Advertisement

IPL 2025 Jasprit Bumrah: IPL থেকে ছিটকে গিয়েছেন বুমরা? দলে বদলের ইঙ্গিত দিলেন MI কোচ

জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) যে আইপিএল-এ (IPL 2025) শুরু থেকে খেলতে পারবেন না সেটা জানাই ছিল। তবে গোটা মরসুমের জন্যই কি তিনি মাঠের বাইরে? সে ব্যাপারে এখনও নিশ্চিত কোনও তথ্য নেই মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে। তবে তিনি দ্রুত দলের সঙ্গে যোগ দেবেন বলে আশাবাদী দলের হেড কোচ মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene)। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ চলাকালীন জসপ্রীত বুমরাহের প্রতিক্রিয়াইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ চলাকালীন জসপ্রীত বুমরাহের প্রতিক্রিয়া
Aajtak Bangla
  • মুম্বই,
  • 20 Mar 2025,
  • अपडेटेड 1:48 PM IST

জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) যে আইপিএল-এ (IPL 2025) শুরু থেকে খেলতে পারবেন না সেটা জানাই ছিল। তবে গোটা মরসুমের জন্যই কি তিনি মাঠের বাইরে? সে ব্যাপারে এখনও নিশ্চিত কোনও তথ্য নেই মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে। তবে তিনি দ্রুত দলের সঙ্গে যোগ দেবেন বলে আশাবাদী দলের হেড কোচ মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene)। 

বুমরার চোটের কী অবস্থা?
শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটার বুমরার চোট নিয়ে বলেন, 'বুমরা ফিটনেসে যথেষ্ট উন্নতি করেছে। আমাদের বিসিসিআইয়ের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে পরিস্থিতি বেশ ভাল এটা বুঝতে পারছি। আমরা প্রতিদিন বুমরার ফিটনেসের খবর রাখছি। এটা তো মানতে হবে বিশ্বের অন্যতম সেরা বোলার হল বুমরা।’‌ রবিবার অভিযান শুরু করতে চলা মুম্বই চিপকে প্রথম ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। 

দুই তারকাকে ছাড়াই চেন্নাই সুপার কিংস ম্যাচে নামছে মুম্বই
সেই ম্যাচে নির্বাসনের জন্য নেই হার্দিক পান্ডিয়া। দুই তারকা না থাকায় দলের ক্যাপ্টেন্সি করবেন সূর্যকুমার যাদব। ভারতীয় টি২০ দলের ক্যাপ্টেনের সামনে এখন বড় চ্যালেঞ্জ মহেন্দ্র সিং ধোনিদের বিরুদ্ধে দলকে ম্যাচ জেতানো। আইপিএল-এর দুই সফল দল রবিবার মুখোমুখি হচ্ছে। হার্দিক, বুমরার না থাকা সেক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হতে পারে। 

বাড়তি দায়িত্ব নিয়ে হবে
মাহেলা যোগ করেছেন, ‘‌বুমরা যতদিন না দলে ঢুকছে ততদিন অন্যদের বাড়তি দায়িত্ব নিতে হবে। এটা চ্যালেঞ্জ।’‌ গত মরসুমে ব্যর্থ হতে হয়েছে মুম্বইকে। রোহিত শর্মার থেকে হার্দিকের হাতে ক্যাপ্টেন্সি যাওয়ার পর আইপিএল-এর সবচেয়ে সফল দল ১০ নম্বরে শেষ করেছিল। ১০টা হার আর চারটে জয়। দলে কিছু বদল এলেও, মূল ক্রিকেটাররা রয়েছেন। গতবারের ক্ষত সারিয়ে এবার কি ফের পুরনো মুম্বই দলকে দেখা যাবে? ক্যাপ্টেন হিসেবে হার্দিক পান্ডিয়া কি গুজরাতের ফর্ম ফিরে পাবেন? এসব চিন্তা আছেই মুম্বই সমর্থকদের মধ্যে। 

Read more!
Advertisement
Advertisement