Advertisement

IPL 2025: KKR-এর চিয়ারলিডার হতে চান? রইল শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য

চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) পরেই শুরু হবে আইপিএল (IPL 2025)। ইতিমধ্যেই সূচি (IPL 2025 Schedule) প্রকাশ্যে এসে গিয়েছে। টিকিট কাটার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন ফ্যানরা। তবে এই চার-ছক্কার যুদ্ধের মাঝেও আইপিএল-এর অন্যতম সেরা আকর্ষণ চিয়ারলিডাররা (Cheerleader)। আইপিএলে কী ভাবে চিয়ারলিডার হওয়া যায়? এর জন্যে কি আলাদা করে কোনও প্রশিক্ষণ বা শিক্ষাগত যোগ্যতা লাগে? কারা চিয়ারলিডার হতে পারেন?

কেকেআর-এর চিয়ারলিডারকেকেআর-এর চিয়ারলিডার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Feb 2025,
  • अपडेटेड 2:18 PM IST

চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) পরেই শুরু হবে আইপিএল (IPL 2025)। ইতিমধ্যেই সূচি (IPL 2025 Schedule) প্রকাশ্যে এসে গিয়েছে। টিকিট কাটার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন ফ্যানরা। তবে এই চার-ছক্কার যুদ্ধের মাঝেও আইপিএল-এর অন্যতম সেরা আকর্ষণ চিয়ারলিডাররা (Cheerleader)। আইপিএলে কী ভাবে চিয়ারলিডার হওয়া যায়? এর জন্যে কি আলাদা করে কোনও প্রশিক্ষণ বা শিক্ষাগত যোগ্যতা লাগে? কারা চিয়ারলিডার হতে পারেন?
 
চিয়ারলিডার হতে কী যোগ্যতা লাগে?
চিয়ারলিডার হতে গেলে আলাদা করে কোনও শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। সুস্বাস্থ্যের অধিকারী হলেই চিয়ারলিডার হওয়া যায়। ছিপছিপে, তন্বী রাখতে হবে। মনে রাখতে হবে, দর্শকের মনোরঞ্জনই তাঁদের আসল কাজ। শিক্ষিত হওয়াও অবশ্য কর্তব্য। সাবলীল ভাবে ইংরেজি বলতে জানতে হবে। শুধু মেয়েরা নন, ছেলেরাও চিয়ারলিডার হতে পারেন।

বিদেশে প্রচুর প্রতিষ্ঠান রয়েছে, যাঁরা চিয়ারলিডার হওয়ার জন্যেই প্রশিক্ষণ দেয়। কোর্সও রয়েছে, পড়াশোনা এবং ব্যবহারিক পরীক্ষা দিয়ে পাশ করলে তবেই শংসাপত্র মেলে। আর সেই অনুযায়ীই চাকরি হয় বিভিন্ন ফ্র্যাঞ্চেইজিতে। তবে ভারতে চিয়ারলিডার হওয়ার প্রতিষ্ঠান খুব বেশি নেই। দিল্লি, মুম্বইয়ের বেশ কিছু প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দেওয়া হয়। বেঙ্গালুরু এবং চেন্নাইয়েও দু-একটি স্কুলে শেখার সুবিধা মেলে। ইন্টারনেটে খোঁজ করলে এ রকম বেশ কিছু প্রতিষ্ঠানের খোঁজ মিলবে।

কত টাকা পান চিয়ারলিডাররা?
জানা যায়, একেকটা মরসুমে চিয়ারলিডাররা কম করে ৫ লাখ টাকা মতো উপার্জন করেন। তবে এই উপার্জনের তারতম্য ঘটে। সবার ক্ষেত্রে উপার্জন সমান হয় না। কেউ কিছুটা বেশি উপার্জন করেন, কেউ একটু কম। ম্যাচ প্রতি ১৪ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত উপার্জন করেন চিয়ারলিডাররা। আইপিএলের একেকটি ফ্র্যাঞ্চাইজি একেকরকম টাকা দেয় চিয়ারলিডারদের। তবে সব থেকে বেশি টাকা দেয় শাহরুখ খানের কেকেআর। সূত্র মারফত এমনই জানা যায়।

চিয়ারলিডারদের নিয়ে আইপিএল-এর শুরুর দিকে অনেক কথা শোনা গেলেও, এখন এই পেশা বেশ সম্মানের। তার সঙ্গে যদি মোটা অঙ্কের টাকা পাওয়া যায়, তবে তো কথাই নেই। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement