ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) খেলছেন রোহিত শর্মা (Rohit Sharma)। IPL 2024-এর আগে রোহিতকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় মুম্বই ইন্ডিয়ান্স (MI)। মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। হার্দিক আগে ছিলেন গুজরাত টাইটান্স-এর ক্যাপ্টেন।
কেন মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করল?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সাংবাদিক সম্মেলন করলেন হার্দিক পান্ডিয়া। একাধিক প্রশ্নের জবাব দিলেও, একটি প্রশ্নের উত্তর দিতে চাননি হার্দিক। প্রশ্নটি ছিল, মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করার প্রসঙ্গে।
গোটা সিজনে রোহিতের হাত আমার কাঁধে থাকবে
এই প্রশ্নেই হার্দিক চুপ করে থাকেন। এমনকী মুম্বই ইন্ডিয়ান্সের কোচ বাউচারও প্রশ্নে মুখ খুললেন না। সোজা বলে দিলেন, পরের প্রশ্ন করুন। তবে হার্দিক নিশ্চিত করলেন, মুম্বই ইন্ডিয়ান্স IPL ২০২৪-এর প্রথম ম্যাচ খেলবে ১৮ মার্চ। হার্দিকের কথায়, 'সবার আগে বলি, এটা কোনও আলাদা কিছু ঘটনা নয়। যদি আমার কোনও সাহায্যের দরকার হয়, তো রোহিতকে পাবো। একই সঙ্গে রোহিত ভারতীয় দলের অধিনায়ক। রোহিত ওই অধিনায়ক কেরিয়ারে যা সাফল্য পেয়েছে, আমি সেই সাফল্যকেই এগিয়ে নিয়ে যেতে চাই। আমি জানি, গোটা সিজনে রোহিতের হাত আমার কাঁধে থাকবে।' রোহিত শর্মার সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাওয়া হলে হার্দিক ঘুরিয়ে বলেন, ‘হ্যাঁ, এবং না। ও ভ্রমণ করছে। খেলছে। মাত্র কয়েক মাস হল আমরা একে অপরকে দেখিনি। যখনই আইপিএল শুরু হবে, যা সোমবার থেকেই, ও এলে, আমরা আড্ডা দেব।’
আমরা ফ্যানদের সম্মান করি: হার্দিক
হার্দিক পান্ডিয়া বলেন, 'সত্ ভাবে বলতে গেলে, আমরা ফ্যানদের সম্মান করি। আমাদের একটাই চিন্তা, ভাল খেলা।' অন্যদিকে রোহিত সংক্ষেপে বলেন, ‘ক্যাপ্টেন্সি বদল হওয়ার পর যা চলছে, তা নিয়ে কিছু বলার নেই। আমি শুধু সেটুকুই নিয়ন্ত্রণে রাখতে পারি, যেটা আমার হাতে আছে। আমি শুধু আমার খেলাতে ফোকাস করতে পারি। এটাই আমি করতে চলেছি।’