Advertisement

India Vs New Zealand Women World CUP: মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল ভারত, ভারতের মুখোমুখি কে?

এই জয়ের ফলে ভারত পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থেকে সেমিফাইনালে প্রবেশ করল। আগামী ৩০ অক্টোবর ভারতের মুখোমুখি হবে টেবিল টপারের সঙ্গে।যা নির্ধারিত হবে ২৫ অক্টোবরের দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচে। যদি সেই ম্যাচ বাতিল হয়, তাহলে প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া।

Aajtak Bangla
  • মুম্বই,
  • 24 Oct 2025,
  • अपडेटेड 3:32 AM IST

বিশ্বকাপের শেষ লিগ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে জায়গা পাকা করল ভারতীয় মহিলা দল। বৃহস্পতিবার টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ৩ উইকেটে ৩৪০ রানের বিশাল স্কোর তোলে টিম ইন্ডিয়া। জবাবে নিউজিল্যান্ড থেমে যায় ২৭১ রানে। ফলে ৬৯ রানে জয় পায় ভারত।

প্রথম থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করতে শুরু করেন দুই ওপেনার স্মৃতি মন্ধানা ও প্রতীকা রাওয়াল। দুইজনই ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়ে নিউজিল্যান্ড বোলারদের দিশেহারা করে দেন। প্রতীকা ১৩৪ বলে ১৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১২২ রান করেন। স্মৃতি খেলেন ৯৫ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ১০৯ রানের ইনিংস। তাঁদের ওপেনিং জুটি ভারতকে দেয় দৃঢ় ভিত।

শেষ দিকে জেমিমা রদ্রিগেজ দ্রুত রান তুলে ৫৫ বলে অপরাজিত ৭৬ রান করে যান। ফলে নির্ধারিত ওভারে ভারতীয় ইনিংস থামে ৩৪০ রানে। যা ভারতের মহিলা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর।

আরও পড়ুন

বল হাতে শুরুতেই আঘাত হানেন রেনুকা সিং ঠাকুর। নিউজিল্যান্ডের ইনিংসের প্রথম ওভারেই সুজি বেটসকে মাত্র ১ রানে ফিরিয়ে দেন ক্রান্তি গৌড়। তারপর জর্জিয়া প্লিমার ও আমেলিয়া কের কিছুটা প্রতিরোধ গড়লেও রেনুকা ফের ডিভাইনকে বোল্ড করে দেন। স্নেহ রাণা তুলে নেন গুরুত্বপূর্ণ আমেলিয়া কেরের উইকেট।

শেষদিকে ব্রুক হ্যালিডে ও ইসাবেলা গেজ ৭২ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেন। কিন্তু প্রতীকা রাওয়াল ও দীপ্তি শর্মার নিয়ন্ত্রিত স্পিনে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। হ্যালিডে করেন ৮১ রান, গেজ থাকেন অপরাজিত ৬৫ রানে। ৪৪ ওভার শেষে নিউজিল্যান্ডের ইনিংস থামে ৮ উইকেটে ২৭১ রানে।

এই জয়ের ফলে ভারত পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থেকে সেমিফাইনালে প্রবেশ করল। আগামী ৩০ অক্টোবর ভারতের মুখোমুখি হবে টেবিল টপারের সঙ্গে।যা নির্ধারিত হবে ২৫ অক্টোবরের দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচে। যদি সেই ম্যাচ বাতিল হয়, তাহলে প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া।

Advertisement

ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর বলেন,
“মেয়েরা দারুণ লড়াই করেছে। স্মৃতি আর প্রতীকার ইনিংস দলকে আত্মবিশ্বাস দিয়েছে। সেমিফাইনালের আগে এর চেয়ে ভালো প্রস্তুতি আর হয় না।”

নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন ম্যাচ শেষে স্বীকার করেন,
“ভারতের ব্যাটিং ছিল একেবারে নিখুঁত। আমাদের বোলাররা আজ পরিকল্পনা মতো বল করতে পারেনি।”

ভারতীয় দলের পরবর্তী লক্ষ্য, ৩০ অক্টোবরের সেমিফাইনাল। সেখানে টেবিল টপারের বিরুদ্ধে জয় পেলে ফাইনালের দরজা খুলে যাবে। এখন দেখা যাক, আলোর উৎসবের মাঝেই ভারতীয় মেয়েরা কেমন ‘দীপাবলি’ দেখাতে পারেন বিশ্বকাপের মঞ্চে।

ভারতের স্কোরকার্ড:
প্রতীকা রাওয়াল – ১২২
স্মৃতি মন্ধানা – ১০৯
জেমিমা রদ্রিগেজ – ৭৬*
হারমানপ্রীত কৌর – ১০

নিউজিল্যান্ডের স্কোরকার্ড:
ব্রুক হ্যালিডে – ৮১
ইসাবেলা গেজ – ৬৫*
আমেলিয়া কের – ৪৫
ম্যাডি গ্রিন – ১৮

 

Read more!
Advertisement
Advertisement