
Harmanpreet Kaur insta Story: বছরের পর বছর ধরে যেই স্বপ্নটা বুকে পুষে রেখেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল, অবশেষে সেই স্বপ্ন সত্যি হলো। ২০২৫ সালের মহিলা একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ইতিহাস গড়ল ভারত। এই প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেল ভারতীয় মহিলারা।
রবিবারের ফাইনাল শেষে মাঠেই শুরু হয়েছিল উল্লাস। রাতে সেই উদযাপন ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। হাসি, কান্না, আনন্দ, সব মিশে এক আবেগঘন মুহূর্তে পরিণত হয় দলের ট্রফি-উত্তোলনের সময়। সারারাত ধরে দলের সদস্যরা উদযাপন করেছেন তাঁদের জীবনের সবচেয়ে বড় জয়। কেউ নেচে, কেউ গান গেয়ে, আবার কেউ ট্রফি হাতে ছবি তুলেছেন। সেই সমস্ত ছবি ও ভিডিও এখন ভাইরাল।
সবচেয়ে বেশি নজর কাড়ল অধিনায়ক হরমনপ্রীত কৌরের ইনস্টাগ্রাম পোস্ট। তিনি শেয়ার করেছেন এক বিশেষ ছবি, ট্রফিকে বুকে জড়িয়ে ঘুমিয়ে রয়েছেন তিনি। তাঁর টি শার্টের পিঠের দিক দেখা যাচ্ছে। টি শার্টে লেখা রয়েছে Cricket Gentleman's Game. কিন্তু লেখাটা কাটা। তার নীচে লেখা, “Cricket Everyone’s Game”।
হরমনপ্রীতের জার্সিতেই ছিল এই বার্তা। যা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ক্রিকেটকে এতদিন ‘জেন্টলম্যানস গেম’ বলা হলেও, এই জয় প্রমাণ করে দিয়েছে, ক্রিকেট এখন সবার খেলা। হরমনপ্রীতের এই ছবিই যেন নারী ক্রিকেটের নতুন অধ্যায়ের প্রতীক।সমান সম্মান, সমান পরিশ্রম ও সমান সাফল্যের গল্প।
ফাইনালে ভারত প্রথমে ব্যাট করে তোলে ২৯৯ রানের টার্গেট। জবাবে দক্ষিণ আফ্রিকা থেমে যায় ২৪৭ রানে। ভারতের জয় ছিল ৫২ রানের ব্যবধানে। সেই সঙ্গে ইতিহাসে নাম লেখালেন ভারতীয় ক্রিকেটাররা।প্রথমবারের মতো মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে।