Advertisement

IND vs PAK Playing XI: আজ এশিয়া কাপে মুখোমুখি ভারত পাকিস্তান, দুই টিমে হতে পারে এই বদল

IND vs PAK Playing XI: ভারত বনাম পাকিস্তান। এবারের এশিয়া কাপের এখনও পর্যন্ত সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ আজ। দুবাইয়ে রাত ৮টা থেকে খেলা শুরু। টস হবে সন্ধে সাড়ে সাতটায়। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। টিকিট সব বিক্রি হয়ে গিয়েছে আগেই।

আজ মুখোমুখি ভারত পাকিস্তান।আজ মুখোমুখি ভারত পাকিস্তান।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Sep 2025,
  • अपडेटेड 8:21 AM IST
  • এবারের এশিয়া কাপের এখনও পর্যন্ত সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ আজ।
  • দুবাইয়ে রাত ৮টা থেকে খেলা শুরু। টস হবে সন্ধে সাড়ে সাতটায়।
  • ই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

IND vs PAK Playing XI: ভারত বনাম পাকিস্তান। এবারের এশিয়া কাপের এখনও পর্যন্ত সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ আজ। দুবাইয়ে রাত ৮টা থেকে খেলা শুরু। টস হবে সন্ধে সাড়ে সাতটায়। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। টিকিট সব বিক্রি হয়ে গিয়েছে আগেই। ভারত, পাকিস্তান দ্বৈরথ মানেই দর্শকদের বাড়তি উন্মাদনা। তার উপর কাশ্মীরের পহালগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে এই প্রথম খেলার মাঠে মুখোমুখি দুই দেশ।ফলে ম্যাচের আবহ যে বেশ 'তপ্ত', তা বলাই যায়।

টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন নিয়ে নানা আলোচনা চলছে। তবে ওয়াকিবহাল মহলের মতে, সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত আজও সেই পুরনো ‘ট্রিক’ই কাজে লাগাবে। অর্থাৎ, আগের ম্যাচে যে একাদশ নেমেছিল, পাকিস্তানের বিরুদ্ধেও সেই একই দল নামানো হবে।

কোচ গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্ট বড় টুর্নামেন্টে সচরাচর প্লেয়িং ইলেভেনে পরিবর্তন করতে চান না। ২০২৩ বিশ্বকাপ থেকে শুরু করে ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপ, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফি; সব ক্ষেত্রেই এই একই স্ট্র্যাটেজি দেখা গিয়েছে। ফলে আজও দল বদলের সম্ভাবনা নেই বললেই চলে।

তবে একটি বিষয় সবাই ভাবাচ্ছে। সঞ্জু স্যামসনকে কি তিন নম্বরে নামানো হবে, নাকি পাঁচ নম্বরে? স্যামসন যদিও সব থেকে ভাল খেলেছেন ওপেনিংয়ে। কিন্তু দলের প্রয়োজনে তিনি মিডল অর্ডারেও নামতে প্রস্তুত, বলছেন ব্যাটিং কোচ সিতাংশু কোটক।

আরও পড়ুন

অন্যদিকে, পাকিস্তান প্রথম ম্যাচে ওমানকে হারালেও ব্যাটিং নিয়ে মোটেও খুশি নন অধিনায়ক সালমান আগা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ব্যাটিংয়ে মনযোগ দেওয়া দরকার। আজকের ম্যাচে তাই পাকিস্তানের টিম চেঞ্জ করা হতে পারে। হ্যারিস রউফ বা সলমন মির্জা, এদের মধ্যে একজন পেসার ঢুকতে পারেন। সেক্ষেত্রে হোসেন নবাজ বা ফাহিম আশরাফকে জায়গা ছাড়তে হতে পারে।

ভারত, পাকিস্তানের সাম্প্রতিক রেকর্ডও নজরকাড়া। মোট ১৩টি টি টোয়েন্টি ম্যাচে ভারত জিতেছে ৯ বার, পাকিস্তান মাত্র ৩ বার। একটি ম্যাচ টাই হয়েছিল। এশিয়া কাপে দুই দল ৩ বার মুখোমুখি হয়েছে। সেখানে ভারত এগিয়ে, ২-১ ব্যবধানে। তবে দুবাইয়ের মাঠে পাকিস্তান এগিয়ে। এই মাঠে ৩টি ম্যাচের মধ্যে ২টিতে জিতেছে তারা।

Advertisement

আজকের ম্যাচে ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন: অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, হার্দিক পাণ্ড্য, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

পাকিস্তানের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন: স্যাম আয়ুব, সাহিবজাদা ফারহান, মহাম্মদ হারিস (উইকেটকিপার), ফখর জামান, সালমান আলি আগা (অধিনায়ক), হোসেন নবাজ, মোহাম্মদ নবাজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, সুফিয়ান মুকিম, আব্রার আহমেদ।

Read more!
Advertisement
Advertisement