Advertisement

IPL 2025 CSK vs PBKS : ১২ বলে ২৭ রানের দুরন্ত ইনিংস ধোনির, তবে জিততে পারল না চেন্নাই

পঞ্জাব কিংসের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। নিউ চণ্ডীগড়ের মহারাজ যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এই ম্যাচে পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ২০ ওভারে ২১৯ রান করে পঞ্জাব। তবে ১৮ রানে ম্যাচ জিতে নেয় পঞ্জাব।

CSK CSK
Aajtak Bangla
  • চণ্ডীগড় ,
  • 08 Apr 2025,
  • अपडेटेड 11:15 PM IST
  • চেন্নাইয়ের বিরুদ্ধে পঞ্জাবের ম্যাচ
  • মাত্র ৩৯ বলে শতরান করেন প্রিয়াংশ আর্য

পঞ্জাব কিংসের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। নিউ চণ্ডীগড়ের মহারাজ যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এই ম্যাচে পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। দুই দলই কোনও পরিবর্তন ছাড়াই মাঠে নামে। নির্ধারিত ২০ ওভারে ২১৯ রান করে পঞ্জাব। তবে ১৮ রানে ম্যাচ জিতে নেয় পঞ্জাব। 

 

দেখুন ম্যাচের আপডেট 

আরও পড়ুন

  • সেই পুরোনো মেজাজে দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে। মাত্র ১২ বলে ২৭ রান করলেন তিনি। চেন্নাইয়ের জিততে শেষ ওভারে দরকার ছিল ২৮ রান। তবে প্রথম বলে আউট হন ধোনি। তার আগে একাধিক ছক্কা হাঁকান। বিশতম ওভারের প্রথম বলে দুর্দান্ত ক্যাচ নেন চহাল। 
  • ১ ওভারে ২৮ রান দরকার চেন্নাইয়ের। ২০ তম ওভারের প্রথম বলেই আউট ধোনি। 
  • পরপর ২ বলে ২ ছক্কা ধোনির। শেষ ২ ওভারে দরকার ৪৩। 
  • ৪২ রানে আউট শিবম দুবে। ক্রিজে এলেন ধোনি। 
  • ১৩ ওভার শেষে ১২০ রানে ২ উইকেট চেন্নাইয়ের। ৪২ বলে এখনও ১০০ রান দরকার ধোনির দলের। 
  • পরপর ২ বলে ২ টো ক্যাচ মিস করল পঞ্জাব সুপার কিংসের ফিল্ডাররা। 
  • ৬২ রানে দ্বিতীয় উইকেটের পতন। আউট রুতুরাজ। 
  • ৬১ রানে  প্রথম উইকেট খোয়াল চেন্নাই। উইকেট নিলেন গ্লেন ম্যাক্সওয়েল। 
  • ২১৯ রানের জবাবে ৬ ওভারে কোনও উইকেট না খুইয়ে ৫৯ রান চেন্নাইয়ের। 
  • প্রথম ৫ ওভারে কোনও উইকেট হারায়নি চেন্নাই। ক্রিজে রয়েছেন রচিন রবীন্দ্র ও কনওয়ে। 
  • পঞ্জাবের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে কোনও উইকেট না খুইয়ে ৯ রান তুলল চেন্নাই 
  • নির্ধারিত ২০ ওভারে ২১৯ রান করল পঞ্জাব। ব্যাট হাতে ৫২ রান করলেন শশাঙ্ক সিং। 
  • ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে পঞ্জাব কিংস। ৩১ রান করার পর খেলছেন শশাঙ্ক সিং। ৯ রান করার পর খেলছেন মার্কো জনসন। 
  • ঝোড়ো সেঞ্চুরি করেন প্রিয়াংশ আর্য। মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করেন তিনি। ১৬ ওভারে পাঞ্জাবের স্কোর ১৭০-৬। 
  • তৃতীয় ওভারে আউট হন আইয়ারও। তার ব্যাট থেকে এসেছে মাত্র ৯ রান। মার্কাস স্টয়নিসও ভালো পারফর্ম করতে পারেননি। এরপর একই ওভারে নেহাল ভাধেরা ও গ্লেন ম্যাক্সওয়েলকে আউট করেন অশ্বিন। কিন্তু এক প্রান্তে প্রিয়াংশ আর্য দুর্দান্ত ব্যাটিং করে ফিফটি করেন।

     

  • টস জিতে প্রথমে ব্যাট করতে আসা পঞ্জাবের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারে মুকেশ চৌধুরীর বলে আউট হন প্রভসিমরন সিং। খাতাও খুলতে পারেননি প্রভসিমরান। 
  • চলতি মরসুমে, পঞ্জাব কিংস তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে। সিএসকে চারটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে। এই মরসুমে লক্ষ্য তাড়া করতে গিয়ে পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ করেছে CSK।
  •  চেন্নাই সুপার কিংস (প্লেয়িং ইলেভেন): রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, নুর আহমেদ, মুকেশ চৌধুরী, খলিল আহমেদ, মাথিশা পাথিরানা। 

    পঞ্জাব কিংস (প্লেয়িং ইলেভেন): প্রিয়াংশ আর্য, প্রভসিমরান সিং, শ্রেয়াস আইয়ার, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কো জনসন, আরশদীপ সিং, লকি ফার্গুসন, যুজবেন্দ্র চাহাল।

    Read more!
    Advertisement
    Advertisement