Advertisement

IND vs NZ CT 2025 Final: ২০ বছর পর বদলা, নিউজিল্যান্ডকে হারিয়ে পরপর ICC ট্রফি জয় ভারতের

India vs New Zealand Champions Trophy Final Live: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড। সেমিফাইনালে ভারতীয় দল অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে। অন্যদিকে, কিউই দল দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে শিরোপা লড়াইয়ে জায়গা করে নিয়েছিল।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ টিম ইন্ডিয়া এপিআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ টিম ইন্ডিয়া এপি
Aajtak Bangla
  • দুবাই,
  • 09 Mar 2025,
  • अपडेटेड 9:51 PM IST

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড। সেমিফাইনালে ভারতীয় দল অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে। অন্যদিকে, কিউই দল দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের লক্ষ্য বারো বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা। ২০০২ সালে ভারতীয় দল প্রথম চ্যাম্পিয়ন হয়। তবে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে। তারপর এমএস ধোনির নেতৃত্বে, ভারতীয় দল ২০১৩ সালে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল ম্যাচ সম্পর্কিত আপডেটের জন্য এই পৃষ্ঠাটি রিফ্রেশ করতে থাকুন...

মধুর প্রতিশোধ ভারতের

২০ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় দলকে। তবে ২০২৫-এ সেই নিউজিল্যান্ডকে হারিয়েই ট্রফি জিতল ভারত। চার উইকেটে জিতল টিম ইন্ডিয়া।   

আরও পড়ুন

আউট হলেন হার্দিক

বড় শট খেলতে গিয়ে আউট হার্দিক। এবার জাদেজার উপর দায়িত্ব। ১৪ বলে দরকার ৯ রান। 

আউট হলেন অক্ষর

বড় শট খেলতে গিয়ে আউট হলেন অক্ষর প্যাটেল। ২০৩ রানে ৫ উইকেট হারাল ভারতীয় দল। 

এবার আউট শ্রেয়াস আইয়ার 

৪৮ রান করে আউট হলেন শ্রেয়াস আইয়ার। ক্রিজে রয়েছেন অক্ষর প্যাটেল। ব্যাট করতে নেমেছেন কে এল রাহুল। টিম ইন্ডিয়া ধামাকাদার শুরু করলেও শুভমন গিল আউট হওয়ার পর দ্রুত আরও দুই উইকেট পড়ে ভারতের। তারপর অক্ষরের সঙ্গে জুটি বাঁধেন শ্রেয়াস। তবে ৪৮ রান করে ফেরেন তিনি।  

পরপর ২ উইকেট হারাল ভারত

গিলের পর এলবি হলেন বিরাট। ১০৮ রানে ২ উইকেট হারাল ভারত। 

দারুণ শুরু ভারতের

শুভমন গিল ও রোহিত শর্মার দারুণ ব্যাটিং। ৫ ওভার ২ বলে ৩০ পেরল ভারত। পঞ্চাশের কাছাকাছি রোহিত শর্মা। 

শেষ পর্যন্ত সম্মানজনক স্কোর নিউজিল্যান্ডের

২৫০ পেরিয়ে গেল ব্ল্যাক ক্যাপসরা। হাফ সেঞ্চুরি করেন ব্রেসওয়েল। মূলত তাঁর ইনিংসের জন্যই ভারতের সামনে ২৫২ রানের লক্ষ্য রাখল নিউজিল্যান্ড।

এবার উইকেট শামির

ড্যারেল মিশেলের উইকেট নিলেন মিশেল। ৬ উইকেট হারাল নিউজিল্যান্ড

আবার উইকেট বরুণের

Advertisement

ফিলিপসকে বোল্ড করলেন বরুণ চক্রবর্তী। ১৬৫ রানেই ৫ উইকেট হারাল নিউজিল্যান্ড। 

বরুণ চক্রবর্তী

২০ ওভারে ১০০ রান নিউজিল্যান্ডের

৩ উইকেট হারিয়েও জুটি গড়ার চেষ্টায় মিশেল-ল্যাথাম। 

এবার আউট উইলিয়ামসন

ফের উইকেট কুলদীপের। দুই ওভারে ২ উইকেট নিলেন তিনি। লেগের দিকে বল ঘোরাতে গিয়ে কুলদীপের হাতেই ম্যাচ দিয়ে বসলেন ফর্মে থাকা উইলিয়ামসন।  

স্পিন অস্ত্রেই ঘায়েল নিউজিল্যান্ড

বল করতে এসে প্রথম বলেই উইকেট কুলদীপের। বড় উইকেট ভারতের। আউট রাচিন রবীন্দ্র। বোল্ড হলেন রাচিন। ৬৯ রানে ২ উইকেট হারাল নিউজিল্যান্ড।

উইকেট পেয়ে গেল ভারত

উইকেট নিলেন বরুণ। লেগ বিফোর হলেন ইয়ং। ৫৭ রানে প্রথম উইকেট হারাল নিউজিল্যান্ড।

উইকেট বরুণের

ফের ক্যাচ মিস

মহম্মদ শামির পর ক্যাচ মিস শ্রেয়স আইয়ারের। আউট হতে পারতেন রাচিন রবীন্দ্র।  

৭ ওভারে ৫০ পেরল নিউজিল্যান্ড

পাওয়ার প্লেতে রান আটকাতে না পারায় সমস্যা বাড়ছে ভারতের। দ্রুত উইকেট দরকার। 

ক্যাচ মিস করলেন শামি

নিজের বলে ক্যাচ মিস মহম্মদ শামি। বাঁ হাতে চোট পেলেন তিনি। বিনা উকেটে ৪৭ রান করে ফেলল নিউজিল্যান্ড। 

ভাল শুরু নিউজিল্যান্ডের

দারুণ ব্যাটিং। ইয়ং-রাচিনের কারণে চাপে ভারত। ৫ ওভারে এল ৩৭ রান। 

টসে জিতল নিউজিল্যান্ড

ফাইনালেও টসে হেরে গেলেন রোহিত শর্মা। ব্যাট করার সিদ্ধান্ত নিউজিল্যান্ডের। ম্যাট হেনরির জায়গায় দলে এলেন নাথান স্মিথ। ভারতীয় দল অপরিবর্তিত।  

নিউজিল্যান্ড দলে নেই ম্যাট হেনরি

সেমিফাইনালে পাওয়া চোটের জেরে ফাইনাল থেকেও ছিটকে গেলেন ম্যাট হেনরি। ব্যর্থ হলেন ফিটনেস টেস্টে। বড় ধাক্কা নিউজিল্যান্ডের জন্য। 

ম্যাট হেনরিকে সান্ত্বনা

ফাইনাল ম্যাচের জন্য উভয় দলের প্লেয়িং-১১-এর দিকেও ভক্তরা নজর রাখছেন। ভারতীয় দল যে একই প্লেয়িং-১১ খেলবে, তার সম্ভাবনা বেশি, যে কারণে শেষ দুটি ম্যাচে জয়লাভ করেছে। এই ম্যাচে, ভারতীয় দল ৪ জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান, ১ জন উইকেটরক্ষক ব্যাটসম্যান, ১ জন ব্যাটিং অলরাউন্ডার, ২ জন স্পিন বোলিং অলরাউন্ডার, ১ জন বিশেষজ্ঞ ফাস্ট বোলার এবং২ জন বিশেষজ্ঞ স্পিনার মাঠে নামাতে পারবে। ভারতীয় দলের এই সমন্বয়টি বেশ কার্যকর বলে
মনে হচ্ছে।

Read more!
Advertisement
Advertisement