আইপিএল (IPL 2025) ফাইনাল কলকাতা থেকে সরে যাওয়ায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকেই দায়ী করেছেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আইপিএল ফাইনাল কলকাতা থেকে গুজরাতে সরে যাওয়া নিয়ে গোটা রাজ্যের ক্রিকেটপ্রেমীরা যখন ক্ষোভে ফুঁসছেন সেই সময়ই এ ব্যাপারে মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি। এ নিয়ে পাল্টা দিতে ছাড়লেন না তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।
মঙ্গলবার কলকাতা থেকে আমেদাবাদে সরে গিয়েছে, আইপিএল ফাইনাল। ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ ছিল। সেই সময়, প্রাথমিক সূচিতে ফাইনাল কলকাতাতেই হওয়ার কথা ছিল। ফের আইপিএল সূচি প্রকাশ হওয়ার পর দেখা যায়, কলকাতা নয়, আমেদাবাদে হচ্ছে ফাইনাল। আর তার জেরেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক লড়াই।
বিরোধী দলের রাজ্য সভাপতি এক্সে পোস্ট করে লেখেন, 'ইডেনে আইপিএল ফাইনাল ম্যাচ স্থানান্তর করতে ব্যর্থ হওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনের আরেকটি স্পষ্ট প্রমাণ! আবহাওয়া কেবল একটি অজুহাত, এই সিদ্ধান্তের পেছনে আসল এবং অন্যতম কারণ হল বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা, সম্পূর্ণ ভেঙে পড়া প্রশাসনিক কাঠামো এবং মুখ্যমন্ত্রীর রাজনৈতিক অযোগ্যতা।' রামনবমীর উদাহরন টেনে সুকান্ত আরও লেখেন, 'রামনবমীর দিন, মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন, 'আমরা নিরাপত্তা দিতে পারব না', নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টসের মধ্যে ম্যাচ স্থানান্তরের অনুরোধ করার সময়, এটা স্পষ্ট হয়ে গেল যে এই সরকার সাধারণ মানুষের নিরাপত্তা প্রদান তো দূরের কথা, ক্রিকেট ম্যাচ পরিচালনা করতেও অক্ষম।'
এর পাল্টা দেন কুণাল ঘোষও। শাসক দলের মুখপাত্র বলেন, 'সুকান্ত যা বলছেন, তা একেবারেই ঠিক নয়। আইপিএল ফাইনাল সরে যাওয়ার সঙ্গে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনও তুলনা হয় না। এটা বিসিসিআই-এর অভ্যন্তরীণ রাজনীতি বা পরিস্থিতি। আইপিএল কেন স্থানান্তরিত হলো তা বিসিসিআই-এর উপর নির্ভর করে। আইপিএল ফাইনাল এবং বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে এর কোন সম্পর্ক নেই।'