
রঞ্জিতে লাগাতার ভাল পারফর্ম করেও ভারতীয় দলে জায়গা হচ্ছে না মহম্মদ শামির। অনেকেই মনে করছেন, নির্বাকদের বিরুদ্ধে বিষদগার করা শামিকে হিসেবের মধ্যেই রাখতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। যদিও এ সমস্ত আশঙ্কা উড়িয়েই দিলেন ভারতের টেস্ট ক্যাপ্টেন শুভমন গিল। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামার আগে এ ব্যাপারে মুখ খুললেন গিল।
ইডেন শামির ঘরের মাঠ। সেখানে তাঁকে দেখতে না পেলে আক্ষেপ থাকবেই সমর্থকদের মধ্যে। এ ব্যাপারে ম্যাচের আগে গিলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'শামি ভাই যথেষ্ট ভাল বোলার। ওর মতো বোলার কম আছে। যদিও এখন দলে যারা আছে তারা ভালই খেলছে।' যদিও শামি ম্যানেজমেন্টের পরিকল্পনায় আছেন কিনা সেটা নিয়ে কোনও মন্তব্যই করতে চাননি গিল। সরাসরি নির্বাকদের কোর্টে বল ঠেলে দিয়ে তাঁর মন্তব্য, ' শামি ভাই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আছে কি না সেই বিষয় নির্বাচকরা ভাল বলতে পারবেন।'
এখন প্রশ্ন হল, দল নির্বানের ক্ষেত্রে কি কোনও ভূমিকাই থাকে না ক্যাপ্টেনের? না কি এখন সবটাই নিয়ন্ত্রণ করেন কোচ, নির্বাচকরা? আবার এটাও মনে করা হচ্ছে শামির হোম গ্রাউন্ডে তাঁর ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য করা এড়িয়ে যেতেই এমন উত্তর দিলেন গিল। যদিও এর উত্তর দেওয়া এখন অনেকটাই শক্ত।
ইডেনের পিচ নিয়ে অতীতে নানা বিতর্ক হয়েছে। কলকাতা নাইট রাইডার্স বারবার ঘরের মাঠের পিচ নিয়ে অভিযোগ করেছে। ভারতীয় দলও পিচে স্পিন চেয়েছে। তাও প্রথম দিন থেকেই। তবে সেই স্পিন পাওয়ার সম্ভাবনা খুব একটা নেই। ভারতীয় দল পিচে জল দিতে বারণ করলেও, ঘুরপথে বাইশ গজকে সতেজ রাখার চেষ্টা চালিয়ে গিয়েছেন পিচ কিউরেটর সুজন। আসলে সিএবি চায় না ম্যাচটা ৩ অথবা ৪ দিনে শেষ হয়ে যাক।
এদিন পিচ নিয়ে অভিযোগ শোনা যায়নি ভারতীয় দলের পক্ষ থেকেও। গিল জানিয়ে দিলেন, 'ভারতের অন্য মাঠে যেমন পিচ হয়, এখানেও তেমন হয়েছে। ভাল পিচ।'