Advertisement

India vs New Zealand, Champions Trophy final: টিভি-অনলাইনে ম্যাচ দেখবেন কীভাবে? রইল সব আপডেট

রবিবার (৯ মার্চ) ICC Champions' Trophy Final। দুবাইয়ের মাঠে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির ৪টি ম্যাচের সবক'টিতেই ভারত জিতেছে। অন্যদিকে, নিউজিল্যান্ডও মন্দ খেলেনি। লীগ ম্যাচে একবারই হেরেছে তারা, সেটাও ভারতের কাছে। ফলে স্বাভাবিকভাবেই বদলার মুডে থাকবেন কিউয়িরা। তবে ভারতও সেই মুডেই আছে বলা যেতে পারে।

Aajtak Bangla
  • দুবাই,
  • 09 Mar 2025,
  • अपडेटेड 8:01 AM IST

রবিবার (৯ মার্চ) ICC Champions' Trophy Final। দুবাইয়ের মাঠে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির ৪টি ম্যাচের সবক'টিতেই ভারত জিতেছে। অন্যদিকে, নিউজিল্যান্ডও মন্দ খেলেনি। লীগ ম্যাচে একবারই হেরেছে তারা, সেটাও ভারতের কাছে। ফলে স্বাভাবিকভাবেই বদলার মুডে থাকবেন কিউয়িরা। তবে ভারতও সেই মুডেই আছে বলা যেতে পারে। কেন? কারণ আজ থেকে প্রায় ২৫ বছর আগে, ২০০০ সালে এই একই টুর্নামেন্টের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেবারে ভারত পরাজিত হয়। ট্রফি তোলেন কিউয়িরা। ফলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেদিনের বদলার ভারই যেন আজ রোহিতদের কাঁধে। 

১৫ অক্টোবর ২০০০

নাইরোবির সেই ফাইনালে ব্যাটে ঝড় তুলেছিলেন সৌরভ। একেবারে 'পিক ফর্ম' যাকে বলে- ১১৯ রান করেন। অন্য়দিকে সচিন তেন্ডুলকরও সেই ম্যাচে ৬৯ রান করেন। ভারতীয় দল ২৬৪/৬-এর বেশ ভালই স্কোর তুলেছিল।


এরপর নিউজিল্যান্ড রান তাড়া শুরু করে। ভারতীয় বোলাররা শুরুতেই পরপর উইকেট তুলে নেন। ক্রেইগ স্পিয়ারম্যান (৩) এবং অধিনায়ক স্টিফেন ফ্লেমিং (৫) দু'জনই ভেঙ্কটেশ প্রসাদের বলে আউট হয়ে যান। সমর্থকদের মধ্যে উল্লাসের বন্যা ওঠে। ১৩২ রান পৌঁছাতে পৌঁছাতে নিউজিল্যান্ডের পাঁচ উইকেট পড়ে যায়। সবাই তখন বেশ কনফিডেন্ট। ট্রফি যে সৌরভই তুলবেন, তা ধরে নিয়েছেন দর্শকরা।

কিন্তু ক্রিকেটে যে কোনও সময় খেলা ঘুরতে পারে। সেটাই প্রমাণ করলেন দুই কিংবদন্তি কিউয়ি। অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস এবং ক্রিস হ্যারিস (৪৬) ম্যাচ ঘুরিয়ে দেন। কেয়ার্নস নিজেই ১০২(নট আউট) রানের ঝোড়ো ইনিংস খেলে নিউজিল্যান্ডকে রানের চূড়ায় পৌঁছে দেন। ভারতের স্বপ্নভঙ্গ!

ক্রিস কেয়ার্নস, সেই অবিশ্বাস্য জয়ের পর...

এগুলোও ভুললে চলবে না

২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে দ্বিতীয়বারের নিউজিল্যান্ডের কাছে ভারত ধাক্কা খায়। ভারতকে হারিয়ে নিউজিল্যান্ড তৃতীয়বারের মতো ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে দেয়। সেই ম্যাচটি মহেন্দ্র সিং ধোনির শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল।  

এভাবেই ২০১৯-এ ওয়ার্ল্ডকাপে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে রান আউট হন মহেন্দ্র সিং ধোনি। ছবি: AP

এর পর, ২০২১ সালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেরফাইনালে, ভারতীয় দল নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে যায়।

ফলে এক কথায় এটা খুব স্পষ্ট যে আইসিসি-র টুর্নামেন্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের স্মৃতি খুব একটা সুখকর নয়। তাই আজকের ম্যাচে যে বেশ কয়েকটি পুরনো হারের বদলা নিতে হবে, তা বলাই যায়।

আজ পিচ কেমন জানতে পড়ুন: 

IND vs NZ CT-2025: ম্যাচের সময় 
তারিখ: রবিবার, ৯ মার্চ, ২০২৫
সময়: দুপুর ২:৩০ IST
টস: দুপুর ২:০০ IST
লোকেশন: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

Advertisement

IND vs NZ Live Streaming: কোন টিভি চ্যানেলে দেখা যাবে?

স্টার স্পোর্টস এবং নেটওয়ার্ক 18 চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে।

IND vs NZ Live Streaming: ICC চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 ফাইনাল মোবাইলে কীভাবে দেখবেন?

JioStar অ্যাপের মাধ্যমে।

এখন পর্যন্ত যারা-যারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে 

বছর জিতেছে ফল
১৯৯৮ দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়েছিল
২০০০ নিউজিল্যান্ড ভারতকে ৪ উইকেটে হারিয়েছিল
২০০২ ভারত-শ্রীলঙ্কা যৌথভাবে জয়ী অমীমাংসিত 
২০০৪ ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছিল
২০০৬ অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছিল
২০০৯ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছিল
২০১৩ ভারত ইংল্যান্ডকে ৫ রানে হারিয়েছিল
২০১৭ পাকিস্তান ভারতকে ১৮০ রানে হারিয়েছিল


চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের টিম: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিউজিল্যান্ড টিম: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইলিয়াম ও'রোর্ক, গ্লেন ফিলিপস, রচিন রবীন্দ্র, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়ং, জ্যাকব ডাফি, কাইল জেমিসন।

Read more!
Advertisement
Advertisement