Advertisement

Indian Football Team: জাতীয় দল থেকে, সুনীল ছেত্রীকে বাদ দিলেন কোচ খালিদ জামিল, কারণ কী?

ভারতীয় দলের (Indian Football Team) কোচ হওয়ার পরেই, সুনীল ছেত্রীকে (Sunil Chhetri) বাদ দিয়েছিলেন নতুন কোচ খালিদ জামিল (Khalid Jamil)। তা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে। এবার সেই বিতর্কে মুখ খুললেন ভারতীয় দলের কোচ। এআইএফএফ-কে দেওয়া সাক্ষাতকারে এ নিয়ে কথা বলেছেন খালিদ।

সুনীল ছেত্রী ও খালিদ জামিলসুনীল ছেত্রী ও খালিদ জামিল
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 17 Aug 2025,
  • अपडेटेड 5:19 PM IST

ভারতীয় দলের (Indian Football Team) কোচ হওয়ার পরেই, সুনীল ছেত্রীকে (Sunil Chhetri) বাদ দিয়েছিলেন নতুন কোচ খালিদ জামিল (Khalid Jamil)। তা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে। এবার সেই বিতর্কে মুখ খুললেন ভারতীয় দলের কোচ। এআইএফএফ-কে দেওয়া সাক্ষাতকারে এ নিয়ে কথা বলেছেন খালিদ। 

ভারতীয় দলের কোচ হয়েই বড় চমক দিয়েছিলেন খালিদ। নেশনস কাপের জন্য ৩৫ সদস্যের দল ঘোষণা করেছেন তিনি। তাঁদের জাতীয় শিবিরে যোগ দিতে বলা হয়েছে। সেই ৩৫ জনের দলে নেই সুনীল ছেত্রীর নাম। ভারতের হয়ে সর্বাধিক ৯৫ গোল করা সুনীলকে রাখেননি খালিদ। বদলে অনেক নতুন নাম রয়েছে তাঁর দলে। ৩৫ জনের দলে মোহনবাগানের সাত ও ইস্টবেঙ্গলের তিন ফুটবলারকে নিয়েছেন নতুন কোচ।

তবে রবিবার খালিদ বলেন, 'সুনীল (ছেত্রী) ভারতীয় ফুটবলের একজন রোল মডেল, এবং তার জন্য দরজা সবসময় খোলা। সে এই ক্যাম্পে নেই কারণ আমরা এমন একটি টুর্নামেন্ট খেলছি যা মূলত আমাদের এশিয়ান কাপ কোয়ালিফায়ারদের প্রস্তুতি হিসেবে কাজ করবে, এবং আমি আরও কয়েকজন খেলোয়াড়কে চেষ্টা করে দেখতে চাই।' সুনীলের সঙ্গে এ ব্যাপারে কথাও বলেছেন খালিদ। বলেন, 'আমি তার সঙ্গেও একই ব্যাপারে কথা বলেছি। তার মতো একজন খেলোয়াড় দলে থাকা সবসময়ই আনন্দের।'

২৯ অগাস্ট থেকে শুরু হবে নেশনস কাপ। গ্রুপ বি–তে ভারতের সঙ্গে রয়েছে তাজিকিস্তান, ইরান ও আফগানিস্তান। কঠিন গ্রুপে রয়েছে ভারত। প্রথম দিনই আয়োজক দেশ তাজিকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। তারপর ১ সেপ্টেম্বর ইরান ও ৪ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ রয়েছে। ৮ সেপ্টেম্বর হবে প্রতিযোগিতার ফাইনাল। ভারতীয় ফুটবল দলের কোচ হিসেবে এটাই খালিদের প্রথম টুর্নামেন্ট।

শিবিরে যোগ দেওয়া ফুটবলাররা

গোলরক্ষক:‌ অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু, ঋত্বিক তিওয়ারি।

ডিফেন্ডার:‌ আকাশ মিশ্র, অ্যালেক্স সাজি, বরিস সিং, চিংলেনসানা সিং, মিংথানমাওয়াইয়া রালতে, রাহুল ভেকে, রোশন সিং, সন্দেশ জিঙ্ঘান, সুনীল বেঞ্চামিন।

Advertisement

মিডফিল্ডার:‌ আশিক কুরুনিয়ান, দানিশ ফারুখ, নিখিল প্রভু, রাহুল কেপি, সুরেশ সিং, উদান্তা সিং।

ফরওয়ার্ড:‌ ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, রহিম আলি, বিক্রম প্রতাপ সিং।

Read more!
Advertisement
Advertisement