Advertisement

Arshdeep Singh Dropped Controversy: ফর্মে থেকেও বাদ অর্শদীপ, গম্ভীরের দিকে পক্ষপাতের আঙুল নেটিজেনদের

Arshdeep Singh Dropped Controversy: হর্ষিত রানা দক্ষিণ আফ্রিকা ওডিআই-তে ৪ উইকেট নিলেও তাঁর ইকোনমি ছিল ৬.৩৯। অন্যদিকে প্রসিদ্ধ কৃষ্ণ ৭ উইকেট পেলেও রান খরচ করেছেন বেশি। ইকোনমি ৭.৮০। অথচ অর্শদীপ শুধু আন্তর্জাতিক নয়, বিজয় হাজারে ট্রফিতেও দুর্দান্ত ছন্দে ছিলেন। সিকিমের বিরুদ্ধে পেয়েছিলেন পাঁচ উইকেট। ফলে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ বলেই সমালোচনা করছেন ক্রিকেটপ্রেমীরা।

Aajtak Bangla
  • ভাদোদরা,
  • 11 Jan 2026,
  • अपडेटेड 5:16 PM IST

 India vs New Zealand 1st ODI Vadodara: ভাদোদরায় প্রথম ওয়ানডেতে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। আর সেখানেই শুরু বিতর্ক। কারণ প্লেয়িং ইলেভেনে জায়গা পেলেন না ফর্মে থাকা পেসার অর্শদীপ সিং। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ক্ষোভ উগরে দিলেন সমর্থকেরা। তাঁরা সরাসরি কোচ গৌতম গম্ভীরের দিকে আঙুল তুলেছেন পক্ষপাতিত্বের অভিযোগে। প্রশ্ন উঠছে, অর্শদীপ যখন দক্ষিণ আফ্রিকা সিরিজে দারুণ বোলিং করেছেন, অর্থাৎ ৫ উইকেট নিয়েছেন মাত্র ৫.৫০ ইকোনমিতে, তাহলে কেন তাঁর জায়গায় সুযোগ পেলেন হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণ?

হর্ষিত রানা দক্ষিণ আফ্রিকা ওডিআই-তে ৪ উইকেট নিলেও তাঁর ইকোনমি ছিল ৬.৩৯। অন্যদিকে প্রসিদ্ধ কৃষ্ণ ৭ উইকেট পেলেও রান খরচ করেছেন বেশি। ইকোনমি ৭.৮০। অথচ অর্শদীপ শুধু আন্তর্জাতিক নয়, বিজয় হাজারে ট্রফিতেও দুর্দান্ত ছন্দে ছিলেন। সিকিমের বিরুদ্ধে পেয়েছিলেন পাঁচ উইকেট। ফলে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ বলেই সমালোচনা করছেন ক্রিকেটপ্রেমীরা।

সমর্থকদের মতে, গম্ভীর নাকি ব্যাটিং-অলরাউন্ড দক্ষতার যুক্তি দেখিয়ে রানাকে প্রাধান্য দিচ্ছেন। কিন্তু অর্শদীপের ধারাবাহিকতা এবং নতুন বলে শৃঙ্খলাপূর্ণ বোলিং-ই কি দলের বেশি দরকার ছিল না? এমন প্রশ্ন এখন চারদিকে ঘুরছে। অনেকেই লিখছেন এই নীতি চলতে থাকলে অর্শদীপের ওডিআই ভবিষ্যৎ এবং ২০২৭ বিশ্বকাপ পরিকল্পনা বড় ধাক্কা খেতে পারে।

আরও পড়ুন

ভারতীয় একাদশ-শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল , (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ

নিউজিল্যান্ড একাদশ-ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, উইল ইয়ং, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল হে (উইকেটকিপার), মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), জ্যাকারি ফৌলকস, ক্রিশ্চিয়ান ক্লার্ক, কাইল জেমিসন, আদিত্য আশোক
 

Read more!
Advertisement
Advertisement