এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নাটক কম হয়নি। ৫ অক্টোবর কলম্বোয় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান মেয়েদের ক্রিকেট দল। হরমনপ্রীত কৌর কি সেদিন হ্যান্ডশেক করবেন ফাতিমা সানার সঙ্গে? ভারতের সঙ্গে পাকিস্তানের এই ম্যাচ হবে শ্রীলঙ্কার কলম্বোতে। সেই ম্যাচেও কি জারী থাকবে হ্যান্ডশেক বিতর্ক। সূত্রের খবর, মেয়েদের বিশবকাপেও হবে না হ্যান্ডশেক।
সূর্যকুমারদের অনুসরণ করবেন হরমনপ্রীতরা
এশিয়া কাপের উত্তাপের পর ভারত-পাকিস্তান ক্রিকেট উত্তেজনায় বাড়তি মাত্রা যোগ হয়েছে। পেহেলগাঁও-কাণ্ডের প্রতিবাদে এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের ‘বয়কট’ করেন সূর্যকুমার যাদবরা। সলমন আগাদের সঙ্গে কথা বলেননি। রীতি মেনে টসের সময় বা খেলার পর হ্যান্ডশেকও করেননি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতেও অস্বীকার করেন তারা।
কী জানালো বিসিসিআই?
বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআই-কে এ ব্যাপারে জানিয়েছেন, 'বিসিসিআই সরকারের সঙ্গে সম্পূর্ণ একমত। তারা ঠিক করেছেন টসের সময় কোনও প্রথাগত হ্যান্ডশেক, ম্যাচ রেফারির সঙ্গে কোনও ছবি তোলা এবং খেলার শেষে করমর্দনের ব্যবস্থা থাকবে না। সূর্যকুমার যাদবের দলকে অনুসরণ করতে চলেছে ভারতের মহিলা দলও।' যদিও সেই বোর্ড কর্তা নিজের নাম প্রকাশ করতে চাননি।
কলম্বোতে কে টস করবে তাও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে, আশা করা হচ্ছে যে টসটি কোনও নিরপেক্ষ দেশের প্রাক্তন খেলোয়াড় বা কোনও বিশেষজ্ঞ করবেন। এবারের পরিবেশ একেবারে আলাদা। ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটাররা বিসমাহ মারুফের মেয়েকে ভাল্বাসায় ভরিয়ে দিয়েছিলেন। তাদের সেই আদুরে ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এবার, হরমনপ্রীত কৌর এবং পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার মধ্যে খুব সাধারণ কুশল বিনিময়ের সম্ভাবনা কম।
ভারতীয় দল বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে। ফলে দারুণ ছন্দে হরমনপ্রীতরা। এবার পাকিস্তানের বিরুদ্ধেও সেই জয়ের ধারা তাঁরা অব্যহত রাখতে পারেন কিনা সেটাই দেখার।