Advertisement

IPL 2025 GT vs RR: ১৫৯ রানে শেষ রাজস্থানের ইনিংস, জিতে শীর্ষে গুজরাত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ২৩তম ম্যাচটি আজ অর্থাৎ ৯ এপ্রিল গুজরাত টাইটানস এবং রাজস্থান রয়‍্যালসের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

গুজরাতগুজরাত
Aajtak Bangla
  • নয়া দিল্লি,
  • 09 Apr 2025,
  • अपडेटेड 11:45 PM IST

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ২৩তম ম্যাচটি আজ অর্থাৎ ৯ এপ্রিল গুজরাত টাইটানস এবং রাজস্থান রয়‍্যালসের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। আইপিএলের ইতিহাসে, গুজরাত টাইটানস এবং রাজস্থান দলের মধ্যে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলা হয়েছে। যার মধ্যে গুজরাত দল ৫টি ম্যাচ জিতেছে এবং রাজস্থান দল একটি ম্যাচ জিতেছে।

রান করতে গিয়ে সমস্যায় রাজস্থান

বল হাতে দারুণ পারফর্ম করছেন গুজরাত বোলাররা। ১২ রানে ২ উইকেট হারানোর পর কিছুটা চেষ্টা চালিয়েছিলেন রিয়ান পরাগ। তবে তিনি আউট হতেই সমস্যা আরও বাড়ে। হেটমায়ার এখন ভরসা রাজস্থানের জন্য। স্যামসন আউট হন ৪১ রান করে। ২.১৮ রানের জবাবে রাজস্থানের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারেই আরশাদ খানের শিকার হন যশস্বী জয়সওয়াল। যশস্বীর ব্যাট থেকে মাত্র ৬ রান আসে। এরপর, নীতীশ রানাও এক রান করে তৃতীয় ওভারে আউট হন।   

আরও পড়ুন

বড় লক্ষ্য দিল গুজরাত

৬ উইকেট হারিয়ে ২১৭ রান করে গুজরাত। দারুণ ব্যাট করেন সাই সুদর্শন। ৩৬ রানের ইনিংস খেলেন জস বাটলার ও শাহরুখ খান। ২৪ রান করে অপরাজিত থাকেন রাহুল তেওয়াটিয়া। 

১০ ওভার শেষ

২ উইকেট হারালেও ৯৪ রান করে ফেলল গুজরাত। উইকেটে সাই সুদর্শন ও শাহরুখ খান। প্রথম উইকেট হারানোর পর, ভাল ছন্দে ছিলেন বাটলার ও সাই। তবে বাটলার আউট হন ৩৬ রান।  

ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে গুজরাত

এই ম্যাচে টস জিতে রাজস্থান প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। গুজরাত দল প্রথমে ব্যাট করতে আসবে। ৬ ওভার শেষে গুজরাটের স্কোর ৫৬-১।

গুজরাত টাইটানস প্লেয়িং 11: শুভমান গিল, সাই সুদর্শন, জস বাটলার, শাহরুখ খান, রাহুল তেওয়াতিয়া, ওয়াশিংটন সুন্দর, রশিদ খান, সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, ইশান্ত শর্মা, শেরফেন রাদারফোর্ড।

রাজস্থান রয়‍্যালস প্লেয়িং 11: যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, নীতীশরানা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, ও য়ানিন্দু হাসরাঙ্গা, জোফরা আর্চার, মহেশ তিক্ষানা, যুধবীর সিং, সন্দীপ শর্মা, কুমার কার্তিকেয়া।

Advertisement
Read more!
Advertisement
Advertisement