অক্টোবরেই ভারত ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। ২ অক্টোবর থেকে আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ। তারপরে দ্বিতীয় টেস্ট হবে ১০ অক্টোবর দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে। সেই সিরিজের স্কোয়াডে একাধিক বড় বদল দেখা গেল। যে টেস্ট টিম শুভমন গিলের নেতৃত্বে ইংল্যান্ড খেলতে গিয়েছিল, সেই টিমের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টিমে বড় পরিবর্তন।
ভাইস ক্যাপ্টেন করা হল রবীন্দ্র জাডেজাকে
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন করা হল রবীন্দ্র জাডেজাকে। ঋষভ পন্তের চোট, তাই ভাইস ক্যাপ্টেন জাডেজা। এই সিরিজে দেবদত্ত পাড়িক্কলকে দলে আনা হয়েছে। ইংল্যান্ডে সুযোগ পেয়েছিলেন করুণ নায়ার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাঁকে বাদ দেওয়া হল। অর্থাত্ দেবদত্তের কামব্যাক। করুণ নায়ার যে দলে সুযোগ না-ও পেতে পারেন, তার একটি সম্ভাবনা আগেই দেখা গিয়েছিল।
শ্রেয়স আইয়ারের বড় সিদ্ধান্ত
শ্রেয়স আইয়ার জানিয়ে দিয়েছেন, পিঠের ব্যথা এখনও পুরোপুরি সারেনি। সেই কারণে আগামী ৬ মাস তিনি লাল বলের (টেস্ট) ক্রিকেট থেকে দূরে থাকবেন। তবে একেবারে বাইরে থাকছেন না। আইয়ারকে ইন্ডিয়া ‘এ’ বনাম অস্ট্রেলিয়া ‘এ’ সিরিজে (শুরু ৩০ অক্টোবর) অধিনায়ক করা হয়েছে। অর্থাৎ, তিনি এখন সীমিত ওভারের ক্রিকেট এবং ‘এ’ টিম লেভেলে মন দিচ্ছেন।
জসপ্রিত বুমরাহর আপডেট
ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে খেলতে রাজি হয়েছেন। ইংল্যান্ড সফরে তিনি ৫ টেস্টের মধ্যে মাত্র ৩টিতে খেলেছিলেন। এবারও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট মাথায় রেখে সম্ভবত তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুধু একটি টেস্টই খেলবেন। এর পরেই ভারত যাবে অস্ট্রেলিয়ার হোয়াইট-বল সিরিজে (৩টি ODI ও ৫টি T20)। উইকেটকিপার ঋষভ পন্ত চোটের কারণে (পায়ে ফ্র্যাকচার) সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় ধ্রুব জুরেল থাকবেন প্রথম পছন্দ, আর ব্যাকআপ হিসেবে থাকবেন এন জগদীশন।
২৩ বছরের বাঁহাতি স্পিনার মানব সুথার টেস্ট দলে ডাক পেতে পারেন। সম্প্রতি ইন্ডিয়া ‘এ’ বনাম অস্ট্রেলিয়া ‘এ’ ম্যাচে তিনি দুর্দান্ত ৫ উইকেট নিয়েছেন। এখনও পর্যন্ত ২৩টি ফার্স্ট ক্লাস ম্যাচে তাঁর সংগ্রহ ৯৫ উইকেট।
১৫ জনের দলে কারা রয়েছেন
ঘোষিত ১৫ জনের দলে রয়েছেন, শুভমন গিল (অধিনায়ক), জাডেজা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অক্ষর পটেল, নীতীশ কুমার রেড্ডি, নারায়ণ জগদীশন (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং কুলদীপ যাদব।