Advertisement

India vs Pakistan Asia Cup 2025: ভারত VS পাকিস্তান ফাইনালে হার্দিক খেলবেন তো? ভাবাচ্ছেন অভিষেকও

Hardik Pandya: শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ভারতীয় বোলারদের খুব ভাল একটা জায়গায় দেখা গেল না। শ্রীলঙ্কার ব্যাটারদের আউট করতে বেশ কষ্ট করতে হয়েছে। শ্রীলঙ্কার পথুম নিশাঙ্কের দুর্দান্ত ১০৭ রানের ইনিংস ২০ ওভারে ২০২ রানেই ম্যাচ টাই হয়ে যায়। এরপর সুপার ওভার হয়। সেই ওভারে ৫ বলে মাত্র ২ রান করে শ্রীলঙ্কা। 

হার্দিক পান্ডিয়ার পায়ে ক্র্যাম্পহার্দিক পান্ডিয়ার পায়ে ক্র্যাম্প
Aajtak Bangla
  • দুবাই,
  • 27 Sep 2025,
  • अपडेटेड 9:56 AM IST
  • বোলারদের জন্য কঠিন দিন
  • অভিষেকেরও ক্র্যাম্প, হার্দিকের ফিটনেস নিয়ে অনিশ্চয়তা
  • ফাইনালের আগের দিন প্র্যাক্টিস নয়

এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। তার আগে জোর ধাক্কা খেল ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া মাত্র এক ওভারই বল করতে পারলেন। তারপর মাঠ থেকে বেরিয়ে গেলেন। আবার টিম ইন্ডিয়ার স্টার ওপেনার অভিষেক শর্মাকেও দেখা গেল অস্বস্তিতে। শ্রীলঙ্কার ওপেনার কুশল মেন্ডিসের উইকেট নেন পান্ডিয়া। 

কিন্তু ওভার শেষ হতেই দেখা গেল পান্ডিয়া উরুতে টান। এরপরেই তিনি মাঠ থেকে বেরিয়ে যান। তারপর আর ম্যাচে ফেরেননি। যার নির্যাস, ভারত পাকিস্তান ফাইনালে হার্দিককে ভারতীয় দল পাবে কিনা, তা নিয়ে ঘোর সংশয় তৈরি হয়েছে। 

যদিও বোলিং কোচ মর্কেলের বক্তব্য, দুবাইয়ের আবহাওয়ায় পায়ে টান ধরেছিল। টিম ম্যানেজমেন্টও বলছে, হার্দিকের চোট গুরুতর কিছু নয়। তবে হার্দিক ফাইনালে খেলবেন কিনা, তা আজ অর্থাত্‍ শনিবার তাঁর ফিটনেস টেস্টের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দল - পিটিআই

বোলারদের জন্য কঠিন দিন

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ভারতীয় বোলারদের খুব ভাল একটা জায়গায় দেখা গেল না। শ্রীলঙ্কার ব্যাটারদের আউট করতে বেশ কষ্ট করতে হয়েছে। শ্রীলঙ্কার পথুম নিশাঙ্কের দুর্দান্ত ১০৭ রানের ইনিংস ২০ ওভারে ২০২ রানেই ম্যাচ টাই হয়ে যায়। এরপর সুপার ওভার হয়। সেই ওভারে ৫ বলে মাত্র ২ রান করে শ্রীলঙ্কা। 

অভিষেকেরও ক্র্যাম্প, হার্দিকের ফিটনেস নিয়ে অনিশ্চয়তা

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ৪ ম্যাচে হার্দিক পান্ডিয়া হঠাৎই ক্র্যাম্পে ভুগতে শুরু করেন। শুধু তাই নয়, দুর্দান্ত ফর্মে থাকা অভিষেক শর্মাকেও দেখা গেল ক্র্যাম্পে কাতরাচ্ছেন। টানা তৃতীয় অর্ধশতক করার পর ফিল্ডিং করতে নেমে তিনিও ক্র্যাম্পে কাবু হয়ে সাময়িক সময়ের জন্য মাঠ ছাড়তে বাধ্য হন। তাঁর জায়গায় এক বদলি ফিল্ডার নেমেছিলেন। ম্যাচের পরে ভারতীয় দলের বোলিং কোচ মর্নে মর্কেল জানালেন, দু’জনেরই ক্র্যাম্প হয়েছিল। হার্দিককে রাতভর পর্যবেক্ষণে রাখা হবে। সকালে ঠিক হবে ওকে নামানো যাবে কি না।

ফাইনালের আগের দিন প্র্যাক্টিস নয়

Advertisement

মর্কেল আরও জানান, ভারতীয় দল আজ অর্থাত্‍ শনিবার কোনও প্র্যাক্টিসে নামছে না। পুরোপুরি বিশ্রাম আর রিকভারি প্রক্রিয়াতেই জোর দেওয়া হবে। তাঁর কথায়, 'ছেলেরা ইতিমধ্যেই আইস বাথ নিচ্ছে। ম্যাচ শেষ হতেই রিকভারি শুরু হয়ে গিয়েছে। এখন সবচেয়ে জরুরি হল ভাল ঘুম আর শরীরকে আরাম দেওয়া।' অন্যদিকে পাকিস্তানও ফাইনালের আগে একদিন বাড়তি বিশ্রাম পাচ্ছে। তারা শেষ সুপার ৪ ম্যাচ খেলেছে বৃহস্পতিবারেই।

হার্দিকের ফিটনেস বড় ভরসা

শেষ ম্যাচে ভারত বিশ্রাম দিয়েছিল জসপ্রীত বুমরা আর শিবম দুবেকে। তবে মূল চিন্তা এখন হার্দিককে ঘিরেই। তাঁর উপস্থিতি দলে ব্যাট-বল দু’দিকেই ভারসাম্য আনে। সবচেয়ে বড় কথা, চাপের মুহূর্তে হার্দিকের পারফরম্যান্সই ভরসা—যেমন দেখা গিয়েছিল ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ ফাইনালে। যদি তিনি খেলতে না পারেন, তবে সম্ভবত সুযোগ মিলবে অর্শদীপ সিংয়ের। শ্রীলঙ্কার বিরুদ্ধে খারাপ শুরুর পরেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে তিনি দলকে ম্যাচে ফেরান।

Read more!
Advertisement
Advertisement