রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আগে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। টিম ইন্ডিয়ায় এই ম্যাচে বদল হওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে। দুই দলই দারুণ ছন্দে থেকে সেমিফাইনালের টিকিট পাকা করেছে। এখন প্রশ্ন হল, কোন দল এবার শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করবে? সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে ম্যাচ শেষে।
কীভাবে ফ্রিতে দেখবেন ম্যাচ?
রবিবার দুপুর আড়াইটে থেকে শুরু হবে এই ম্যাচ। দু'টোয় টস। এই ম্যাচ সরাসরি দেখা যাবে, স্পোর্টস ১৮ চ্যানেল ও স্টার স্পোর্টসে। এতে কোনও টাকা লাগবে না। অর্থাৎ ফ্রিতেই দেখা যাবে এই ম্যাচ। পাশাপাশি লাইভ স্ট্রিমিং দেখা যাবে, জিও হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে।
ভারতীয় দলে বদলের সম্ভাবনা
নিউজিল্যান্ড ম্যাচে ভারতীয় দলে কোনও পরিবর্তন হবে কিনা তা নিয়ে রয়েছে বিস্তর জল্পনা। কারণ রোহিত শর্মার চোট, শুভমান গিলের অসুস্থতা, শামির ফিটনেস নিয়ে আশঙ্কা ও রিজার্ভ বেঞ্চকে পরখ করে দেখে নেওয়া, একাধিক সমীকরণ কাজ করতে পারে নিউজিল্যান্ড ম্যাচে। সেমিতে সম্পূর্ণ ফিট রোহিতকে পেতে নিউজিল্যান্ড ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। রোহিত না খেললে অধিনায়কত্ব করবেন শুভমান গিল। আর ওপেনে রোহিতের জায়গা নিয়ে আসা হতে পারে কেএল রাহুলকে। দলে সুযোগ পেতে পারেন ঋষভ পন্ত। এছাড়া বিশ্রাম দেওয়া হতে পারে মহম্মদ শামিকে। পাকিস্তান ম্যাচে বোলিংয়ের সময় অস্বস্তিতে দেখা গিয়েছিল শামিকে। পরে তিনি বল করলেও স্বাভাবিক ছন্দে পাওয়া যায়নি। তাই শামির বদলে নিউজিল্যান্ড ম্যাচে খেলতে পারেন অর্শদীপ সিং।
বিশ্রাম দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকে। তার পরিবর্তে খেলানো হতে মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীকে। সেমিফাইনালের আগে তরতাজা রাখতে এমন সিদ্ধান্ত নিতে পারেন গৌতম গম্ভীররা।
কেমন হতে পারে ভারতের দল?
শুভমান গিল (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব / বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, মহম্মদ শামি / অর্শদীপ সিং।