দলের জন্য ত্যাগ কাকে বলে আরও একবার বুঝিয়ে দিলেন শ্রেয়স আইয়ার। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে অপর প্রান্তে অপরাজিত থাকলেন ৯৭ রান করে। দলের রান বাড়ানোর জন্যই স্ট্রাইক নিয়ে নিজের আইপিএল কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করার রাস্তায় হাঁটলেন না পঞ্জাব ক্যাপ্টেন।
নন স্ট্রাইকিং এন্ডে থেকে যাওয়ায় ৯৭ রানে অপরাজিত থাকলেন পঞ্জাব ক্যাপ্টেন। দলের জন্য শশাঙ্কের হাতেই দিয়ে রাখলেন স্ট্রাইক। উল্টো দিকে দাঁড়িয়ে তরুণ ক্রিকেটারকে উৎসাহ দিয়ে গেলেন। ২৭ বলে হাফসেঞ্চুরি হাঁকান। সব মিলিয়ে, শ্রেয়াস ৪২ বলে অপরাজিত ৯৭ রান করেন। এই সময় তিনি ৯ টি ছক্কা এবং ৫টি চার মারেন।
পঞ্জাবকে নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স আইয়ার। সেই কারণেই আজ আরও একটা রেকর্ড গড়েছেন তিনি। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিনটি আইপিএল দলের ক্যাপ্টেন্সি করার রেকর্ড গড়েছেন। ২০১৫ থেকে ২০২১ অবধি ছিলেন দিল্লিতে। ২০২২ ও ২০২৪ সালের আইপিএল খেলেন কেকেআরে। চোটের কারণে খেলতে পারেননি ২০২৩ সালে। এবার শ্রেয়সকে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক দরে নেয় পঞ্জাব কিংস।
আর তার মর্যাদা রাখছেন শ্রেয়স। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ফিরতে চলেছেন শ্রেয়স আইয়ার।ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য গতবছর বাদ পড়েছিলেন কেকেআরের আইপিএল জয়ী অধিনায়ক। এবছর এখনও কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশিত হয়নি। এ+ ক্যাটাগরিতে আছেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। কিন্তু তিনজনই টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তাই এবার সেদিকে বিশেষ নজর থাকবে। সোমবার মেয়েদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশিত হয়েছে। তিন ফরম্যাট মিলিয়ে রয়েছেন ১৬ জন। আশা করা যাচ্ছে কয়েকদিনের মধ্যে প্রকাশিত হবে ছেলেদের তালিকা।
পিবিকেএস দল: এস. আইয়ার (অধিনায়ক), পি. সিং (উইকেটরক্ষক), পি. আর্য, এম. স্টোইনিস, এ. ওমরজাই, জি. ম্যাক্সওয়েল, এস. সিং, এস. শেডগে, এম. জ্যানসেন, ওয়াই. চাহাল, এ. সিং
গুজরাত দল: এস. গিল (অধিনায়ক), জে. বাটলার (উইকেটরক্ষক), এস. সুদর্শন, এস. খান, এস. কিশোর, এ. খান, আর. তেওয়াতিয়া, আর. খান, কে. রাবাদা, পি. কৃষ্ণা, এম. সিরাজ।