Advertisement

India vs Pakistan CT 2025: একসঙ্গে এল কোহলির শতরান-দলের জয়, ওভালের বদলা দুবাইয়ে

আজ (২৩ ফেব্রুয়ারি) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল পাকিস্তানের মুখোমুখি হয়েছে। এই ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে। প্রথমে ব্যাট করে পাকিস্তান দল ২৪১ রান করে। জবাবে ভারত বিরাট-গিল-শ্রেয়সের কাঁধে ভর করে ম্যাচ জয়ের দিকে এগোচ্ছে।

একসঙ্গে এল কোহলির শতরান-দলের জয়, ওভালের বদলা দুবাইয়েএকসঙ্গে এল কোহলির শতরান-দলের জয়, ওভালের বদলা দুবাইয়ে
Aajtak Bangla
  • দুবাই,
  • 23 Feb 2025,
  • अपडेटेड 10:24 PM IST

আজ (২৩ ফেব্রুয়ারি) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল পাকিস্তানের মুখোমুখি হয়েছে। এই ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে। প্রথমে ব্যাট করে পাকিস্তান দল ২৪১ রান করে। জবাবে ভারত বিরাট-গিল-রোহিত-শ্রেয়সের কাঁধে ভর করে ম্যাচ জয়ের দিকে এগোচ্ছে। এই ম্যাচে ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেনন রোহিত শর্মা। পাকিস্তান দলের লাগাম মহম্মদ রিজওয়ানের কাঁধে। 

কোহলির ৫১ বিরাট সেঞ্চুরি, পাকিস্তানকে ৬ উইকেটে হারাল ভারত

টানটান উত্তেজনাময় শেষে ৫১ তম সেঞ্চুরি কুড়িয়ে নিলেন বিরাট কোহলি। পাকিস্তানকে ৬ উইকেটে হারাল ভারত। শেষে ভারতের জয় নিশ্চিত হয়ে যাওয়ার পর বিরাটের সেঞ্চুরি হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। শেষমেষ শেষ বলে চার মেরে সেঞ্চুরি করলেন বিরাট। 

আরও পড়ুন

৫৬ রান করে আউট হলেন শ্রেয়স আইয়ার

ব্যক্তিগত ৫৬ রান করে আউট হলেন শ্রেয়স আইয়ার। যদিও ভারত প্রায় জয়ের দোরগোড়ায়। ভারতের জিততে দরকার আর মাত্র ২৮ রান।

বিরাটের পর হাফ সেঞ্চুরি করলেন শ্রেয়সও

বিরাটের পর দুর্দান্ত হাফ সেঞ্চুরি করলেন শ্রেয়স আইয়ারও। ৫৯ বলে দুরন্ত অর্ধশতরান তুলে নিলেন আইপিএলের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামী ক্রিকেটার। ভারতের জয়ের জন্য দরকার মাত্র ৪১ রান।

পাকিস্তানকে দেখেই জ্বলে উঠলেন বিরাট, দুর্দান্ত হাফ সেঞ্চুরি কিং-এর

বাংলাদেশের সঙ্গে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। পাকিস্তানের সঙ্গে পুরোদস্তুর ফর্মে ফিরলেন। ৫০ রান করে ব্যাট করছেন বিরাট। সঙ্গে রয়েছেন শ্রেয়স আইয়ার।

৪৬ রানে আউট হলেন শুভমান গিল

দুর্দান্ত খেলছিলেন। কিন্তু পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদের চমৎকার লেগস্পিনের কূলকিনারা খুঁজে পাননি তিনি। ক্যারম বল অনেকটা উল্টো ঘুরে শুভমানের মিডল আর অফস্টাম্প নড়িয়ে দেয়।

১৪০০০০ ক্লাবে বিরাট কোহলি, এই কীর্তি গড়া দ্বিতীয় ভারতীয় হলেন তিনি

 ১২.৬ ওভারে হ্যারিস রউফকে কভার ড্রাইভে বাউন্ডারি মেরে ওডিআইতে ১৪ হাজারের মাইলস্টোন পার করেছেন বিরাট কোহলি। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে এবং ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওডিআইতে ১৪ হাজারের বেশি রানের রেকর্ড গড়লেন বিরাট কোহলি। 

Advertisement

দশ ওভারে ৬০ পেরল ভারত

রোহিত আউট হওয়ার পর একই ছন্দে ব্যাট করে রানকে ৬ এর নীচে নামতে দেননি, শুভমান গিল। নতুন ক্রিজে নামা কোহলির উপর থেকে চাপ সরিয়ে ছন্দে ভারতের সহ-অধিনায়ক।

আউট রোহিত

বোল্ড হলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। উইকেট শাহিনের। ৩১ রানে প্রথম উইকেট হারাল ভারতীয় দল। ১৫ বলে ২০ রান করে আউট য়িম ইন্ডিয়ার ক্যাপ্টেন। 

শেষ ওভারে দুরন্ত হর্ষিত

২৪২ তানে শেষ পাকিস্তানের ইনিংস। খুশদিলও আউট হয়ে গেলেন শেষ ওভারে। এয়ান না পাওয়ায় চাপ বাড়ছিল তাঁর উপর। বড় শট খেলতে গিয়ে আউট হলেন তিনি। 

পরপর ২ উইকেট খোয়াল পাকিস্তান

সলমন আগার পরেই আউট শাহিনও। হ্যাটট্রিকের সামনে কুলদীপ। যদিও হ্যাটট্রিক হল না তাঁর।  

২০০ পেরল পাকিস্তান

৫ উইকেটে ২০০ রান পেরল পাকিস্তান। 

পরপর ৩ উইকেট হারাল পাকিস্তান

বোল্ড আয়ুব তাহিদ। ১৬৫ রানে ৫ উইকেট হারাল পাকিস্তান। এবার উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা। স্পিনারদের দক্ষতায় খেলায় ফিরল ভারত

উইকেট অক্ষরের

পার্টনারশিপ ভাঙলেন অক্ষর। দারুণ বোলিং। ছিটকে গেল উইকেট। ১৫১ রানে ৩ উইকেট হারাল পাকিস্তান।  

১০০ হয়নি পাকিস্তানের

২৫ ওভারে ৯৯ রান পাকিস্তানের। উইকেট না হারালেও, রান পাচ্ছে না পাকিস্তান। 

১০ ওভারে ৫০ পেরল পাকিস্তান

১০ ওভারে ২ উইকেট হারালেও ৫০ পেরিয়ে গেল পাকিস্তান। শুরুটা মন্দ না হলেও, রিজওয়ানকে টিকে থাকতে হবে বড় রান করতে হলে। ভারতীয় দলের জন্য দারুণ খবর ফিরে এলেন মহম্মদ শামি। 

আবার উইকেট হারাল পাকিস্তান

রান আউট হলেন ইমাম। বাজে কোলে সাড়া দিয়ে দ্বিতীয় উইকেট হারাল তারা। ৪৭ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ল তারা। দারুণ থ্রোতে ইমামকে আউট করলেন অক্ষর প্যাটেল। 

আউট বাবর আজম

ভাল শুরু করেও আউট হতে হল বাবার আজমকে। বড় উইকেট হার্দিকের। ৪১ রানে প্রথম উইকেট হারাল পাকিস্তান। লেংথে বদল এনেই উইকেট নিলেন হার্দিক। একটু শর্ট বল ড্রাইভ মারতে গিয়ে কেএল রাহুলের হাতে ক্যাড দেন বাবর।

টসে জিতল পাকিস্তান

ভারতীয় দল প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও টসে জিততে পারল না। তবে বাংলাদেশের বিরুদ্ধে যে দল নিয়ে ভারত নেমেছিল, সেই দলই আজও খেলছে। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত পাকিস্তানের।

ম্যাচে ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি।

ম্যাচে পাকিস্তানের একাদশ: বাবর আজম, ইমাম উল হক, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক/উইকেটরক্ষক), সালমান আলী আগা (সহ-অধিনায়ক), তৈয়ব তাহির, খুশদিল শাহ, আবরার আহমেদ, হারিস রউফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি।

দলে বদল পাকিস্তানের

ফকর জামানের জায়গায় ইমামকে নিয়ে এল পাকিস্তান। নিউজিল্যান্ড ম্যাচে চোট পেয়েছিলেন ফকর। 

ভারতীয় দল তাদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছিল। যেখানে পাকিস্তান দল উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে ছিল। এই ম্যাচ জিতে ভারতীয় দল সেমিফাইনালের দাবি আরও শক্তিশালী করতে চাইবে। এই ম্যাচ সম্পর্কিত আপডেটের জন্য এই পৃষ্ঠাটি রিফ্রেশ করতে থাকুন...

Read more!
Advertisement
Advertisement