Advertisement

India vs South Africa 2025 Series Schedule: অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে আবার কবে মাঠে নামবে ভারত? দেখুন সম্পূর্ণ সূচি

India vs South Africa 2025 Series Schedule: পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ভারত জিতেছে ২-১ ব্যবধানে। ব্রিসবেনের গাব্বায় (Gabba) ৮ নভেম্বরের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে ২০০৮ সালের পর থেকে ভারত তাদের অপরাজেয় রেকর্ড বজায় রাখল।

Aajtak Bangla
  • মুম্বই,
  • 09 Nov 2025,
  • अपडेटेड 2:38 AM IST

India vs South Africa 2025 Series Schedule: অস্ট্রেলিয়া সফর শেষ করেই নতুন সিরিজের প্রস্তুতিতে নামছে টিম ইন্ডিয়া (Team India)। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ভারত জিতেছে ২-১ ব্যবধানে। ব্রিসবেনের গাব্বায় (Gabba) ৮ নভেম্বরের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে ২০০৮ সালের পর থেকে ভারত তাদের অপরাজেয় রেকর্ড বজায় রাখল।

অস্ট্রেলিয়া সফরে তিনটি একদিনের ম্যাচেও মুখোমুখি হয়েছিল দুই দল। শুYমান গিলের (Shubman Gill) নেতৃত্বে ভারত ১-২ ব্যবধানে হেরে যায় সেই সিরিজে।

পরের সিরিজ: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa Home Series)
অস্ট্রেলিয়া সফর শেষ হতেই তেমন কোনও বিরতি না নিয়েই দেশে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামছে ভারতীয় দল। এই সিরিজে থাকছে-
দুটি টেস্ট (Test)
তিনটি ওয়ানডে (ODI)
পাঁচটি টি-২০ ম্যাচ (T20 International)

আরও পড়ুন

টেস্ট সিরিজ সূচি
১ম টেস্ট: ১৪-১৮ নভেম্বর, ২০২৫ ইডেন গার্ডেন্স, কলকাতা (সকাল ৯:৩০ থেকে)
২য় টেস্ট: ২২-২৬ নভেম্বর, ২০২৫, বারসাপাড়া স্টেডিয়াম, গुवাহাটি (সকাল ৯টা থেকে)

ভারতীয় দল (অধিনায়ক: শুভমান গিল, সহ-অধিনায়ক ও উইকেটকিপার: ঋষভ পন্ত):
শুবমান গিল, ঋষভ পন্ত, যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কাল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, অক্ষর পটেল, নিথিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আকাশ দীপ।

দক্ষিণ আফ্রিকা দল (অধিনায়ক: তেম্বা বাভুমা):
তেম্বা বাভুমা, ডিওয়াল্ড ব্রেভিস, মার্কো জানসেন, আইডেন মার্করাম, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন (উইকেটকিপার), কাইল ভেরেইনে (উইকেটকিপার) প্রমুখ।

ওয়ানডে সিরিজ সূচি
১ম ওয়ানডে-৩০ নভেম্বর, রাঁচি
২য় ওয়ানডে -৩ ডিসেম্বর, রায়পুর
৩য় ওয়ানডে -৬ ডিসেম্বর, বিশাখাপত্তনম

টি-২০ সিরিজ সূচি
১ম টি২০-৯ ডিসেম্বর, কটক
২য় টি২০১১ ডিসেম্বর, মুল্লানপুর
৩য় টি-২০১৪ ডিসেম্বর, ধর্মশালা
৪র্থ টি২০১৭ ডিসেম্বর, লখনউ
৫ম টি-২০১৯ ডিসেম্বর, আহমেদাবাদ

অস্ট্রেলিয়া সফর শেষ করেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেমে পড়ছে ভারতীয় ক্রিকেট দল। টেস্ট, ওয়ানডে ও টি-২০। তিন ফরম্যাটেই থাকবে লড়াই। কলকাতার ইডেন গার্ডেন্স থেকে শুরু হবে এই হাই-ভোল্টেজ সিরিজ, যা চলবে ডিসেম্বরের শেষ পর্যন্ত।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement