Advertisement

WTC Ranking India: টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের থেকেও পিছিয়ে গেল টিম ইন্ডিয়া, কোথায় দাঁড়িয়ে গিলরা?

দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জার হার। ২-০ সিরিজ হেরে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। যার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকাতেও পিছিয়ে গেল পন্থ, রাহুল, গিলরা। তারা এখন এই তালিকায় ৫ নম্বরে পৌঁছে গিয়েছে। নেমে এসেছে পাকিস্তানেরও নীচে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ব়্যাঙ্কিংবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ব়্যাঙ্কিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Nov 2025,
  • अपडेटेड 2:07 PM IST
  • দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জার হার
  • ২-০ সিরিজ হেরে হোয়াইটওয়াশ হয়েছে ভারত
  • তারা এখন এই তালিকায় ৫ নম্বরে পৌঁছে গিয়েছে

দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জার হার। ২-০ সিরিজ হেরে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। যার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকাতেও পিছিয়ে গেল পন্থ, রাহুল, গিলরা। তারা এখন এই তালিকায় ৫ নম্বরে পৌঁছে গিয়েছে। নেমে এসেছে পাকিস্তানেরও নীচে।

তথ্য বলছে, গুরু গৌতম গম্ভীরের অধীনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খুব একটা ভাল জায়গায় নেই টিম ইন্ডিয়া। তারা ইতিমধ্যে ৪টি জিতেছে , ৪টি হেরেছে এবং ১টি ড্র করেছে। আর গুয়াহাটিতে হারের পর পয়েন্টের দশা আরও শোচনীয় হয়েছে। নামতে হয়েছে ক্রম তালিকায়।

এই তালিকায় এখনও দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৪ ম্যাচে তারা ৩৬ পয়েন্ট পেয়েছে। যদিও এই বছরের শুরুতেই তারা একটি ম্যাচ হেরে যায় পাকিস্তানের সঙ্গে। যদিও সেই হারের ধাক্কা যে তাদের খুব একটা পিছিয়ে দিতে পারেনি, সেটা পয়েন্ট টেবিল দেখলেই পরিষ্কার। বরং ভারতের সঙ্গে জেতার পর প্রোটিয়ারা নিজেদের জায়গা আরও পোক্ত করে ফেলল বলেই মনে করা হচ্ছে।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পয়েন্ট তালিকায় সবার থেকে উপরে রয়েছে অস্ট্রেলিয়া। তারা ২০২৫-২৭ সাইকেলের ৪টি ম্যাচের মধ্যে ৪টিই জিতে গিয়েছে তারা। তাই তারা এই প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে।

এই তালিকায় দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা রয়েছে পরপর। তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। আর চতুর্থ স্থানে পাকিস্তান। অর্থাৎ এই তালিকায় পাকিস্তানের থেকেও পিছিয়ে গেল ভারত।

কী হল দ্বিতীয় টেস্টে?

দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা ৫৪৯ রানের টার্গেট রেখেছিল ভারতের সামনে। আর সেই রান করতেই গিয়েই যাতা অবস্থা হয় ভারতের। মাত্র ১৪০ রানে গুটিয়ে যায় পন্থ বাহিনী। জাদেজা বাদে কেউই দাঁড়াতে পারেনি। যার ফলে ৪০৮ রানের ব্যবধানে হেরে যায় ভারত।

আর এমন লজ্জার ঘটনা ২৫ বছর পর ঘটল। ২০০০ সালে হ্যান্সি ক্রোনিয়ের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা টিম ভারতকে ঘরের মাঠে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল। প্রথম ম্যাচটি মুম্বাইতে হয়েছিল। সেই ম্যাচটি ৪ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্টটি হয়েছিল বেঙ্গালুরুতে। যেখানে প্রোটিয়ারা ইনিংস এবং ৭১ রানে জিতেছিল।

Advertisement

বিসিসিআই আমার ভবিষ্যৎ নির্ধারন করবে

এই ম্যাচ হারের পর গুরু গম্ভীর খুবই হতাশ। আর সেটা তাঁর কথাতেও পরিষ্কার। তিনি এ দিন বলেন, 'দোষ সবাই করে, তবে দোষারোপ শুরু হয় আমার থেকে।' পাশাপাশি তিনি তারকা ক্রিকেটারের বদলে শক্ত মনের ক্রিকেটারের প্রয়োজন বলেও করেন দাবি।

Read more!
Advertisement
Advertisement