Advertisement

Chennai Captain Dhoni: ফের চেন্নাইয়ের ক্যাপ্টেন হচ্ছেন ধোনি! দিল্লির বিরুদ্ধেই মিলবে চমক?

Chennai Captain Dhoni: ২০২৩ আইপিএলের ফাইনাল ম্যাচ ছিল শেষবার ধোনির অধিনায়কত্বে চেন্নাইয়ের মাঠে নামা। তারপর ২০২৪-এ চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন হিসেবে দেখা যায় ঋতুরাজ গায়কওয়াড়কে। তবে এবার ২০২৫-এর সিজনে বড় ম্যাচের আগে চোটে পড়েছেন ঋতুরাজ।

ফের চেন্নাইয়ের ক্যাপ্টেন হচ্ছেন ধোনি! দিল্লির বিরুদ্ধেই মিলবে চমক?ফের চেন্নাইয়ের ক্যাপ্টেন হচ্ছেন ধোনি! দিল্লির বিরুদ্ধেই মিলবে চমক?
Aajtak Bangla
  • চেন্নাই,
  • 05 Apr 2025,
  • अपडेटेड 12:22 AM IST

Chennai Captain Dhoni: ধোনি মানেই আবেগ, ধোনি মানেই একটা আলাদা ফ্যানবেস। আর এবার সেই ‘থালা’কে নিয়ে আইপিএল ২০২৫-এর মাঝপথে চরম উত্তেজনার জন্ম দিয়েছে চেন্নাই সুপার কিংস শিবির। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫ এপ্রিলের ম্যাচ ঘিরে জোর গুঞ্জন—মাঠে নেতৃত্বে ফিরতে পারেন মহেন্দ্র সিং ধোনি! হ্যাঁ, ঠিকই পড়েছ। ক্যাপ্টেন কুল আবারও দেখা যেতে পারে পুরোনো ভঙ্গিমায়, চেন্নাইয়ের হয়ে মাঠে নামতে।

পুরো ঘটনা এক নজরে:
২০২৩ আইপিএলের ফাইনাল ম্যাচ ছিল শেষবার ধোনির অধিনায়কত্বে চেন্নাইয়ের মাঠে নামা। তারপর ২০২৪-এ চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন হিসেবে দেখা যায় ঋতুরাজ গায়কওয়াড়কে। তবে এবার ২০২৫-এর সিজনে বড় ম্যাচের আগে চোটে পড়েছেন ঋতুরাজ। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে তুষার দেশপান্ডের এক বল গিয়ে লাগে ঋতুরাজের কনুইয়ে। ব্যাটিং কোচ মাইক হাসি জানালেন—কনুইতে এখনও ব্যথা রয়েছে, তবে প্রতিদিন উন্নতি হচ্ছে।

মাঠে ফিরতে পারেন ধোনি?
মাইক হাসি এক সাক্ষাৎকারে বলেন, “আমরা এখনও ঠিক করিনি কে নেতৃত্ব দেবে। তবে ধোনি তো রয়েছেই। ওর অভিজ্ঞতা অসাধারণ। মাঠের পিছনে দাঁড়িয়ে সব বোঝে, সব পড়ে নিতে পারে। সত্যি বলতে এখনো নিশ্চিত না হলেও, ধোনির নাম উঠে আসাটা অস্বাভাবিক কিছু নয়।”

আরও পড়ুন

অর্থাৎ পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে দিল্লির বিরুদ্ধে ম্যাচে যদি ঋতুরাজ পুরোপুরি ফিট না হন, তাহলে ধোনির হাতে আবার উঠতে পারে ক্যাপ্টেনের ব্যাটন। আর এটা হলে তো ফ্যানদের কাছে রীতিমত একটা উৎসব হয়ে যাবে!

চেন্নাইয়ের স্কোয়াডে রয়েছেন যাঁরা:
রচিন রাভিন্দ্র, রাহুল ত্রিপাঠি, ঋতুরাজ গায়কওয়াড় (ক্যাপ্টেন), শিবম দুবে, বিজয় শঙ্কর, রবি জাডেজা, এম এস ধোনি (উইকেটকিপার), জেমি ওভারটন, আর. অশ্বিন, নূর আহমেদ, মথিশা পাথিরানা, খলিল আহমেদ, মুকেশ চৌধুরি, ডেভন কনওয়ে, শেখ রশিদ, স্যাম কারান, কমলেশ নাগারকোটি, শ্রেয়স গোপাল, অনশুল কাঁবোঝ, নাথান এলিস, গুরজপনিত সিং, রামকৃষ্ণ ঘোষ, আন্দ্রে সিদ্ধার্থ সি, বংশ বেদি, দীপক হুডা।

ধোনির অধিনায়কত্ব মানেই শুধু একটা ট্যাকটিক্স নয়, ওটা একটা আবেগ। মাঠে ধোনিকে লিড করতে দেখলে যে উত্তেজনা, সেটা কোনো পরিসংখ্যান দিয়ে ব্যাখ্যা করা যায় না। এখন শুধু অপেক্ষা—৫ এপ্রিল, এমএ চিদম্বরম স্টেডিয়ামে ধোনি কি আবার ‘ক্যাপ্টেন কুল’ হয়ে নামবেন? উত্তরের অপেক্ষায় গোটা ক্রিকেটবিশ্ব।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement