়ার। লর্ডস টেস্টে কি তাঁকে ফের সুযোগ দেওয়া হবে? এটাই এখন বড় প্রশ্ন। পাশাপশি জসপ্রীত বুমরা এই টেস্টে দলে ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বোলিং ইউনিট থেকে বাদ পড়তে পারেন এই দুই ম্যাচে লাগাতার ব্যর্থ হওয়া প্রসিদ্ধ কৃষ্ণ।

শোনা যাচ্ছে এই টেস্টেও দলে থাকছেন করুণ। তাঁর জায়গায় কুলদীপ যাদবকে ফিরিয়ে আনার কথা উঠলেও লর্ডসের সবুজ পিচের কথা মাথায় রেখে এই বদল করা হচ্ছে না। প্রতিবেদন অনুসারে, করুণ নায়ার সহ বাকি দলে কোনও পরিবর্তন হবে না। এর অর্থ হল টিম ম্যানেজমেন্ট, বিশেষ করে হেড কোচ গৌতম গম্ভীর, দলের উপর আস্থা প্রকাশ করছেন। বুমরার প্রত্যাবর্তনের আগে থেকেই দারুণ ছন্দে দেখাচ্ছিল ভারতীয় বোলিং আক্রমণকে। এবার বুমরা যোগ দিলে যা আরও বিপজ্জনক হয়ে উঠবে। আকাশ দীপ বার্মিংহামে প্রথমবার একটি টেস্টে পাঁচ উইকেট নিলেও, মহম্মদ সিরাজ দীর্ঘ স্পেলে দুর্দান্ত পারফর্ম করেছেন। প্রথম ইনিংসে পাঁচ উইকেটও নিয়েছেন।

লর্ডস টেস্টে কি শেষ সুযোগ হবে?
ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়ার মতে, লর্ডস টেস্ট করুণ নায়ারের জন্য শেষ সুযোগ হতে পারে। তিনি বলেন, 'আমি বলব যে করুণ নায়ারকে আরেকটি সুযোগ দেওয়া উচিত কারণ এটিই এখন তার শেষ সুযোগ। সে আগে ট্রিপল সেঞ্চুরি করেছিল এবং তারপর বাদ পড়েছিল। সেটা কিছুটা অন্যায্য ছিল।' লর্ডসে ভারত তাদের শেষ তিনটি টেস্টের মধ্যে দুটিতে জিতেছে, যার মধ্যে ২০২১ সালে বিরাট কোহলির নেতৃত্বে একটি ঐতিহাসিক জয়ও রয়েছে। 

ভারতের সম্ভাব্য প্লেয়িং ১১: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, করুণ নায়ার, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (সহ-অধিনায়ক/উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশদীপ, মহম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরা।

Advertisement
Read more!
Advertisement
Advertisement