Advertisement

IND vs Pak : ফের ভারত-পাকিস্তান মহারণ, তিনটে ম্যাচ খেলতে পারেন রোহিত-রিজওয়ানরা

ভারত ও পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই মহারণ। এই ম্যাচ মানেই বাড়তি আকর্ষণ, উন্মাদনা। সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও পাকিস্তানের মধ্যে খেলা হয়েছে। সেই ম্যাচে পাকিস্তানকে শোচনীয়ভাবে হারতে হয়েছে রোহিত-কোহলিদের কাছে।

India vs Pakistan India vs Pakistan
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 27 Feb 2025,
  • अपडेटेड 9:11 PM IST
  • ফের ভারত-পাকিস্তান মহারণ
  • ফের দুই দল মুখোমুখি হতে পারে এই বছরই

ভারত ও পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই মহারণ। এই ম্যাচ মানেই বাড়তি আকর্ষণ, উন্মাদনা। সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও পাকিস্তানের মধ্যে খেলা হয়েছে। সেই ম্যাচে পাকিস্তানকে শোচনীয়ভাবে হারতে হয়েছে রোহিত-কোহলিদের কাছে। সব ঠিক থাকলে ফের ভারত-পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। তিনটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে দুই দলের মধ্যে। 

ভারত ও পাকিস্তানের ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। চলতি বছর এশিয়া কাপ হওয়ার কথা। এশিয়া কাপের উইন্ডো নির্ধারণ করেছে ACC। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টের আয়োজক দেশ ভারত। তবে ভারত যেহেতু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে যায়নি, সেহেতু পাকিস্তানও ভারতে খেলতে আসবে না বলে অনুমান করা হচ্ছে। সেক্ষেত্রে পাকিস্তানের ম্যাচগুলো সৌদি আরবে হতে পারে। শ্রীলঙ্কাকেও তৈরি রাখতে পারে এসিসি। 

এবারের এশিয়া কাপে মোট ৮ দলের অংশগ্রহণ করার কথা। ভারত, পাকিস্তান ছাড়াও থাকবে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান ও হংকং। সব দলকে ২ টি করে গ্রুপে ভাগ করা হবে। 

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এশিয়া কাপে একই গ্রুপে থাকবে ভারত ও পাকিস্তান। গ্রুপস্তরে দুই দল মুখোমুখি হওয়ার পর রয়েছে সুপার ফোর। যেখানে দুই গ্রুপের শীর্ষে শেষ করে চারটে দল খেলবে। সেই সুপার ফোরে মুখোমুখি হতে পারে ভারত পাকিস্তান। যদি দুই দলই পয়েন্ট টেবিলের শীর্ষে তাদের খেলা শেষ করতে পারে সেক্ষেত্রে মোট তিনবার মুখোমুখি হতে পারে তারা। 

যদিও এখনই চূড়ান্ত সূচি প্রকাশিত হয়নি। পাকিস্তান হাইব্রিড মডেলে খেললে কোথায় তাদের ভেন্যু রাখা হবে সেটাও নিশ্চিত নয়। এখন সবটাই পরিকল্পনারস্তরে রয়েছে। কিন্তু সব ঠিক থাকলে ২০২৫ সালের সেপ্টেম্বরে ফের দুই দল সামনাসামনি হতে পারে। 

Read more!
Advertisement
Advertisement