Advertisement

India Team T20 Cricket: আর ৮ ম্যাচ পরেই T20 বিশ্বকাপ, ভারতের 'মাথাব্যথা' ফাস্ট বোলাররা

চলতি টি২০ সিরিজে ভারতীয় দলের ফাস্ট বোলিং অ্যাটাকে অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেস খান ও মুকেশ কুমারকে রাখা হয়েছে। এর মধ্যে মুকেশ বিয়ের জন্য সিরিজের মাঝেই ছুটি নিয়ে নিয়েছেন। 

টি২০ সিরিজে ভারতীয় দলটি২০ সিরিজে ভারতীয় দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Nov 2023,
  • अपडेटेड 9:34 AM IST
  • টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) প্রহর গোনা শুরু
  • হতাশ করলেন প্রসিদ্ধ ও অর্শদীপ
  • T20 বিশ্বকাপেও শামি ও বুমরাকে দেখতে চান ক্রিকেট ভক্তরা

Team India Fast Bowlers for T20 World Cup 2024: একদিনের ক্রিকেটের বিশ্বকাপ শেষ হয়েছে সদ্য। এবার টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) প্রহর গোনা শুরু। যদিও বিশ্বকাপ শেষ হলেও ক্রিকেট সূচিতে বিরতি নেই ভারতীয় দলের। ৪ দিন পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে T20 সিরিজ শুরু হয়েছে। আপাতত ২-১ সিরিজে এগিয়ে সূর্যকুমার যাদবের ভারতীয় দল।

কিন্তু চলতি টি২০ সিরিজে ভারতীয় দল দুর্দান্ত ব্যাটিং করলেও উদ্বেগ বাড়াচ্ছেন বোলাররা। বিশেষ করে ভারতের ফাস্ট বোলাররা। ২০২৪ সালের T20 World Cup-এর আগে ৮টি টি২০ ম্যাচ খেলবে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি ৫ ম্যাচের টি২০ সিরিজে রীতিমতো নড়বড়ে দেখাচ্ছে ভারতের ফাস্ট বোলিং অ্যাটাককে। 

চলতি টি২০ সিরিজে ভারতীয় দলের ফাস্ট বোলিং অ্যাটাকে অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেস খান ও মুকেশ কুমারকে রাখা হয়েছে। এর মধ্যে মুকেশ বিয়ের জন্য সিরিজের মাঝেই ছুটি নিয়ে নিয়েছেন। 

মুকেশের বিদায়ের পরে দীপক চাহারকে নেওয়া হয়েছে স্কোয়াডে। কিন্তু কোনও ম্যাচ খেলেননি। 

হতাশ করলেন প্রসিদ্ধ ও অর্শদীপ

অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধ ২৮ নভেম্বরের টি২০ ম্যাচে ৪ ওভারে প্রসিদ্ধ ও অর্শদীপ, দুজনেই ৪ ওভারে যথাক্রমে ৬৮ ও ৪৪ রান দিলেন। প্রসিদ্ধ তো টি২০ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান দেওয়া ভারতীয় ফাস্ট বোলারের তকমা পেয়ে গেলেন।  

প্রসিদ্ধ কৃষ্ণার আগে আন্তর্জাতিক টি২০ ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়া ভারতীয় বোলার ছিলেন যজুবেন্দ্র চাহাল। ২০১৮ সালে ৪ ওভারে ৬৪ রান দিয়েছিলেন যজুবেন্দ্র। গোটা বিশ্বে টি২০ আন্তার্জাতিক ম্যাচে সবেচেয়ে বেশি রান দেওয়া বোলার শ্রীলঙ্কার কসুন রজিয়া। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে ৪ ওভারে ৭৫ রান দিয়েছিলেন। 

T20 বিশ্বকাপেও শামি ও বুমরাকে দেখতে চান ক্রিকেট ভক্তরা

চলতি টি২০ সিরিজে ভারতীয় ফাস্ট বোলারদের ব্যর্থতা দেখে টি২০-তেও মহম্মদ শামি ও বুমরাকে আনার দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বুমরা ৬২টি টি২০ ম্যাচে ৭৪টি উইকেট নিয়েছেন। মহম্মদ শামি ২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার টি২০ ম্যাচ খেলেছেন। ২৩টি টি২০ ম্যাচে ইকোনমি রেট ৮.৯৪। 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement