Advertisement

IPL 2025 GT vs SRH: দুরন্ত গিল, ওয়াশিংটন; SRH-কে ৭ উইকেটে হারাল GT

আবার হারল হায়দরাবাদ। শুভমান গিল ও ওয়াশিংটন সুন্দরের দারুণ ব্যাটিং-এ ভর করে সাত উইকেটে ম্যাচ জিতল গুজরাত। শুরুতে ২ উইকেট হারালেও ১৫২ রান তাড়া করতে তেমন সমস্যা হয়নি গিলদের। 

ফ্রেমে মোহাম্মদ সিরাজ এবং শুভমান গিলফ্রেমে মোহাম্মদ সিরাজ এবং শুভমান গিল
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 06 Apr 2025,
  • अपडेटेड 10:58 PM IST

আবার হারল হায়দরাবাদ। শুভমান গিল ও ওয়াশিংটন সুন্দরের দারুণ ব্যাটিং-এ ভর করে সাত উইকেটে ম্যাচ জিতল গুজরাত। শুরুতে ২ উইকেট হারালেও ১৫২ রান তাড়া করতে তেমন সমস্যা হয়নি গিলদের। 

প্রথমে ব্যাট করতে আসা হায়দ্রাবাদের শুরুটা ছিল খুবই খারাপ। প্রথম ওভারেই মোহাম্মদ সিরাজ ট্রাভিস হেডকে আউট করেন, যাকে হায়দ্রাবাদের সবচেয়ে শক্তিশালী যোগসূত্র হিসেবে বিবেচনা করা হত। ৮ রান করে হেড আউট হন। এরপর ৫ম ওভারে অভিষেক শর্মাও আউট হন। তার ব্যাট থেকে মাত্র ১৮ রান আসে। আজ ঈশান কিষাণের কাছ থেকে বড় ইনিংস আশা করা হচ্ছিল কিন্তু মাত্র ১৭ রান করে ৮ম ওভারে আউট হন তিনিও। এরপর, হেনরিখ ক্লাসেন কিছু ভালো শট খেলেন কিন্তু ১৪তম ওভারে তার উইকেট হারান। পরের ওভারেই নীতীশ রেডিও আউট হন। তবে শেষ পর্যন্ত প্যাট কামিন্স কিছু ভালো শট খেলেন যার ফলে হায়দ্রাবাদ দল ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৫২ রান করতে পারে।

প্রথম ম্যাচ জয়ের পর টানা তিনটি ম্যাচে হেরেছে হায়দরাবাদ দল। যেখানে গুজরাট টাইটান্স উদ্বোধনী ম্যাচে হেরে যাওয়ার পর টানা দুটি ম্যাচে জয় পেয়েছে। এই ম্যাচের লাইভ আপডেট এবং স্কোরকার্ডের জন্য নিয়মিত এই পৃষ্ঠাটি রিফ্রেশ করতে থাকুন।

আরও পড়ুন

দুই দলেই একটি করে পরিবর্তন
গুজরাত দলে একটি পরিবর্তন আনা হয়েছে। আরশাদ খানের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, আর হায়দ্রাবাদে হর্ষল প্যাটেলের জায়গায় জয়দেব উনাদকাটকে প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গুজরাত টাইটান্স (প্লেয়িং ইলেভেন): সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), রাহুল তেও য়াতিয়া, শাহরুখ খান, রশিদ খান, ওয়াশিংটন সুন্দর, সাই কিশোর, মোহাম্মদ সিরাজ, প্রসিদ কৃষ্ণ, ইশান্ত শর্মা।

সানরাইজার্স হায়দ্রাবাদ (প্লেয়িং ইলেভেন): ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিশান, নীতীশ রেডি, হেনরিক ক্লাসেন, অনিকেত ভার্মা, কামিন্দু মেন্ডিস, প্যাট কামিন্স, জিশান আনসারি, জয়দেব উনাদকাট, মহম্মদ শামি।

Advertisement
Read more!
Advertisement
Advertisement