Advertisement

India-w vs South Africa-w World Cup Final: মেয়েদের ক্রিকেটে নতুন চ্যাম্পিয়ন, ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে বিশ্বসেরা ভারত

বাইশগজে মহারণ। দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে ভারতের মেয়েরা। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় প্রোটিয়ারা। হরমনপ্রীতরা এবার জিতলেই প্রথমবারের মতো বিশ্বকাপ পাবেন।

মহিলা বিশ্বকাপ ভারত বনাম দক্ষিণ আফ্রিকামহিলা বিশ্বকাপ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 02 Nov 2025,
  • अपडेटेड 12:38 AM IST

বাইশগজে মহারণ। বাইশগজে মহারণ। দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে ভারতের মেয়েরা। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় প্রোটিয়ারা। হরমনপ্রীতরা এবার জিতলেই প্রথমবারের মতো বিশ্বকাপ পাবেন। এর আগে ভারতীয় মহিলা ক্রিকেট দল দুবার বিশ্বকাপের ফাইনালেও উঠলেও জয়ের মুখ দেখতে পাননি। অন্যদিকে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা উঠেছে ফাইনালে। শেষমেষ দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার ৫০ ওভারের বিশ্বকাপ ঘরে তুলল ভারতীয় মেয়েরা। 

LIVE UPDATES 

প্রথম উইকেটের পর দ্বিতীয় উইকেট পেল ভারত। 

দারুণ শুরু দক্ষিণ আফ্রিকার। ১০ ওভারে ৫২ রানে ১ উইকেট।

নির্ধারিত ৪৯ ওভারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৯৮ রানে শেষ হল ভারতের ইনিংস। লক্ষ্য ২৯৯ রান। ৫৮ রান করলেন দীপ্তি।

ফাইনালে অর্ধ শতরান দীপ্তির।

  •  

বড় লক্ষ্যের দিকে ভারত। ২৫০ পার করল দল। ক্রিজে দীপ্তি ও রিচা। 
  • বড় ঝটকা খেল ভারত। মাত্র ২০ রান করে সাজঘরে ফিরলেন হরমনপ্রীত। ৩৫ ওভারে ২০০ রান পার করলেও উইকেট ধরে রাখা চ্যালেঞ্জ ইন্ড়িয়ার কাছে। 
  • দ্রুত ২ উইকেট হারালেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা টিম ইন্ডিয়ার। ধরে খেলছেন দীপ্তি শর্মা ও হরমনপ্রীত। চাইছেন বড় রানের পার্টনারশিপ। 
  • ৩৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৮৫ রান ইন্ডিয়ার। ক্রিজে রয়েছেন অধিনায়র হরমনপ্রীত ও দীপ্তি শর্মা। বড় রান তুলতে গেলে দুজনকে গড়তে হবে পার্টনারশিপ।  
  • এবার আউট জেমাইমা। খুব অল্প রানের ব্যবধানে ২ উইকেট হারাল ইন্ডিয়া। ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা দক্ষিণ আফ্রিকার। 
  • ১ উইকেট হারিয়ে ১৫০ রান অতিক্রম করে দিল ভারত। ক্রিজে এখনও রয়েছেন শেফালি। বড় রানের লক্ষ্যে এগোচ্ছে দল। 
  • হাফসেঞ্চুরি করলেন শেফালি। 
  • এবার ব্যাট করতে নামলেন জেমাইমা। আগের ম্যাচে করেছিলেন অপরাজিত ১২৭। 
  • ব্যাট হাতে ধুন্ধুমার মন্ধানা-শেফালির, ওপেনিং জুটিতেই ১০০ পার। তবে ১০২ রানে প্রথম উইকেট হারাল টিম ইন্ডিয়া। আউট হলেন মান্ধানা। ৪৫ রান করে ফিরলেন সাজঘরে। 
  • ৬ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ৪৫ রান ভারতের। 
  • প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু ভারতের। ওপেনিং করছেন শেফালি বর্মা ও স্মৃতি মান্ধানা। 
  • নির্ধারিত সময়ের অনেক পরে ম্যাচ শুরু হলেও ওভার কাটা হয়নি। ৫০ ওভার করেই খেলার সুযোগ পাবে দুই দল। 
  • বিশ্বকাপ ফাইনালে টস হারলেন হরমনপ্রীত, প্রথমে ব্যাট করছে ভারত। মাঠে দর্শক কানায় কানায় পূর্ণ। তিলধারণের জায়গা নেই। 
  • ২০০৫ সালের ১০ এপ্রিল। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছিল  উইমেন্ ইন ব্লু। নেতৃত্বে ছিলেন মিতালী রাজ। সেবার অস্ট্রেলিয়ার সেঞ্চুরিয়ানে অজিদের কাছে ৯৮ রানে হেরে যায় টিম। এরপর ২৩ জুলাই ২০১৭, ফের ফাইনালে পৌঁছয় ভারতীয় দল। লর্ডসে সেবারও ইংল্যান্ডের বিরুদ্ধে জয় আসেনি। মাত্র ৯ রানে হেরে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। 

    তবে আজ ভারত ট্রফি জিতবে, এই আশা করছে ১৪০ কোটি দেশবাসী। উল্লেখযোগ্যভাবে এই প্রথমবার কোনও মহিলা বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া নেই। ২০১৭ সালের ফাইনালে ব্যক্তিগত ৫১ রান করেছিলেন আজকের অধিনায়ক হরমনপ্রীত। সেবার স্বপ্নপূরণ করতে পারেননি। এটাই হরমনপ্রীতের শেষ বিশ্বকাপ হতে চলেছে। সেদিক থেকে বিচার করলে ভারতীয় অধিনায়কের কাছে বিশাল কৃতিত্ব স্থাপনের বড় মঞ্চ এই ফাইনাল। 

    ১৯৮৩ সালে কপিল দেবের হাত ধরে প্রথম বিশ্বজয় করেছিল ভারতীয় ক্রিকেট। তারপর একই কৃতিত্ব অর্জন করেন মহেন্দ্র সিং ধোনি। সালটা ২০১১। আজকের ম্যাচে জিতলে হরমন কপিল দেব ও ধোনির সঙ্গে এক আসনে জায়গা করে নেবেন। 

    ঘরের মাঠে হাই-প্রোফাইল ম্যাচে ভারত ফেভারিট হিসেবে শুরু করলেও প্রোটিয়াদের হালকাভাবে নেওয়ার ভুল করবে না হরমনপ্রীত-জেমাইমারা ৷ কারণ এই টুর্নামেন্টেই ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ট্রফির লড়াইয়ে নামছে দক্ষিণ আফ্রিকা ৷ গ্রুপ পর্বেও তারা ভারতকে হারিয়েছিল। 

    Advertisement

    ভারত ও দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের মধ্যে বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি বিকেল ৩ টেয় নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শুরু হবে। টস হবে দুপুর ২:৩০ মিনিটে। ম্যাচটি সরাসরি জিও হটস্টার ও এবং ডিডি স্পোর্টস তেও দেখা যাবে।

    সম্ভাব্য ভারতীয় দল - শেফালি ভার্মা, স্মৃতি মান্ধনা, অমনজোত কৌর, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমেইমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), রাধা যাদব, ক্রান্তি গৌড়, শ্রী চারানি, রেণুকা সিং ঠাকুর, স্নেহ রানা, অরুন্ধতী রেড্ডি, হারলিন দেওল, উমা ছেত্রী (উইকেটরক্ষক)।

          

     

    Read more!
    Advertisement
    Advertisement