Advertisement

India vs New Zealand 2nd ODI: রো-কোর ব্যর্থতার দিনে দারুণ সেঞ্চুরি রাহুলের, নিউজিল্যান্ডের সামনে ২৮৫ রানের লক্ষ্য

কঠিন উইকেট, রোহিত শর্মা, বিরাট কোহলির বড় রান না পাওয়া প্রথমদিকে সমস্যা তৈরি করলেও, কাজের কাজ করে গেলেন কেএল রাহুল। স্লো পিচে নিউজিল্যান্ডের সামনে ২৮৫ রানের লক্ষ্য দিল ভারত। রাজকোটে এর আগে কোনও দলই পরে ব্যাট করে ম্যাচ জেতেনি। নিউজিল্যান্ড কি পারবে সেই ধারা ভাঙতে?  

Aajtak Bangla
  • রাজকোট,
  • 14 Jan 2026,
  • अपडेटेड 5:07 PM IST

কঠিন উইকেট, রোহিত শর্মা, বিরাট কোহলির বড় রান না পাওয়া প্রথমদিকে সমস্যা তৈরি করলেও, কাজের কাজ করে গেলেন কেএল রাহুল। স্লো পিচে নিউজিল্যান্ডের সামনে ২৮৫ রানের লক্ষ্য দিল ভারত। রাজকোটে এর আগে কোনও দলই পরে ব্যাট করে ম্যাচ জেতেনি। নিউজিল্যান্ড কি পারবে সেই ধারা ভাঙতে?  

প্রথমে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়ার শুরুটা ছিল ধীর। গিল এবং রোহিত দুজনেই রান তুলতে হিমশিম খায়। রোহিত ১১ বলের পর নিজের খাতা খুলতে সক্ষম হন। ৬ ওভারের পর ভারতের স্কোর মাত্র ১৮ রান। কিন্তু এরপর দুজনেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। পরিস্থিতি এমন হয়ে যায় যে ১০ ওভারের পর ভারতের স্কোর ৫৭ রানে পৌঁছে যায়। কিন্তু ১৩তম ওভারে ভারতের প্রথম ধাক্কা লাগে যখন রোহিত শর্মা ২৪ রান করে আউট হন। রোহিত ৪টিচার মারেন। এরপর গিল ১৫তম ওভারে ৪৭ বলে ফিফটি করেন। কিন্তু গিল ১৭তম ওভারে আউট হন। গিলের ব্যাট থেকে মোট ৫৬ রান আসে।

২২তম ওভারে ভারত তাদের তৃতীয় ধাক্কা খায় যখন শ্রেয়স আইয়ার ৮ রান করে আউট হন। কিন্তু অন্য প্রান্তে কেএল রাহুল ধরে রাখেন। এর কিছুক্ষণ পরেই, বিরাট (২৩ রান, ২৯ বল) ২৪তম ওভারের তৃতীয় বলে ফ্লার্কের বলে আউট হন। কোহলির আউটের পর, জাদেজা এবং কেএল রাহুল সাবধানতার সাথে ব্যাট করে স্কোর ১৯১-এ পৌঁছে দেন, কিন্তু রবীন্দ্র জাদেজা নিজের বোলিংয়ে কিউই অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের হাতে ক্যাচ দেন।

এরপর নীতিশ রেডি এবং কেএল রাহুল অর্ধশতক জুটি গড়েন, কিন্তু ৪৭তম ওভারে ২০ রান করে রেডি আউট হন।
ভারতের একাদশ: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেডিড, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, আরশদীপ সিং, মোহাম্মদ সিরাজ
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, উইল ইয়ং, ড্যারিল মিচেল, মিচেল হে (উইকেটরক্ষক), গ্রেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ক্রিশ্চিয়ান ক্লার্ক, কাইল জেমিসন, জ্যাক ফোকস, জেডেন লেনক্স।

Advertisement
Read more!
Advertisement
Advertisement