Advertisement

T20 World Cup 2026: চোট আরও এক তারকার, T20 বিশ্বকাপের আগে চিন্তায় টিম ইন্ডিয়া

ঋষভ পন্তের পর চোটের কবলে আরও এক তারকা ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ চলাকালীনই সাইড স্ট্রেনের কবলে পড়েছেন ওয়াশিংটন সুন্দর। সে কারণেই চাপে ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরের দুই একদিনের ম্যাচ তিনি খেলতে পারবেন কিনা সেটাই এখন সন্দেহ। সামনেই টি২০ বিশ্বকাপ। দলে রয়েছেন সুন্দর। ফলে তাঁর চোট কতটা গুরুতর সেটাই এখন বড় প্রশ্ন। 

শুভমন গিলশুভমন গিল
Aajtak Bangla
  • বরোদা,
  • 12 Jan 2026,
  • अपडेटेड 11:47 AM IST

ঋষভ পন্তের পর চোটের কবলে আরও এক তারকা ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ চলাকালীনই সাইড স্ট্রেনের কবলে পড়েছেন ওয়াশিংটন সুন্দর। সে কারণেই চাপে ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরের দুই একদিনের ম্যাচ তিনি খেলতে পারবেন কিনা সেটাই এখন সন্দেহ। সামনেই টি২০ বিশ্বকাপ। দলে রয়েছেন সুন্দর। ফলে তাঁর চোট কতটা গুরুতর সেটাই এখন বড় প্রশ্ন। 

ছিটকে যাবেন সিরিজ থেকে?
এর আগে ঋষভ পন্ত চোটের কবলে পড়ে সিরিজ থেকে বাদ পড়েছেন। আর এবার প্রথম ইনিংস চলাকালীন বল করার সময় চোট পান ওয়াশিংটন। ম্যাচের শেষদিকে ভারতের উইকেট পরপর পড়তে থাকায়, সমস্যা বেড়ে গিয়েছিল বলে ভারতের ড্রেসিংরুম সূত্রের খবর। ম্যাচ শেষ হওয়ার পর ভারতীয় দলের ক্যাপ্টেন শুভমন গিল বলেন, 'ওর সাইড স্ট্রেন হয়েছে। সে কারণে ম্যাচের পর ওকে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হবে।' স্ক্যান হওয়ার পর পরিস্থিতি কেমন থাকে তা বুঝে পরবর্তী পদক্ষেপ নেবে টিম ম্যানেজমেন্ট।  

কী জানালেন রাহুল?
কেএক রাহুল, সুন্দরের চোট নিয়ে মুখ খুলেছেন। শেষদিকে তাঁর সঙ্গে জুটি গড়েই ভারতকে জয় এনে দেন সুন্দর। রাহুল বলেন, 'আমি জানতাম না যে ও রান করতে পারবে না। আমি এটুকু জানতাম প্রথম ইনিংসে কিছুটা অস্বস্তি ছিল কিন্তু কতটা অস্বস্তি হচ্ছিল তা জানতাম না। তবে সুন্দর ব্যাট করার সময় বলটা খুব ভালোভাবেই মারছিল।

ওয়াশিংটন যখন ব্যাট করতে নামেন তখন বল প্রতি রান করতে পারলেই ম্যাচ জিতে যেত ভারত। আর সেটাই করে গিয়েছেন ওয়াশিংটন। ম্যাচের শেষে অপরাজিত থেকে গিয়েছেন সাত বলে সাত রান করে। রাহুল বলেন,  'যখন ও ব্যাট করতে মাঠে নামে, তখন আমরা প্রায় এক বলে রান করছিলাম, তাই ঝুঁকি নেওয়ার দরকার ছিল না। তার উপর খুব বেশি চাপ ছিল না। সে স্ট্রাইক ঘোরাত এবং তার কাজ করতে।'   

Advertisement
Read more!
Advertisement
Advertisement