Advertisement

India vs West Indies: অনিশ্চিত পন্ত, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলবেন বুমরা? দল নির্বাচন আজই

অক্টোবর মাসের শুরুতেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল। ইতিমধ্যেই, জানা গিয়েছে বুধবার আসন্ন টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করবে বিসিসিআই। কিন্তু আচমকাই ঋষভ পন্তকে নিয়ে বড় খবর প্রকাশ্যে এল। তাঁর খেলার সম্ভাবনা বেশ কম। যদিও, ভারতীয় দলে জায়গা পেতে পারেন জসপ্রীত বুমরা। 

Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Sep 2025,
  • अपडेटेड 12:19 PM IST

অক্টোবর মাসের শুরুতেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল। ইতিমধ্যেই, জানা গিয়েছে বুধবার আসন্ন টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করবে বিসিসিআই। কিন্তু আচমকাই ঋষভ পন্তকে নিয়ে বড় খবর প্রকাশ্যে এল। তাঁর খেলার সম্ভাবনা বেশ কম। যদিও, ভারতীয় দলে জায়গা পেতে পারেন জসপ্রীত বুমরা। 

ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ চলাকালীন পায়ের আঙুলে চোট পেয়েছিলেন পন্ত। হাড় ভাঙলেও, অসহ্য যন্ত্রণা নিয়ে দলের জন্য বাইশ গজে লড়াই করেছিলেন তিনি। কিন্তু তারপরে আর শেষরক্ষা হয়নি। শেষ পর্যন্ত সিরিজ থেকেই ছিটকে যেতে হয়েছিল ভারতের উইকেট কিপার ব্যাটারকে। তারপর দীর্ঘদিন মাঠের বাইরে থেকেই মাঠে ফেরার লড়াই করেছেন তিনি। ধীরে ধীরে সুস্থও হয়ে উঠেছেন ভারতীয় দলের এই উইকেটকিপার ব্যাটার। চোট থেকে ফিরে সম্পূর্ণ সুস্থ না হওয়ায় এখনই পন্থকে দলে ফেরাতে চাইছে না, ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে পন্তের পরিবর্ত হতে পারেন ধ্রুব জুরেল। ইংল্যান্ড সফরেও পন্তের বিকল্প হিসেবে সুযোগ পেয়েছিলেন তিনি। বর্তমানে অস্ট্রেলিয়া এ দলের সঙ্গে চলতি টেস্ট সিরিজে ভারতীয় এ দলকে নেতৃত্ব দিচ্ছেন ধ্রুব জুরেল। তিনিই এই সিরিজে খেলতে পারেন। 

অন্যদিকে বুমরা জানিয়ে দিয়েছেন তিনি ফিট। এখন দেখার বুমরা এই দলে সুযোগ পান কিনা। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সময়সূচীর কারণে, জল্পনা ছিল যে বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে।

তবে ভারতের সহকারী কোচ রায়ান টেন ডোয়েশ্যাট ইঙ্গিত দিয়েছেন যে পেস স্পিডারকে অন্তর্ভুক্ত করা হবে। এশিয়া কাপের সুপার ফোর পর্বে বুমরাকে বিশ্রাম নাও দেওয়া হতে পারে তা উল্লেখ করে, নেদারল্যান্ডসের প্রাক্তন এই আন্তর্জাতিক খেলোয়াড় পরামর্শ দিয়েছেন যে এশিয়া কাপ ফাইনাল থেকে অল্প সময়ের মধ্যে ফিরে আসা সত্ত্বেও, ফাস্ট বোলার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে পারেন। এই সিদ্ধান্ত সঠিক হবে কিনা সেটা নিয়ে বিতর্ক রয়েছে। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় ভারত পাঁচটি টি-টোয়েন্টি খেলবে, তারপরে নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আরও পাঁচটি ম্যাচ খেলবে, দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্টেও বুমরার পরিষেবা অপরিহার্য।

Advertisement

Read more!
Advertisement
Advertisement