Advertisement

IPL 2025 GT vs MI: প্রাক্তন সতীর্থকে গালাগাল, ম্যাচ হেরে নতুন বিতর্কে হার্দিক; VIRAL VIDEO

শনিবার আইপিএল-এ মুখোমুখি হয়েছিল গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। নিজের পুরনো দলের বিরুদ্ধে ম্যাচ। ফলে সম্মানরক্ষার লড়াইয়ে নেমেছিলেন হার্দিক পান্ডিয়া। তবে সেই ম্যাচেই ঘটে গেল অবাক করা ঘটনা। প্রাক্তন সতীর্থ সাই কিশোরকে স্লেজিং করতে দেখা গেল মুম্বই অধিনায়ককে। যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।

হার্দিক পান্ড্য এবং সাই কিশোরহার্দিক পান্ড্য এবং সাই কিশোর
Aajtak Bangla
  • আহমেদাবাদ ,
  • 30 Mar 2025,
  • अपडेटेड 11:23 AM IST

শনিবার আইপিএল-এ মুখোমুখি হয়েছিল গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। নিজের পুরনো দলের বিরুদ্ধে ম্যাচ। ফলে সম্মানরক্ষার লড়াইয়ে নেমেছিলেন হার্দিক পান্ডিয়া। তবে সেই ম্যাচেই ঘটে গেল অবাক করা ঘটনা। প্রাক্তন সতীর্থ সাই কিশোরকে স্লেজিং করতে দেখা গেল মুম্বই অধিনায়ককে। যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।

ম্যাচ তো হারতে হলই পাশাপাশি সমালোচনার মুখেও পড়তে হল হার্দিককে। এই মরসুমে এটাই ছিল তাঁর প্রথম ম্যাচ। আর সেখানেই বিতর্কে পড়লেন। ম্যাচে ১৫তম ওভারে যখন হার্দিক পিচে থেকে রান চেজ করছিলেন সেই সময়ে বল হাতে সামনে ছিলেন সাই। প্রথমে দুটি ডট বল দেন তিনি। এর পর অবশ্য হার্দিক একটি চার মারেন। পরেরটি আবার ডট বল হয়। সেই সময় একটি বল ডিফেন্ড করেন হার্দিক। সাই কিছুটা সামনের দিকে এগিয়ে যান এবং হার্দিককে কড়া চাহনি দিতে থাকেন। 

তবে হার্দিক দমে যাওয়ার পাত্র নন। তিনি হাত নাড়িয়ে একটি আপত্তিকর শব্দের ব্যবহার করেন। তবে সাই কিশোর কড়া ভাবে তাকিয়ে ছিলেন। তপ্ত পরিস্থিতি শান্ত করার জন্য সেই সময়েই হস্তক্ষেপ করেন আম্পায়ার। ম্যাচটি অবশ্য ৩৬ রানে হেরে যায় মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক ১৭ বলে ১১ রান করেন।

ম্যাচের পর যদিও হার্দিকের পাশেই দাঁড়িয়েছেন সাই। এসব ঘটনা মাঠের মধ্যে হলেও, আসলে তারা ভাল বন্ধু বলে দাবি গুজরাত ক্রিকেটারের। ম্যাচের পর এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হার্দিক আমার ভালো বন্ধু। মাঠে সকলেই প্রতিপক্ষ। কিন্তু সেখানে হওয়া কোনও ঘটনাকে আমরা ব্যক্তিগত ভাবে নিই না।’ ঘটনার পরে দুই জন ক্রিকেটারই একে অপরকে জড়িয়ে ধরেন। সেই উষ্ণ আলিঙ্গনেই বিতর্কের ঢেউ থেমে যায়। কিন্তু আইপিএল-এর এই উত্তেজনার মুহূর্ত এত তাড়াতাড়ি মন আর সোশ্যাল মিডিয়া ওয়াল থেকে নামাতে নারাজ নেটিজেনরা। 

গুজরাত টাইটান্সের একাদশ: শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার (উইকেটরক্ষক), শেরফেন রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আর, সাই কিশোর, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।

Advertisement

মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ: রোহিত শর্মা, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), তিলক ভার্মা, নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, মুজিব উর রহমান, সত্যনারায়ণ রাজু। 

Read more!
Advertisement
Advertisement