Advertisement

India vs South Africa 1st T20I: ফিরছেন হার্দিক-গিল, দঃআফ্রিকার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে ভারতের দল কেমন?

টেস্ট আর একদিনের সিরিজের পর এবার টি২০ সিরিজে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারত। কটকের বারাবাটি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। অস্ট্রেলিয়া সফরে টি২০ সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। এবার সিরিজ ঘরের মাঠে। তাই সেই জয়ের ধারা বজায় রাখতে চেষ্টা চালিয়ে যাবে টিম ইন্ডিয়া। ঘাড়ের চোট সারিয়ে মাঠে ফিরতে চলেছেন শুভমন গিল।

Shubman Gill, Suryakumar YadavShubman Gill, Suryakumar Yadav
Aajtak Bangla
  • কটক,
  • 09 Dec 2025,
  • अपडेटेड 10:55 AM IST

টেস্ট আর একদিনের সিরিজের পর এবার টি২০ সিরিজে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারত। কটকের বারাবাটি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। অস্ট্রেলিয়া সফরে টি২০ সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। এবার সিরিজ ঘরের মাঠে। তাই সেই জয়ের ধারা বজায় রাখতে চেষ্টা চালিয়ে যাবে টিম ইন্ডিয়া। ঘাড়ের চোট সারিয়ে মাঠে ফিরতে চলেছেন শুভমন গিল।

প্রথম টি-টোয়েন্টিতে ভারতীয় দলের ব্যাটিং কম্বিনেশন কী হয় সেটাই দেখার। তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ফিরে আসা কেবল ভারতীয় দলের ব্যাটিংয়ে গভীরতা বাড়িয়ে দিইয়েছে তেমনটাই শুধু নয়, অতিরিক্ত ফাস্ট বোলারেরও অপশন বাড়িয়ে দিয়েছে। অতএব, এই ম্যাচে ভারত কেবলমাত্র একজন বিশেষজ্ঞ স্পিনার, কুলদীপ যাদবকে মাঠে নামানোর সম্ভাবনা রয়েছে। রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তীর চেয়ে কুলদীপ এগিয়ে তাঁর ফর্মের জন্য।

পিচ ফাস্ট বোলারদের সাহায্য করতে পারে। প্রয়োজনে টিম ইন্ডিয়া তিলক ভার্মাকে পার্ট টাইম স্পিনার হিসেবে ব্যবহার করতে পারে। এই ম্যাচ লাল মাটির পিচে খা হবে। ফলে ফাস্ট বোলারদের আরও সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ দিকে, শুভমান গিল ফিট হয়ে দলে ফিরে আসায়, সঞ্জু স্যামসনকে মিডল অর্ডারে খেলতে হবে। জিতেশ শর্মাও উইকেটরক্ষক হিসেবে দলে আছেন, তবে সঞ্জু স্যামসনকে সম্ভবত প্রথম সুযোগ দেওয়া হবে। সূর্যকুমার যাদব সাংবাদবিক সম্মেলনে ওপেনিং নিয়ে কোনও ধোঁয়াশা রাখতে চাননি। জানিয়ে দিয়েছেন, শুভমান গিল অভিষেক শর্মার সঙ্গে ওপেন করবেন। সূর্য আরও বলেন যে সঞ্জু ওপেনার হিসেবে ভালো পারফর্ম করেছে, কিন্তু শুভমন এই জায়গাটা পাওয়র যোগ্য।

আরও পড়ুন

কটক টি-টোয়েন্টি ম্যাচের জন্য ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব তার একাদশ সম্পর্কে মুখ খোলেননি। তিনি বলেছেন যে উইকেট দেখার পরেই একাদশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শিবম দুবে এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যে কেবল একজনেরই একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রথম টি-টোয়েন্টিতে ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, সন্তু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, কুলদীপ যাদব এবং জসপ্রীত বুমরা।

Advertisement

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য প্লেয়িং 11: এ ইডেন মার্করাম (অধিনায়ক), রেজা হেন্ড্রিক্স, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ডিওয়াল্ড ব্রুইস, ট্রিস্টান স্টারস, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, ডোনোভান ফেরেইরা, করবিন বোশ, কেশব মহারাজ
এবং অ্যানরিচ নর্টজে।

Read more!
Advertisement
Advertisement