Advertisement

India vs Pakistan: 'স্পিরিট নেই' টিম ইন্ডিয়াকে কটাক্ষ করতে গিয়ে নিজেই ট্রোলড পাক তারকা

ভারতীয়দের স্পোর্টসম্যান স্পিরিট নেই। এমন কথাই বলে দিলেন, পাকিস্তানের তারকা ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। পাশাপাশি মাঠেই ভারতকে জবাব দেবেন বলেও জানিয়ে দিয়েছেন। এর পরেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড পাক ফাস্ট বোলার। অনেকেই বলছেন, ‘‌আপনার মুখে এই কথা মানায় না।’‌ আর একজন মজা করে বলেছেন, ‘‌চলো মাঠেই দেখা যাক।’‌ 

ভারতীয় দল ও শাহিন শাহ আফ্রিদিভারতীয় দল ও শাহিন শাহ আফ্রিদি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Jan 2026,
  • अपडेटेड 3:26 PM IST

ভারতীয়দের স্পোর্টসম্যান স্পিরিট নেই। এমন কথাই বলে দিলেন, পাকিস্তানের তারকা ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। পাশাপাশি মাঠেই ভারতকে জবাব দেবেন বলেও জানিয়ে দিয়েছেন। এর পরেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড পাক ফাস্ট বোলার। অনেকেই বলছেন, ‘‌আপনার মুখে এই কথা মানায় না।’‌ আর একজন মজা করে বলেছেন, ‘‌চলো মাঠেই দেখা যাক।’‌ 

কী কারণে এমন বললেন শাহিন?
এশিয়া কাপে তিন বার ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। তিন বারই হেরে গিয়েছে পাক দল। তবে সবচেয়ে উল্ল্যেখযোগ্য ব্যাপার হল, শাহিনদের সঙ্গে একবারও হাত মেলাননি সূর্যকুমার যাদবরা। এ নিয়ে কম জলঘোলা হয়নি। এমনকি ফাইনালে জেতার পরে  মহসিন নকভির থেকে ট্রফিও নিতে যায়নি ভারত। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) প্রেসিডেন্ট মহসিন নকভি, আসলে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (PCB) চেয়ারম্যান। সে কারণেই এমন সিদ্ধান্ত নেন ভারতের ক্রিকেটাররা। আসলে পাহেলগাঁও হামলার প্রতিবাদে পাকিস্তান দলের সঙ্গে দূরত্ব বজায় রাখতে চেয়েছিল ভারত। 
 

কী বলেছেন শাহিন?  
পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় খেলোয়াড়দের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, 'সীমান্তের ওপারের লোকেরা খেলোয়াড়ি মনোভাবের (স্পোর্টসম্যানশিপ) লঙ্ঘন করেছে। আমাদের কাজ ক্রিকেট খেলা, আর আমরা সেটাই করব। মাঠে আমরা উত্তর দেব।' আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ভারত-পাকিস্তান ম্যাচকে সামনে রেখে। ম্যাচটি হবে ১৫ ফেব্রুয়ারি, কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে। এটি বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হিসেবে দেখা হচ্ছে।

সময় ভাল যাচ্ছে না শাহিনের
সময়টা একেবারেই ভাল যাচ্ছে না শাহিন আফ্রিদির। হাঁটুর চোটে ভুগছেন। পিসিবির মেডিক্যাল বোর্ড তাঁর চোটের বিষয়টা দেখছে। তিনি কবে পুরো সুস্থ হবেন তা নিশ্চিত নয়। বিগ ব্যাশে চোটটি পান শাহিন। পাক বোর্ড আশাবাদী টি–২০ বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে যাবেন আফ্রিদি। এদিকে, আসন্ন টি–২০ বিশ্বকাপে শাহিন আফ্রিদিকে পাওয়ার বিষয়ে আশাবাদী সলমন আঘা। পাকিস্তানের টি–২০ অধিনায়ক আশা করছেন, আইসিসির মার্কি টুর্নামেন্টের আগেই হাঁটুর চোট সারিয়ে মাঠে ফিরবেন জুনিয়র আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে রিহ্যাব চলছে আফ্রিদির। লাহোরে হাই পারফরম্যান্স সেন্টারে পিসিবির মেডিক্যাল প্যানেলের তত্ত্বাবধানে আছেন তিনি। পাকিস্তানের টি–২০ অধিনায়কের আশা, বিশ্বকাপের আগেই সম্পূর্ণ ফিট হয়ে যাবেন আফ্রিদি। সলমন আঘা বলেছেন, ‘‌আমরা আশা করছি বিশ্বকাপের আগে সম্পূর্ণ ফিট হয়ে যাবে আফ্রিদি। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মেডিক্যাল প্যানেলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’‌ বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি–২০ সিরিজ খেলবে পাকিস্তান। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement