India vs. Bangladesh Score: ২০ লাগল না। মাত্র ১২ ওভারেই জিতল ভারত। বাংলাদেশ মাত্র ১২৭ রানে অলআউট হয়েছিল। অর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তীরা আগে থেকেই জয়ের রাস্তা ক্লিয়ার করে রেখেছিলেন। সেটাই কাজে লাগালেন ব্যাটাররা। হার্দিক পান্ডিয়ার দুরন্ত পারফরম্যান্সে মাত্র ১১.৫ ওভারেই লক্ষ্য পেরোল ভারত।
এদিন ধুন্ধুমার পারফর্ম করলেন ভারতের বোলাররা। ১২৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের লড়াই। সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।তাঁর সিদ্ধান্ত যে ভুল ছিল না, তা বলাই যায়।
বাংলাদেশ দলের ইনিংস শুরুতেই দু'টি উইকেট হারিয়ে ফেলে। প্রথম পাওয়ার প্লের প্রথম ছয় ওভারে তারা মাত্র ৩৯ রান তোলে। আর টি-টোয়েন্টিতে শুরু থেকে টেনে না খেললে কোনও দলের পক্ষে পরে 'রিদম' তৈরি করাটা খুব কঠিন।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান তোলেন মেহেদী হাসান মিরাজ। ৩২ বলে ৩৫ রান করেন। অধিনায়ক শান্ত ২৭ রান তোলেন। তাসকিন এবং তৌহিদ হৃদয় ১২ রান করেন।
অন্যদিকে হার্দিক পান্ডিয়া ভারতের হয়ে মাত্র ১৬ বলে ৩৯ তুলে দেন।
বরুণ চক্রবর্তী ও অর্শদীপ সিং দু'জনেই এদিন কাঁপিয়ে দিয়েছেন। দু'জনেই ৩টি করে উইকেট নিয়েছেন। ৩ বছর পর জাতীয় দলে কামব্যাক করেই বাজিমাত করলেন বরুণ। হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর এবং মায়াঙ্ক যাদব একটি করে উইকেট তুলে বাংলাদেশের আশার প্রদীপ নিভিয়ে দেন।
বাংলাদেশের পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে
এভাবে এত কম রান তোলা নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশের ক্রিকেটারদের সমালোচনা শুরু করেছেন সেদেশের ক্রিকেটপ্রেমীরা। প্রস্তুতির অভাব, নাকি স্ট্র্যাটেজির ভুল, তাই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। এদিকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের এমন পারফর্ম্যান্সে স্বাভাবিকভাবেই খুশি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। বিশেষত বরুণ ও অর্শদীপের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।