Advertisement

ICC Women World Cup 2025: বিশ্বকাপের বোধনে ভারতে আসবে পাকিস্তান? বড় খবর

মেয়েদের বিশ্বকাপ এবার ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ২ নভেম্বর। তবে এর মধ্যেই জানা যাচ্ছে, ভারতে আসবে না পাকিস্তান। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে সমস্ত দলকে নিয়ে যে ফটোশ্যুট হয়, সেখানে দেখা যাবে পাক দলকে।

ফাতিমা সানা এবং নাতালিয়া পারভেজফাতিমা সানা এবং নাতালিয়া পারভেজ
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 06 Sep 2025,
  • अपडेटेड 10:58 AM IST
  • ভারতে আসছে না পাকিস্তান
  • বিশ্বকাপের আগে বড় আপডেট

মেয়েদের বিশ্বকাপ এবার ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ২ নভেম্বর। তবে এর মধ্যেই জানা যাচ্ছে, ভারতে আসবে না পাকিস্তান। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে সমস্ত দলকে নিয়ে যে ফটোশ্যুট হয়, সেখানে দেখা যাবে পাক দলকে।  

জিও সুপারের এক প্রতিবেদন অনুসারে, পাকিস্তান দল উদ্বোধনী অনুষ্ঠানে ভারতে যাবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) কোনও প্রতিনিধিও এই অনুষ্ঠানে যোগ দেবেন না। ইতিমধ্যেই দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে একটি চুক্তি হয়েছিল। সেখানে বলা হয়েছে, আগামী তিন বছর তারা একে অপরের দেশে খেলবে না। এটি শুরু হয়েছিল ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে, যেখানে ভারত তাদের সমস্ত ম্যাচ দুবাইতে খেলেছিল। এখন মেয়েদের বিশ্বকাপে, পাকিস্তান তাদের সমস্ত ম্যাচ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলবে।

পাকিস্তান দল সেমিফাইনাল বা ফাইনালে উঠলেও, তাদের ম্যাচগুলি এখানেই অনুষ্ঠিত হবে। পাকিস্তান দল ২ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। অন্যদিকে ভারতের বিরুদ্ধে তাদের ম্যাচটি ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। ক্যাপ্টেন ফাতিমা সানির নেতৃত্বে বিশ্বকাপের ম্যাচগুলি খেলবে তারা। দলের সহ-অধিনায়ক হবেন মুনিবা আলী। আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ, নাশরা সান্ধুর মতো অভিজ্ঞ খেলোয়াড়রাও দলে রয়েছেন।

কেন ভারত-পাকিস্তানের এই সমস্যা?
ভারত ও পাকিস্তানের মধ্যে এই সমস্যা দীর্ঘদিনের। বারবার পাকিস্তানের সন্ত্রাসবাদী হামলায় আক্রান্ত হয়েছে ভারত। সম্প্রীতি পাহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর পাল্টা জবাব দিতে অপারেশন সিঁদুর শুরু করে ভারতের সেনাবাহিনী। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, দুই দেশই তাদের ঘরের মাটিতে একে অপরের বিরুদ্ধে কোনও ম্যাচ খেলবে না।

পাকিস্তান দল: ফাতিমা সানা (অধিনায়ক), মুনিবা আলী (সহ-অধিনায়ক), আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ, ইমান ফাতিমা, নাশরা সান্ধু, নাতালিয়া পারভেজ, ও মাইমা সোহেল, রামিন শামীম, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, শাওয়াল জুলফিকার,
সিদরা আমিন, সিদরা নওয়াজ, সৈয়দা আরুব শাহ।

Advertisement

নন-ট্রাভেলিং রিজার্ভ: গুল ফিরোজা, নাজিহা আলভি, তুবা হাসান, উম্মে হানি, ওয়াহিদা আখতার।

পাকিস্তান দলের পূর্ণাঙ্গ সময়সূচি
২ অক্টোবর: বনাম বাংলাদেশ, কলম্বো
৫ অক্টোবর: বনাম ভারত, কলম্বো
৮ অক্টোবর: বনাম অস্ট্রেলিয়া, কলম্বো
১৫ অক্টোবর: বনাম ইংল্যান্ড, কলম্বো
১৮ অক্টোবর: বনাম নিউজিল্যান্ড, কলম্বো
২১ অক্টোবর: বনাম দক্ষিণ আফ্রিকা, কলম্বো
২৪ অক্টোবর: বনাম শ্রীলঙ্কা, কলম্বো

Read more!
Advertisement
Advertisement